1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালুকের মতো কিডনি থাকলে উপকার হতো

১৬ মার্চ ২০২০

শারীরিক দিক থেকে মানুষ ও পশুর শরীরের সঙ্গে কি খুব বেশি পার্থক্য রয়েছে? বিজ্ঞানীরা সম্প্রতি ভালুকের শরীরে এমন কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন, যার রহস্য ভেদ করলে সম্ভবত মানুষেরও উপকার হতে পারে৷

Eisbären-Nachwuchs im Zoo am Meer
ছবি: picture-alliance/dpa/M.Assanimoghaddam

স্টকহোমের চিড়িয়াখানায় বিশ্বের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকরা মিলিত হয়েছেন৷ ভিয়েনার পশু চিকিৎসক ইওহানা পাইনার ও বোস্টনের হৃদরোগ বিশেষজ্ঞ বারবারা ন্যাটারসন-হরোভিৎস ভালুকের গুণাগুণ দেখে মুগ্ধ৷

স্টকহোমের কিডনি বিশেষজ্ঞ পেটার স্টেনভিংকেলও সেই দলেই পড়েন৷ ভালুক হাইবারনেশন বা শীতকালীন ঘুমের সময় শুধু সন্তানের জন্মের পর তাকে স্তন্যদান করে না, প্রায় ছয় মাসের জন্য এই প্রাণী মলমূত্র ত্যাগ না করেই থাকতে পারে৷ অথচ এর ফলে কিডনির কোনো রোগ হয় না৷ পশু চিকিৎসক হিসেবে ইওহানা পাইনার মনে করিয়ে দেন, ‘‘হাইবারনেশনের সময় ভালুকের অসাধারণ বৈশিষ্ট্য দেখা যায়৷ যেমন পেশির ভর কমে না, শরীরে মূত্র তৈরি হয় না, হাড়গোড়ের ঘনত্ব দুর্বল হবার বদলে বরং শক্তিশালী হয়ে ওঠে৷ কিডনিরও কোনো ক্ষতি হয় না৷''

এর ফলে পেটার স্টেনভিংকেলের মতো কিডনি বিশেষজ্ঞদের কৌতূহল আরও বেড়ে গেছে৷ তিনি বলেন, ‘‘কিডনির ডাক্তার হিসেবে জানতে অবাক লাগে যে ভালুকের শরীরে কিডনি রোগীদের মতো কোনো জটিলতা দেখা যায় না৷ অস্টেওপোরোসিস, হাড়ের ক্ষয়ের কোনো লক্ষণ নেই৷ শুধু পেশির সামান্য ক্ষয় হয়৷ অ্যাথরোসক্লেরোসিসেরও কোনো চিহ্ন নেই৷ অথচ দীর্ঘস্থায়ী কিডনির রোগ থাকলে মানুষের মধ্যে এমনটা প্রায়ই দেখা যায়৷''

২০০৫ সালে বিষয়টি প্রথম চোখে পড়েছিল৷ লস অ্যাঞ্জেলেস শহরের চিড়িয়াখানা এক হৃদরোগ বিশেষজ্ঞকে ডাক দেয়৷ তিনি হৃদযন্ত্রের সমস্যা থাকা বিভিন্ন প্রাণীর চিকিৎসা শুরু করেন৷ সে সময়ে চিড়িয়াখানার নিজস্ব পশু চিকিৎসক তাঁকে সরাসরি প্রাণীদের পরীক্ষা না করার অনুরোধ করেছিলেন৷ কারণ সে ক্ষেত্রে আচমকা মানসিক চাপের কারণে হৃদযন্ত্র বন্ধ হয়ে প্রাণীর মৃত্যু হতে পারে৷ হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে বারবারা ন্যাটারসন-হরোভিৎস বলেন, ‘‘বহু দশক ধরে প্রাণীদের ক্ষেত্রে ‘ক্যাপচার মাইয়োপ্যাথি' নিয়ে জল্পনাকল্পনা রয়েছে৷ নব্বইয়ের দশকের শেষে মানুষের ক্ষেত্রে এমন রোগ নির্ণয় করা হয়েছিল৷ অর্থাৎ অনেক দশক ধরে এ বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের সুযোগ নষ্ট হয়েছে৷ কারণ আমরা নিজেদের পশু হিসেবে দেখি না৷ প্রাকৃতিক জগতে আমরা পশুদের মর্যাদা কমিয়ে দেই৷''তিনি একাই এমন আদানপ্রদানের সন্ধান করছেন না৷ পেটার স্টেনভিনকেল ও ইওহানা পাইনারও তাঁর সঙ্গে কিডনির রোগ নিয়ে গবেষণা চালাচ্ছেন৷ তাঁরা চিড়িয়াখানার ভালুক এবং প্রকৃতির কোলে মুক্ত ভালুকের কিডনি ও রক্ত পরীক্ষা করেছেন৷ তাঁরা জানতে পেরেছেন, যে মুক্ত ভালুকের খাদ্যাভ্যাস অন্যরকম হয়৷ চিড়িয়াখানার ভালুকের তুলনায় সেগুলির স্বাস্থ্যও বেশি ভালো থাকে৷ কিন্তু সব ভালুকেরই কিডনির অবস্থা মোটামুটি ভালো৷

সম্ভবত ভালুকের খাদ্যাভ্যাস এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে৷ সব ভালুকের অন্ত্রেই গবেষকরা খুবই স্বাস্থ্যকর গাট ফ্লোরা বা ব্যাকটেরিয়ার উন্নত বাস্তুসংস্থান খুঁজে পেয়েছেন৷ প্রায় ৮০ শতাংশ ভালুকই নিরামিষাশী৷ অর্থাৎ এই প্রাণী অনেক পরিমাণ ঘাসপাতা, উদ্ভিদের অংশ ও বেরি জাতীয় ফল খায়৷ পেটার স্টেনভিংকেল বলেন, ‘‘ভালুক বিশাল পরিমাণ খেতে পারে, প্রায় সবই খায়৷ তবে বিলবেরি ও লিংগনবেরি এই প্রাণীর প্রিয় খোরাক৷ বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভালুক যে বিশাল পরিমাণ বেরি খায়, তার বিপাকীয় প্রভাব আছে বলে আমার ধারণা৷  অন্যান্য গবেষণা থেকে আমরা জানি, যে হাড়ের জন্য এটা উপকারী এবং এর ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্যেরও উন্নতি হয়৷''

গ্রীষ্মের শেষ ভাগে ভালুক দিনে প্রায় দুই লাখ বেরি খায়৷ গবেষকদের ধারণা, বেরি ফলের লাল বা নীল রংয়ের জন্য অ্যান্থোসায়ান নামের যে পদার্থ দায়ী, সেটির কারণেই মুক্ত ভালুকদের কিডনির স্বাস্থ্য এত ভালো৷ সেই পদার্থ মানুষের হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালন সংক্রান্ত রোগ প্রতিরোধ করতে পারে বলে ধারণা করা হয়৷

 

নিকোলেটা রেনৎস/এসবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ