1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে অ্যামাজনে ঘোরা

১০ আগস্ট ২০২০

ভার্চুয়াল রিয়ালিটির সহায়তায় আজকাল অনেক কিছু করা হচ্ছে৷ নতুন প্রজন্মের কাছে এই প্রযুক্তি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ তাই প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এর সাহায্য নেয়া হচ্ছে৷

ছবি: Rocío Vázquez/Mireia Guzmán

বার্লিনের ইন্টাব়্যাকটিভ মিডিয়া ফাউন্ডেশনে কাজ করা ইনা ক্রুগার ও তার সহকর্মীরা একটি ইন্সটলেশন বানিয়েছেন৷ এতে তারা অ্যামাজনের টুমুকুমাকে জাতীয় উদ্যানের ৪০০ হেক্টর এলাকা তৈরি করেছেন৷ প্রায় সাড়ে সাত হাজার গাছ এঁকে প্রোগ্রাম করা হয়েছে৷ সময় লেগেছে এক বছরের বেশি৷ বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে ইন্সটলেশনটি এখন দেখানো হচ্ছে৷ এটি দিয়ে পাঁচটি প্রাণীর ভূমিকায় অবতীর্ণ হওয়া যায়৷

ইনসাইড টুমুকুমাকে প্রকল্পের ক্রিয়েটিভ ডাইরেক্টর ইনা ক্রুগার বলছেন, ‘‘আমরা মানুষকে এমন অভিজ্ঞতা দিতে চেয়েছি, যার মাধ্যমে তারা ঐ প্রাণীদের সম্পর্কে আরও বেশি তথ্য জানতে পারবেন৷ এভাবে ঐ প্রাণীদের প্রতি তাদের আগ্রহ তৈরি হবে৷... আমরা সফল হচ্ছি৷ কারণ, অনেক মানুষ আমাদের কাছে জানতে চাইছেন: ‘পয়জন ডার্ট ফ্রগ' কি সত্যিই সন্ধ্যাবেলায় ওমন অদ্ভুত রং দেখতে পায়? আপনারা কীভাবে জানেন, কীভাবে আমরা এ সম্পর্কে আরও তথ্য পেতে পারি?’’

ব্যাঙ হয়ে অ্যামাজনে ঘুরতে কেমন লাগে?

04:06

This browser does not support the video element.

জীববিজ্ঞানী ইয়ানা হফমান শুরুতে এই ইনস্টলেশনে কিছু ভুল পেয়েছিলেন৷ তিনি বলেন, ‘‘শুরুতে আমরা যখন ঐ দ্বীপের প্রোটোটাইপ দেখেছিলাম, তখন দেখলাম সেখানে এমন কিছু গাছ দেখানো হয়েছে যা দক্ষিণ অ্যামেরিকায় নেই৷ আর অ্যামাজনেতো নয়ই৷’’

নতুন প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করতে ডিজিটাল মিডিয়া ব্যবহারের গুরুত্ব আছে বলে মনে করে বার্লিনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ৷ তাই সম্প্রতি তারা তাদের প্রদর্শিত ৩০ মিলিয়ন অবজেক্ট ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে৷ এজন্য কিছু অবজেক্টের ছবি তোলা হচ্ছে৷

আর বাকিগুলো স্ক্যান করা হচ্ছে৷ এতে পোকামাকড়ের জন্য তৈরি বিশ্বের প্রথম থ্রিডি স্ক্যানার ব্যবহৃত হচ্ছে৷

বিজ্ঞানীদের জন্য তো বটেই, দর্শকদের জন্যও এ এক দারুণ খবর৷

ইয়ানা হফমান বলেন, ‘‘বিশেষ করে স্কুল শিক্ষার্থীরা এই ডিজিটাল প্রদর্শনী পছন্দ করছে৷ স্থানীয় ফ্লোরা, ফনা তুলে ধরতে আমরা নিজেরাও এডুকেশনাল অ্যাপ তৈরি করছি৷ ডিজিটাল ফরমেট দিয়ে আমরা পরের প্রজন্মকে আকৃষ্ট করার চেষ্টা করছি৷ ফলে তরুণদের কাছে অনেক বিষয় আকর্ষণীয় হয়ে উঠছে৷

মিউজিয়ামের অবজেক্ট ডিজিটালাইজ করেই হোক কিংবা ভার্চুয়াল রিয়ালিটির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হার্পি ঈগলের সঙ্গে অ্যামাজনে উড়ে বেড়ানোর মতো নতুন অভিজ্ঞতা- উদ্দেশ্য একটাই, বন্যপ্রাণীদের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো৷

ইউলিয়া হেনরিশমান/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ