ক্যালিফোর্নিয়ার প্লেসার কাউন্টিতে একটি ভালুকের গাড়িতে আটকে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে৷ খাবারের খোঁজে গাড়ির ভেতরে ঢুকে ভালুকটি আটকে যায়৷ ভালুকটি অক্ষতভাবে পালাতে সক্ষম হলেও গাড়িটির ভেতর কিন্তু একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল৷
বিজ্ঞাপন
ভালুকটি অবশ্য নিজে নিজে পালাতে পারেনি৷ বাইরে থেকে গাড়ির কাচ ভাঙতে সাহায্য করেছেন পুলিশ বাহিনীর একজন৷
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বুধবার প্লেসার কাউন্টির শেরিফ অফিসের পেইজে ওই ভিডিওটি শেয়ার করা হয়৷ শেয়ার করার একদিনের মধ্যেই এটি ভাইরাল হয়েছে৷ এরমধ্যে আড়াই লাখের বেশিবার ফেসবুকে ভিউ হয়েছে৷ এটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার বার৷ ৫০০-র কাছাকাছি কমেন্টস পড়েছে৷ আর এতে রিঅ্যাকশন বাটন চেপেছেন আড়াই হাজার মানুষ৷
এইচআই/ডিজি
প্রাণীর শরীরের বিভিন্ন অংশের অদ্ভুত ব্যবহার
হাতির দাঁত ও গণ্ডারের শিং-এর যে মূল্যবান ব্যবহার আছে তা আমরা অনেকেই জানি৷ এর বাইরেও অদ্ভুত ও অনেকটা অপ্রয়োজনীয় কারণে প্রাণীর শরীরের বিভিন্ন অংশ কাজে লাগায় মানুষ৷
ছবি: Getty Images/AFP/R. Gacad
ভল্লুকের থাবা
ভল্লুকের পিত্ত ওষুধ তৈরিতে কাজে লাগে৷ এছাড়া তাদের থাবা খাবার হিসেবে খেয়ে থাকেন এশিয়ার কয়েকটি দেশের মানুষ৷
ছবি: picture-alliance/ChinaFotoPress
কচ্ছপের খোলস
কয়েক শতাব্দী আগে কচ্ছপের খোলস দিয়ে অলংকার, শিল্পকর্ম, চুলের অ্যাকসেসরিজ ইত্যাদি তৈরি করা হতো৷ এ কাজে সাধারণত ‘হকসবিল’ কচ্ছপের খোলস ব্যবহৃত হতো৷ ফলে ধীরে ধীরে ঐ কচ্ছপের বিলুপ্তি ঘটছিল৷ তাদের বাঁচাতে ১৯৭৩ সালে কচ্ছপের খোলসের ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও বিশ্বের অনেক অঞ্চলে এখনও তা চলছে৷
ছবি: Robert Harding
নপুংসকতার চিকিৎসায় বাঘের হাড়
চীনে আভিজাত্যের প্রতীক হিসেবে বাঘের চামড়ার কদর আছে৷ এর বাইরে বাঘের হাড় দিয়ে ওয়াইন তৈরি করা হয়৷ নপুংসকতা ও বাতের চিকিৎসায়ও বাঘের হাড় ব্যবহৃত হয়৷
ছবি: EIA
হাঙরের ডানা
স্যুপ হিসেবে খাওয়ার জন্য হাঙরের ডানা কেটে নেয়া হয়৷ কিন্তু হাঙরের মাংসের যেহেতু কোনো কদর নেই, তাই ডানা কাটা অবস্থাতেই হাঙরগুলোকে সাগরে ছেড়ে দেয়া হয়৷ কিন্তু ডানা না থাকায় হাঙরের পক্ষে সাঁতার কাটা সম্ভব হয় না৷ ফলে সাগরে নামিয়ে দেয়ার কয়েকদিনের মধ্যে কষ্ট পেয়ে প্রাণ হারায় সে৷
ছবি: Gerhard Wegner/Sharkproject
চিতার ত্বক
মধ্য এশিয়া, পূর্ব ইউরোপ আর রাশিয়ায় পোশাক তৈরিতে চিতার চামড়ার ব্যবহার আছে৷ এছাড়া বাঘের মতো চিতার হাড়ও এশিয়ায় ওষুধ তৈরিতে কাজে লাগে৷
ছবি: picture-alliance/dpa
হরিণের লালাগ্রন্থি
সুন্দর গন্ধের জন্য পারফিউম তৈরিতে হরিণের লালাগ্রন্থি ব্যবহৃত হয়৷ লালাগ্রন্থি সংগ্রহ করতে হরিণকে মারার প্রয়োজন না হলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটিই করা হয়৷
ছবি: picture-alliance/Mary Evans Picture Library
ধনেশ পাখির শিং, পালক
ছবিটি রাইনোসেরোস গোত্রের ধনেশ পাখির৷ পোষা প্রাণী হিসেবে তাদের ব্যবহার আছে৷ এছাড়া তাদের পালকও অনেক কাজে লাগে৷ হেলমেটেড ধনেশের শিং হাতির দাঁতের মতোই মূল্যবান৷