ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন
১৮ জুলাই ২০০৯
নিহতদের স্মরণে একটি বেসরকারি অনুষ্ঠানেও যোগ দেন ক্লিনটন৷ ইতোমধ্যেই তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে আলোচনা করেছেন৷ হিলারি ক্লিনটন গ্রামের মহিলাদের সঙ্গেও সময় কাটিয়েছেন, ঘুরেছেন৷
নিহতদের স্মরণে বেসরকারি অনুষ্ঠানটিতে যোগ দেয়ার পর ক্লিনটন সেখানে রাখা বইয়ে সই করে তাঁর একাত্মতা প্রকাশ করেন৷ তিনি ভারতীয় পত্রিকা টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি এই বার্তাই সবাইকে দিয়েছি যে, তাজমহল হোটেলে গত বছরের সন্ত্রাসী হামলায় যেইসব কর্মী এবং অতিথি প্রাণ হারিয়েছেন, মুম্বাই-এর জনগণের সঙ্গে, তাঁদের প্রতি আমি ব্যক্তিগতভাবে এবং আমার দেশ সহানুভূতি এবং একাত্মতা প্রকাশ করছি৷ এর আগে ক্লিনটন, শুক্রবার জাকার্তার দুটি বিলাসবহুল হোটেলে বোমা হামলায় ৯ জনের মৃত্যুর কথা দুঃখ ভরে স্মরণ করেন৷ তিনি বলেন, বিশ্বব্যাপী এই বর্বরতা বন্ধ করতে হবে৷
মুম্বাই হামলার জন্যে ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে৷ এবং ঐ জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত এবং ভারতের মাটি সন্ত্রাসবাদের জন্যে ব্যবহার না করার প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত রেখেছে ভারত৷ যদিও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রে কাজ করার ব্যাপারে বৃহস্পতিবার একমত হন, কিন্তু মনমোহন বলেছেন, পাকিস্তান এই ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা চাইলে, আগে মুম্বাই হামলার সাথে জড়িতদের অবশ্যই শাস্তি দিতে হবে৷
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতের কয়েকজন শীর্ষ বিজনেস টাইকুনের সঙ্গেও বৈঠক করেছেন৷ তাঁদের মধ্যে রয়েছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আমবানি এবং টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা৷
রোববার মুম্বাই থেকে নতুনদিল্লি যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী৷ ক্লিনটনের এই সফরের প্রধান লক্ষ্য দু'দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা৷ এছাড়াও রোববার দিল্লিতে যাবার পর, ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যপারেও তিনি চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে৷
প্রতিবেদক: ফাহমিদা সুলতানা, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই