1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় নাচের হালহকিকত

১১ অক্টোবর ২০১২

শুরু করেছিলেন ১০-১৫ জন নিয়ে৷ ডোনা গাঙ্গুলির সেই স্কুলে এখন ২-৩ হাজার ছাত্র-ছাত্রী৷ বলিউড, হলিউড নাকি সংস্কৃতির বারোটা বাজাচ্ছে৷ এমন ভেবে যাঁরা শঙ্কিত তাঁদের মন ভালো হয়ে যেতে পারে ডোনা গাঙ্গুলির সাফল্যের গল্প শুনলে৷

ছবি: Sanjib Ghosh

সৌরভ গাঙ্গুলির স্ত্রী হননি বলে তখনো তিনি ডোনা রায়৷ কলকাতার লরেটো কনভেন্ট স্কুলে পড়ার সময় থেকেই নূপুর ওঠে পায়ে৷ অমলা শঙ্করের কাছে শিখতে শুরু করার সময় বয়স বড় জোর তিন৷ ওই বয়সেই দারুণ নাচে সঞ্জীব রায় আর স্বপ্না রায়ের মেয়েটি৷ গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে শেখা শুরু আরো পরে৷ তবে সেই সময়টাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ, তখন থেকেই ডোনা রায় ডুবে আছেন ওড়িসি নাচে৷

সৌরভ গাঙ্গুলিকে বিয়ে করার পর ক্রিকেটের দেশ ভারতে ডোনার ওই পরিচয় সবাই সমান গুরুত্ব হয়তে দেননি৷ না দিলেই কী, নিজের ভালোবাসার নাচকে ছাড়েননি, বরং একটা সময় আঁকড়ে ধরেছেন আরো বেশি করে৷ তাঁর এই ভালোবাসা নতুন প্রজন্মের মাঝেও ছড়াতে খুব ছোট আঙ্গিকে শুরু করেছিলেন ‘দীক্ষা মঞ্জরি'৷ লতা মঙ্গেশকরের আশীর্বাদপুষ্ট সেই মন্দিরে হাজারো দীক্ষার্থীর ভীড়৷ কে বলে হিন্দি ছবি আর পশ্চিমা নাচ ভারতীয় নৃত্যকলার বারোটা বাজাচ্ছে?

MMT Interview with Dona Ganguli on Indian classical dance - MP3-Mono

This browser does not support the audio element.

ডোনা মনে করেন, সব ভালোরই আলাদা একটা কদর আছে, থাকবে৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কয়েকবারই ঘুরেফিরে এসেছে কথাটা৷ কলকাতায় কোন নাচ শেখায় তরুনদের আগ্রহ বেশি? উত্তর, ‘‘কত্থক, কথাকলি, ভরতনাট্যম, ওড়িসি - সবই৷'' কেন? সহজ যুক্তি - ভালো ভালো গুরুর কাছ থেকে শিখে এসে শেখাচ্ছেন অনেকে, সুতরাং, সবাই তো শিখতে চাইবেই৷ পশ্চিমবঙ্গে নাচকে কি একক পেশা ভাবা যায়? এই প্রশ্নেও ডোনা গাঙ্গুলির জবাব, ‘‘ভালোভাবে শিখলে অবশ্যই একক পেশা হতে পারে নাচ৷''

ডোনা এ কথা বলতেই পারেন৷ ভালো নাচ শিখে নিজে তো পুরোপুরি সফল!

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ