প্যারিস থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত প্রাসাদ, ভার্সাই।তথাকথিত 'সান কিং' লুই চতুর্দশের এই রাজকীয় বাসভবনে লুকিয়ে আছে অনেক অজানা গল্প। এমনকি লুই ষোড়শের সময়ে এখানে একটি আধুনিক টয়লেটও ছিল! ১৭২০-এর দশকে ইংরেজদের দ্বারা উদ্ভাবিত হয়।রাসায়নিক কাজের জন্য ব্যবহৃত টাইলসের মেঝে ইঙ্গিত দেয় পুরাতন সভ্যতার।