1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভারত সফর সফল’

৪ নভেম্বর ২০১২

এক সপ্তাহের ভারত সফর শেষে শনিবার দেশে ফিরেছেন বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ খালেদা জিয়া ঢাকায় ফেরার পথে দিল্লিতে বিমানবন্দরে এই সফরকে সফল বলে জানিয়েছেন সাংবাদিকদের৷

Indian finance minister Pranab Mukharjee called on Bangladeshi opposition leader Begum Khaleda Zia in Dhaka, on May 5, 2012. photo @ Harun Ur Rashid Swapan and DW is permited to use. Regards Swapan, Dhaka
ছবি: DW/Swapan

খালেদা জিয়া রাষ্ট্রীয় সফরে ভারত যান গত ২৮শে অক্টোবর৷ তিনি সেখানে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, বিরোধী দলীয় নেত্রী সুষমা স্বরাজ, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই, জাতীয় নিরপত্তা বিষয়ক উপদেষ্টা শিবশংকর মেননের সঙ্গে বৈঠক করেছেন৷ শনিবার তিনি ঢাকায় ফেরার আগে বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে৷ বৈঠকে বাংলাদেশের মাটিকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে না দেয়ার কথা বলেছেন খালেদা জিয়া৷ ঢাকায় ফেরার পথে তিনি দিল্লি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ তিনি সাংবাদিকদের কাছে তার ভারত সফরকে সফল বলে উল্লেখ করেন৷ তিনি দ্বিপাক্ষিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে একমত হয়েছেন৷

এদিকে ঢাকায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন খালেদার এই সফর তাদের কাছেও গুরুত্বপূর্ণ৷ খালেদা জিয়া ভারতকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রকাশ করা হবে৷ আর খালেদা জিয়া যেন সেসব প্রতিশ্রুতি রক্ষা করেন৷

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. এম শাহিদুজ্জামান খালেদা জিয়ার এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন৷ তিনি বলেন এতে দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক বাড়বে৷

এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন মনে করেন এতে ভারতে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ