ভারত হিন্দুরাষ্ট্র, এটা সত্য, বললেন মোহন ভাগবত
২২ ডিসেম্বর ২০২৫
কলকাতায় আরএসএসের শতবর্ষ উপলক্ষে 'একশ ব্যাখ্যান মেলা' নামে একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান বা সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, ''ভারতীয় সংস্কৃতির উপর শ্রদ্ধা যার আছে এবং পূর্বজদের উপর শ্রদ্ধা আছে এমন একজন ব্যক্তি যতক্ষণ হিন্দুস্তানের ভূমিতে বেঁচে থাকবে, ততদিন ভারত হিন্দুরাষ্ট্র থাকবে।''
ভাগবতের দাবি, ''সংসদের যদি কখনো মনে হয়, সংবিধানে হিন্দুরাষ্ট্র শব্দ রাখা দরকার, তাহলে তারা তা করবে। যদি তারা তা না করে, তাহলেও ঠিক আছে। ওর সঙ্গে কোনো মতলব নেই। আমরা হিন্দু এবং আমাদের হিন্দুরাষ্ট্র আছে। এটা সত্য। এটা পুঁথিতে লেখা হোক বা না হোক, যা আছে, সেটা থাকবে, তা বদলাবে না। সূর্য পূর্বদিকে ওঠে, আমরা জানি না, কবে থেকে তা পূর্বদিকে উঠছে। এর জন্য কি সংবিধানের অনুমোদন দরকার?''
ভাগবত বলেছেন, ''ওই ঝঞ্ঝাটে না পড়ে এটা বোঝা দরকার, জন্মের ভিত্তিতে জাতি-আধারিত ব্যবস্থা হিন্দুত্বের হলমার্ক নয়।''
সরসঙ্ঘচালক মনে করেন, এখানে আমাদের সমাজের জন্য একসঙ্গে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। যদি হিন্দু সমাজ একসঙ্গে দাঁড়িয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে বেশি দেরি হবে না।
জিএইচ/এসজি(এএনআই, এনডিটিভি, মিরর নাও)