নির্ভরশীলতা, আস্থা, বিশ্বাসের জায়গাগুলোকে প্রশ্নবিদ্ধ করে চলেছে কিছু লোকের লোভ-লালসা-নিষ্ঠুরতা৷
বিজ্ঞাপন
স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস৷ কিন্তু পরিসংখ্যান বলছে, সেখানেই বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি৷ বিশ্বাস ভঙ্গের ফলে জীবনও দিতে হচ্ছে৷ যৌনপল্লীতে স্ত্রীকে বিক্রি করে দেয়ার মতো ঘটনাও ঘটছে৷
গত আগস্টে স্ত্রীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করে দেয়ার অভিযোগে মামলা হয় যশোরের অভয় নগরের উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে৷ অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২১ মার্চ উজ্জ্বল শিকদার তার স্ত্রীকে নিয়ে বিনা পাসপোর্টে বেনাপোল হয়ে ভারতে যায়৷ প্রায় দুই বছর ভারতে অবস্থানের পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি উজ্জ্বল তার স্ত্রীকে ব্যাঙ্গালুরুর এক যৌনপল্লীতে বিক্রি করে চলে আসে৷ ২৩ দিন যৌনপল্লীতে মানবেতর জীবন-যাপন শেষে গত ২৫ ফেব্রুয়ারি যৌনপল্লীর এক দারোয়ানের সহযোগিতায় বেনাপোল হয়ে দেশে ফিরে আসেন সেই নারী৷ ভুক্তভোগী নারী আদালতে বলেন, ‘‘উজ্জ্বল ও তার ভাই আমার মতো অনেক নারীকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে বিদেশে পাচার করে৷’’ উজ্জ্বল ও তার ভাই এখন পলাতক৷
সমাজে অপরাধ যখন নিয়ন্ত্রণহীন ও বিচারহীন হয় তখন পশুত্ব বেশি প্রকাশ পায়: ডা. তাজুল ইসলাম
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভোলার আদালতে বিয়ে অস্বীকার করার অভিযোগে মনির হোসেন নামে একজনের বিরুদ্ধে মামলা হয়৷ মনির হোসেন ভোলার বোরহানউদ্দিনের নির্বাচন অফিসের অফিস সহকারি৷ তার বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণার অভিযোগ করা হয়েছে৷ সে বিয়ের ভুয়া কাবিননামা তৈরি করে এক নারীর সাথে স্বামী-স্ত্রী হিসেবে দীর্ঘদিন বসবাসের পর সম্পর্ক অস্বীকার করছে৷ ওই নারী এখন স্ত্রীর অধিকার ফিরে পেতে আদলতে মামলা করেছেন৷
মোবাইল ফোনে কথা বলে মুগ্ধ হয়ে প্রেমে জড়িয়ে জীবন দিতে হয়েছে বগুড়ার জয়তারা লিমা নামে এক প্রতিবন্ধী নারীকে৷ দুই স্ত্রী থাকার পরও গাইবান্ধার হাবিবুর রহমান লিমার সাথে প্রেমের অভিনয় করে৷ শেষ পর্যন্ত ওই নারী গাইবন্ধায় গিয়ে দেখের হাবিবুরের আরো দুই স্ত্রী আছে৷ এরপরও বিয়ের জন্য চাপ দিলে লিমা প্রতিবন্ধী বলে তাকে বিয়ে না করে হত্যা করে লাশ গুমের চেষ্টা করে হাবিবুর৷
এ ধরনের অপরাধীদের বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম বলেন, ‘‘বিশ্বাস ভঙ্গের মাধ্যমে এই প্রতারণা ও অপরাধ নতুন কিছু নয়৷ আগেও ছিল৷ মানুষের মধ্যেই পশুত্ব আছে৷ তারই ফল এটা৷ আর সমাজে অপরাধ যখন নিয়ন্ত্রণহীন এবং বিচারহীন হয়, তখন পশুত্ব প্রকাশ পায় বেশি৷’’
তিনি বলেন, ‘‘মূল্যবোধের চর্চার মাধ্যমে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের কথা বলা হলেও প্রধান দায়িত্ব রাষ্ট্রের৷ যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের কাজ হলো এগুলো নিয়ন্ত্রণ করা৷ আর তা সম্ভব আইনের শাসনের মাধ্যমে৷ যদি এমন হয় যে, অপরাধ করে পার পাওয়া যাবে না, তাহলে এটা নিয়ন্ত্রণে আসবে৷’’
ইন্টারনেটের যুগে প্রতারণা নতুন মাত্রা পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও রাতারাতি প্রেমে পড়ে ধর্ষণ এবং অপহরণের শিকার হওয়ার ঘটনাও ঘটছে৷ দাম্পত্য কলহের জের ধরে নির্যাতন ও হত্যাকাণ্ডও বাড়ছে৷ আবার পাত্র-পাত্রীর বিজ্ঞাপন দিয়ে বিয়ের নামে সর্বস্ব লুটে নিতে তৎপর হয়ে উঠেছে প্রতারক চক্র৷ এমন এক প্রতারক চক্রের সদস্য জান্নাতুল ফেরদৌসকে গত সপ্তাহে আটক করেছে পুলিশ৷
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ওপরও আমাদের জোর দিতে হবে: সাবেক আইজি নূর মোহাম্মদ
আইনজীবী মনজিল মোরসেদ মনে করেন, বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অপরাধ প্রবণতা সবখানেই আছে৷ রাজনীতিবিদদের কথায় বিশ্বাস করে মানুষ তাদের ভোট দেন৷ কিন্তু পরে তারা কথা রাখেন না৷ তারা দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েন৷ এটাও বিশ্বাসভঙ্গ, প্রতারণা৷ আর যারা সরকারি চাকরি করছেন, তারাও বিশ্বাস ভঙ্গ করে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন৷ আসলে বিশ্বাসভঙ্গ এখন সবখানে৷ তিনি বলেন, ‘‘এর বিপরীতে শাস্তি তেমন নেই৷ আইন তাদের ধরতে পারে না৷ পার পেয়ে যায়৷ যার ক্ষমতা যত বেশি, সে তত বেশি বিশ্বাস ভঙ্গ করে৷’’
এখন সবখানে যেন প্রতারণার ফাঁদ পাতা৷ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলের ঢাকা মহানগর কমিটির সদস্য জাহিদ হোসেন খানের বিরুদ্ধে৷ অভিযোগের তদন্ত চলছে৷ বহুল আলোচিত ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে ধর্ষণ মামলার আসামি হওয়ার কারণে সংগঠন থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে৷ মামুনসহ ছয় জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের মামলা করেছেন৷ পুলিশ মামলাটি তদন্ত করছে৷
পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ মনে করেন, ‘‘বিশ্বাস ভঙ্গ করে অপরাধ ও প্রতারণা নিয়ন্ত্রণে আইন প্রয়োগই যথেষ্ঠ নয়৷ আমাদের জোর দিতে হবে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর৷ আর ব্যক্তিকেও সচেতন হতে হবে৷’’
বিশ্বাসে চিড় ধরায় এমন কয়েকটি খবর
কিছু মানুষের কিছু অপরাধ বা অপরাধের অভিযোগ প্রবলভাবে বিস্মিতই শুধু করে না, পারস্পরিক বিশ্বাসেও ফাটল ধরায়৷ গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু সাম্প্রতিক খবর নিয়েই এই ছবিঘর৷ ছবিগুলো সব প্রতীকী৷
ছবি: Getty Images/AFP/M. Sharma
প্রতিবন্ধী ছেলের বৌ-কে যৌন নিপীড়ন
ঢাকার পল্লবীতে নিজের প্রতিবন্ধী ছেলের বৌ-কে যৌন নিপীড়নের অভিযোগে ২০ সেপ্টেম্বর এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷ পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী ঢাকাটাইমসকে বলেছেন, প্রায় চার মাস ধরে প্রতিবন্ধী ছেলের স্ত্রীর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করে আসছিলেন সেই ব্যক্তি৷ অভিযুক্ত ব্যক্তি একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা৷
ছবি: Getty Images/AFP/M. Sharma
নিপীড়নের অভিযোগ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র কেন্দ্রীয় নেত্রী জলি তালুকদার সম্প্রতি তার দলের ঢাকা কমিটির সদস্য জাহিদ হোসেন খানের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ এনেছেন৷ ২৮ ফেব্রুয়ারির ঐ ঘটনার পর দলের উচ্চ পর্যায়ে অভিযোগ জানিয়ে সাড়া না পাওয়ায় ১৯ সেপ্টেম্বর রাত থেকে ঢাকায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনশন শুরু করেছিলেন জলি৷ বিচারের আশ্বাস পেয়ে প্রায় ৪৮ ঘণ্টা পর অনশন ভাঙেন তিনি৷
ছবি: DW/M. Mostafigur Rahman
দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় গত জানুয়ারি মাসে দশম শ্রেণির দুই ছাত্রকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে৷ এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামকে আটক করে পুলিশ৷
ছবি: DW/M. Mostafigur Rahman
শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক
আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গত মার্চে ঢাকার এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করে পুলিশ৷ মামলার এজাহারের বরাত দিয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুর্মিটোলার এক মসজিদে আরবি পড়তে গেলে তাকে মসজিদের পাশে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণ করা হয়৷
ছবি: DW/Harun Ur Rashid
শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় পুরোহিত আটক
গতবছর এপ্রিলে যশোরে একটি মন্দিরের পুরোহিত প্রথম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে৷ মন্দিরে পুজো দেখতে যাওয়া মেয়েটিকে চকলেট দেয়ার নাম করে পর্দা টানানো একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে পুলিশ জানিয়েছিল৷ পরে পুরোহিতকে গ্রেপ্তার করা হয়৷
ছবি: DW/M.M. Rahman
প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ
যশোরে তৃতীয় লিঙ্গের এক শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন৷ ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর৷
ছবি: Imago/Imagebroker
৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
গত জুন মাসে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়৷ এরপর দায়ের হওয়া মামলায় ৩০ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷ নেশা করে চিৎকার করতে থাকায় ঐ বৃদ্ধা ঐ ব্যক্তি ও তার বন্ধুদের শাসন করেছিলেন৷ সেই ঘটনার জেরে বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷
ছবি: Getty Images/A. Joyce
ছেলের বিরুদ্ধে মা হত্যার অভিযোগ
বসতভিটা নিয়ে ভাইদের মধ্যে বিরোধের এক পর্যায়ে কক্সবাজারে গত ২৩ সেপ্টেম্বর এক ব্যক্তি তার মাকে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ উঠেছে৷ পেকুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন সরকার মায়ের মরদেহ উদ্ধার ও তার এক ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন৷
ছবি: Reuters
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ
চুয়াডাঙ্গার এক ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ এনেছেন৷ এপ্রিল মাসে এই ঘটনা ঘটে বলে ২২ সেপ্টেম্বের এক সংবাদ সম্মেলনে জানান ঐ মেয়ের বাবা৷ বাড়িতে প্রাইভেট পড়ানোর এক ফাঁকে তার মেয়েকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি৷ এখন তার পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলেও জানান ঐ বাবা৷
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor
শিশু ধর্ষণের অভিযোগে কনস্টেবল আটক
খুলনায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ সেপ্টেম্বর এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়৷ তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার এই তথ্য নিশ্চিত করেছেন৷
ছবি: Kazi Borhan Uddini/AFP/Getty Images
ছাত্রী ধর্ষণ মামলায় আইনজীবী গ্রেপ্তার
পঞ্চগড়ে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে৷ ১১ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে৷ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাশেদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, স্থানীয়রা ঐ আইনজীবীকে আটক করে পুলিশে সোপর্দ করে৷
ছবি: picture-alliance/dpaW. Langenstrassen
‘বয়স্ক পাত্র চাই’
সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস (৩৮) নামে একজন পত্রিকায় ‘কানাডাপ্রবাসীর জন্য বয়স্ক পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ টাকার অংকটি প্রাথমিক হিসাব বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার৷ ১৭ সেপ্টেম্বর তাকে ঢাকার রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়৷ প্রায় ১০ বছর ধরে তিনি এভাবে প্রতারণা করছেন বলে অভিযোগ৷
ছবি: DW
প্রতারণার অস্ত্র বিয়ে
প্রতারণার মাধ্যমে একে একে নয়জনকে বিয়ে করা মোহাম্মদ সুলায়মানকে (২৯) ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে৷ চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, সামাজিক মাধ্যমে নিজেকে প্রশাসনের বড় কর্মকর্তা পরিচয় দিতেন সুলায়মান৷ বিয়ে করার পর স্ত্রীর পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার নাম করে অনেক টাকা নিয়েছেন তিনি৷ এছাড়া স্ত্রীদের মাধ্যমে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরে তিনি লাপাত্তা হয়ে যেতেন বলেও অভিযোগ৷