1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারী শিল্প থেকে হাইটেক

কার্মেন মায়ার/এসবি১৭ জুন ২০১৫

অনেকের কাছেই ‘মেড ইন জার্মানি' মানেই উচ্চ মানের পণ্য৷ তবে অতীতের ভারী শিল্পের জায়গায় আজ সমাদর পাচ্ছে হাইটেক যন্ত্র ও যন্ত্রাংশ৷ তবে লৌহ-ইস্পাত শিল্পের পাট চুকিয়ে আধুনিক যুগের পথে পাড়ি দেবার প্রক্রিয়া ছিল চ্যালেঞ্জে ভরা৷

Dortmund - Phoenix See
ছবি: picture-alliance/dpa

ছিল ইস্পাত কারখানা৷ প্রথমে বন্ধ হলো৷ তারপর খুলে ফেলা হলো৷ সবশেষে জাহাজে করে চীনে পাঠিয়ে দেওয়া হলো৷ ডর্টমুন্ড শহরের ইস্পাত শিল্প শেষ হয়ে গেল৷ ১৪ বছর পর একই জায়গায় শোভা পাচ্ছে ফ্যোনিক্স লেক৷ গোটা এলাকার বিবর্তনের প্রতীক এটি৷ পারিবারিক কোম্পানির প্রধান ক্রিস্টিয়ান ফ্রয়েন্ডলিব বলেন, ‘‘আমার এখনো স্পষ্ট মনে আছে৷ ২০০১ সালের ২৬শে এপ্রিল ছিল কারখানার শেষ দিন৷ সন্ধ্যাবেলায় আমার জন্মদিনের পার্টি ছিল, রাত বারোটার সময় যাতে জন্মদিনকে স্বাগত জানানো যায়৷ বাবা হঠাৎ বললেন, আমাকে এখনই যেতে হবে৷ আমি প্রশ্ন করলাম, কোথায় যেতে চাও? বললেন, ইস্পাত কারখানায় শেষ কাজ আমাকে দেখতেই হবে৷ তাঁর চাকরি জীবনে এই কাজের অসীম গুরুত্ব ছিল৷''

রাতারাতি এই পারিবারিক কোম্পানির ব্যবসার গুরুত্বপূর্ণ এক শাখা গায়েব হয়ে গেল৷ আগে তারা ব্লাস্ট ফার্নেস-এর প্রাচীর তৈরি করতো৷ যখন ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেল, তখন কোম্পানির ১০০ বছর পূর্তি উৎসব পালিত হচ্ছিল৷ ফলে নতুন করে আত্মপ্রকাশ করার চ্যালেঞ্জও সামনে এসে পড়লো৷ আগে যেখানে ইস্পাতের কারখানা ছিল, এখন সেখানে আবার নির্মাণের কাজ চলছে৷ মিশায়েল ফ্রয়েন্ডলিব নির্মাতাদের একজন৷ এখানে তিনি প্রায় সাড়ে তিন হাজার বর্গ মিটার এলাকার অফিস ভবন তৈরি করাচ্ছেন৷ কাজ দ্রুত শেষ করার জন্য চাপ দিচ্ছেন, কারণ মালিক জুন মাসেই ভবনে ঢুকতে চান৷ প্রায় ৭৫ জন কর্মী সেখানে কাজ করবেন৷

ছবি: picture-alliance/dpa

কোম্পানির নতুন দপ্তর৷ একেবারে ফ্যোনিক্স লেকের তীরে৷ বেশ দামি নতুন ভবন৷ এমন সুন্দর দৃশ্যের জন্যও বাড়তি দাম দিতে হয় বৈকি৷ মাইক্রোসনিক কোম্পানির প্রধান ইয়োহানেস শুলটে বলেন, ‘‘হ্যাঁ, আমরা অনেক টাকা বিনিয়োগ করেছি৷ তবে এর মাধ্যমে আমাদের কর্মীদের জন্য সুন্দর কাজের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হচ্ছে৷ বিশেষ করে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ হাই-টেক কর্মীদের জন্য এমন আকর্ষণীয় কাজের জায়গা খুব গুরুত্বপূর্ণ৷''

ডর্টমুন্ড শহর কর্তৃপক্ষও এমনটা আশা করছে৷ লেক ও তার পাশের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য ৭ কোটি ইউরো ব্যয় করা হয়েছে৷ তবে অনেক সাইট এখনো খালি পড়ে রয়েছে৷ ইয়োহানেস শুল্টে-র জন্য বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি কেন্দ্রের পত্তন ভবিষ্যতের দিশায় গুরুত্বপূর্ণ অগ্রগতি৷ এতে তাঁর নিজেরও সুবিধা হয়েছে৷

১৯৯০ সালে তিনি এখানে নিজের কোম্পানি শুরু করেন৷ প্রিন্টার সহ অন্যান্য যন্ত্রের জন্য আলট্রাসাউন্ড সেন্সর-এর ক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ৷ তাঁর সহকর্মীরা খুবই ছোট জায়গায় কাজ করেন৷ তাই তিনি উৎপাদন ও সংগঠনের সঙ্গে যুক্ত কর্মীদের ফ্যোনিক্স লেকের সাইটে নিয়ে যেতে চান৷ ইয়োহানেস শুলটে বলেন, ‘‘এটা অবশ্যই কাঠামোগত পরিবর্তন৷ ভারী শিল্পের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই৷ আমাদের গ্রাহকরাও ডর্টমুন্ডের নয় – জার্মানি, ইউরোপ সহ গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে৷ সারা বিশ্বে আমরা আমাদের সেন্সর রপ্তানি করি৷ পুরানো কাঠামোর সঙ্গে এমন হাইটেক পণ্যের কোনো সম্পর্ক নেই৷ তা সত্ত্বেও এই সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যেই আমাদের শিকড়৷

ফ্যোনিক্স লেক এখনো কিছুটা হলেও ইস্পাত শিল্পের কথা মনে করিয়ে দেয় – এবং তার সঙ্গে যুক্ত প্রায় ১৮,০০০ মানুষের কর্মসংস্থানের কথা৷ আজ সেখানে আধুনিক ভবন শোভা পাচ্ছে৷ প্রায় সব জমি বিক্রি হয়ে গেছে৷ ইস্পাত কারখানার প্রাক্তন শ্রমিকের লেকের ধারে ফ্ল্যাট কেনার সামর্থ্য নেই৷ ডর্টমুন্ডে শিল্পজগতের কাঠামোগত পরিবর্তনের ফলে যাদের লাভ হয়েছে, তারাই এখানে থাকেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ