ভারত সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য ভুল ছিল!
১০ এপ্রিল ২০২০
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানায়, ভারতে করোনা সংক্রমণ তৃতীয় ধাপে পৌঁছে গেছে৷ কিন্তু ভারতের গণমাধ্যমের খবর, ডাব্লিউএইচও স্বীকার করেছে তথ্যটি ভুল ছিল৷
বিজ্ঞাপন
৯ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) তার সর্বশেষ ‘সিচুয়েশন রিপোর্ট'-এ জানায়, ভারতে করোনা সংক্রমণ তৃতীয় ধাপ, অর্থাৎ ‘কমিউনিটি ট্রান্সমিশনে' পৌঁছে গেছে৷ এই ধাপে কোনো দেশ পৌঁছে যাওয়া মানে মোট সংক্রমণের অন্তত ৩০ শতাংশের বিদেশ সফরের বা বিদেশ সফর করেছেন এমন কারো সংস্পর্শের ইতিহাস না থাকা৷ শুধু তাই নয়, তৃতীয় ধাপের সংক্রমণের ক্ষেত্রে এই ৩০ শতাংশের সংক্রমণের সূত্র খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে৷ ফলে, দ্রুত ছড়িয়ে পড়ে এই ভাইরাস৷
কিন্তু ১০ এপ্রিল, ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এনডিটিভি' একটি প্রতিবেদনে জানায়, এই তথ্য ভুল ছিল, তা তাদের কাছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে৷ শুধু তাই নয়, এনডিটিভি এ-ও জানায় যে, ভুল তথ্য শুধরেও নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
বর্তমানে ৯ এপ্রিলের যে সিচুয়েশন রিপোর্ট রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে, তা জানাচ্ছে যে, ভারতে কমিউনিটি ট্রান্সমিশন হয়নি৷ বর্তমানে, সেখানে করোনা সংক্রমণ শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রয়েছে, যাকে বিশেষজ্ঞরা বলছেন ‘ক্লাস্টার অফ কেসেস'৷ এই করোনা ভাইরাস তার ‘জন্মভূমি' চীনেও ‘ক্লাস্টার অফ কেসেস' হিসাবে ছড়াচ্ছে, জানাচ্ছে ডাব্লিউএইচও'র এই প্রতিবেদন৷
সত্যিই কি ভারতে নেই ‘কমিউনিটি ট্রান্সমিশন'?
ভারত আয়তনে বড় দেশ হবার কারণে অবস্থানভেদে পরিস্থিতি পালটে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু না৷ একদিকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে, দেশে নেই তৃতীয় ধাপের কমিউনিটি ট্রান্সমিশন, অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলছেন অন্য কথা৷ ভারতে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে কথা বলতে গিয়ে শুক্রবার তিনি বলেন, পাঞ্জাবে ১ মে পর্যন্ত বাড়ানো হবে লকডাউন৷ তিনি আরো বলেন, ‘‘পাঞ্জাবে বর্তমানে ২৭টা এমন সংক্রমণের উদাহরণ রয়েছে যার সূত্র আমরা এখন খুঁজে পাইনি৷ এগুলিকে কমিউনিটি ট্রান্সমিশন হিসেবে ধরা যেতে পারে৷'' পাঞ্জাবে এই মূহুর্তে মোট ১৩২জন করোনা-আক্রান্ত রয়েছে৷
করোনা ঠেকাতে বলিউড তারকাদের আর্থিক অনুদান
ভারতে করোনা মোকাবিলায় কোন কোন বলিউড তারকা অর্থদান করলেন, দেখুন ছবিঘরে…
ছবি: AFP/Getty Images/I. Mukherjee
অক্ষয় কুমার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি করোনা মোকাবিলায় একটি বিশেষ তহবিল ঘোষণা করেন। এরপর বেশ কয়েকজন বলিউড তারকা এই তহবিলে অর্থদান করেছেন। এখন পর্যন্ত এই তহবিলে সবচেয়ে বড় অঙ্ক দান করেছেন অভিনেতা অক্ষয় কুমার। তিনি দিয়েছেন মোট ২৫ কোটি ভারতীয় রুপি।
ছবি: UNI
শাহরুখ খান – জুহি চাওলা
প্রধানমন্ত্রীর তহবিলে শাহরুখের দান করা কোনো অঙ্কের খোঁজ না পাওয়া গেলেও, টুইটারে তিনি জানান, শীঘ্রই টাকা পাঠাতে চলেছে তার ও জুহি চাওলার যৌথ ব্যবসায়িক সংস্থা ‘রেড চিলিজ’। শাহরুখ আরো জানান, পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্রের সরকারকে ৫০ হাজার পিপিই দিচ্ছেন তাঁরা। পাশাপাশি এক মাসের জন্য প্রায় ১৫ হাজার পরিবারের অন্নসংস্থানের দায়িত্বও নেবেন শাহরুখ-জুহি।
ছবি: Getty Images/AFP/Stringer
সালমান খান
শাহরুখের মতোই অভিনেতা সালমান খানও সরাসরি প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করেননি। তিনি মুম্বাই চলচ্চিত্রে কর্মরত ২৫ হাজার দিনমজুরের ভরণপোষণের দায়িত্ব নিতে পারেন৷
ছবি: DW/S. Zain
রজনীকান্ত
দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ লাখ রুপি দান করেছেন। শুধু তাই নয়, দক্ষিণ ভারতীয় সিনেমাজগতে কর্মরত দিনমজুরদের জন্যেও অর্থ সাহায্য করেছেন তিনি।
ছবি: Getty Images/AFP/A. Sankar
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তহবিলে ও মহারাষ্ট্রের রাজ্যভিত্তিক তহবিলে অর্থ দান করেছেন। টাকার অঙ্ক জানা যায়নি৷
ছবি: AP
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর মার্কিন স্বামী, গায়ক নিক জোনাস প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করেছেন বলে জানিয়েছেন। কিন্তু দানের অঙ্ক প্রকাশ করেননি৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
অভিনেত্রী অনুষ্কা শর্মা ও তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তহবিলে তাঁদের অর্থদানের কথা। টাকার অঙ্ক তারাও জানাননি।
ছবি: IANS
শিল্পা শেঠি
অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রা ২১ লাখ রুপি দান করেছেন প্রধানমন্ত্রীর তহবিলে।
ছবি: Getty Images/AFP
কারিনা কাপুর- সাইফ আলি খান
কারিনা ও অভিনেতা সাইফ আলি খানও অর্থের অঙ্ক প্রকাশ করেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অর্থসাহায্যের কথা নিশ্চিত করেছে এই দম্পতি।
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
কঙ্গনা রানাওয়াত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ফ্যান' হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মোট ২৫ লাখ ভারতীয় রুপি দান করেছেন।
ছবি: STRDEL/AFP/Getty Images
তরুণদের দায়বদ্ধতা
বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতাদের অনেকেই প্রধানমন্ত্রীর তহবিলে অর্থদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরমধ্যে রয়েছেন ভিকি কৌশাল (এক কোটি রুপি), বরুণ ধাওয়ান (৩০ লাখ রুপি), কার্তিক আরিয়ান (এক কোটি রুপি), রাজকুমার রাও, সোনম কাপুর, আলিয়া ভাট, সারা আলি খান।