1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত সফরে শেখ হাসিনা, কথা হবে মোদীর সঙ্গে

২২ জুন ২০২৪

মোদীর শপথ অনুষ্ঠানে ছিলেন শেখ হাসিনা। দুই সপ্তাহের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করতে তিনি আবার ভারতে।

শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রী হাঁটছেন।
শেক হাসিনার এই সফরকে খুবই গুরুত্ব দিচ্ছে ভারত। ছবি: Naveen Sharma/ZUMA/IMAGO

নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোনো দেশের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে।

বাংলাদেশের তরফ থেকে শুক্রবার রাতে জানানো হয়েছে, এই সফর অনেকদিন আগে থেকেই ঠিক করা ছিল। গত কয়েকমাস ধরে দুই দেশের সরকারি কর্মকর্তারা এই সফর নিয়ে আলোচনা করেছেন। কী কী চুক্তি হবে, সমঝোতাপত্র সই হবে তা ঠিক করেছেন।

শুক্রবারও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেছেন।

শনিবার সকাল নয়টা থেকে প্রধানমন্ত্রী মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠক, দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক ও চুক্তিতে সই-পর্ব হবে। তারপর বেলা বারোটা নাগাদ দুই দেশের তরফে যৌথ ঘোষণা হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। সেখানে প্রধানমন্ত্রী মোদীও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজঘাট গিয়ে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানান। এরপর নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এরপর সামাজিক মাধ্যম এক্স-এ জয়শঙ্কর জানিয়েছেন, ''বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। তিনি ভারতে রাষ্ট্রীয় সফর করছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ তা এটাই দেখিয়ে দিচ্ছে। আমাদের এই বিশেষ সম্পর্ককে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া নিয়ে তিনি যে দিশানির্দেশ করেছেন, তার জন্য সাধুবাদ জানাই।''

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়.সওয়াল জানিয়েছেন, ''শেখ হাসিনার এই সফর খুবই গুরুত্বপূর্ণ। নতুন সরকারের আমলে এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হবে। দুই দেশেরই বিশেষ প্রত্যাশা আছে। দুই দেশের মধ্যে কিছু  চুক্তি হবে। সমঝোতাপত্রও সই হবে। দুই দেশই এই সম্পর্ককে আরো গভীর করতে চায়।''

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ