1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিট হলে ক্ষতি বাঙালিদের

২৩ জুন ২০১৬

‘ব্রেক্সিট' নিয়ে শুধু ব্রিটেন নয়, দ্বিধাবিভক্ত গোটা ইউরোপ৷ তবে গণভোটের ফলাফল যা-ই হোক না কেন, যুক্তরাজ্যে বসবাসরত অধিকাংশ ইউরোপীয়ই চান, ব্রিটেন ইইউ-তে থাকুক৷ আর এ কথাটা বোঝাতে তাঁরা বেছে নিয়েছেন এক অভিনব পন্থা৷

ছবি: Reuters/H. Hanschke

সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা হ্যাশট্যাগ চালু করেছেন তাঁরা৷ নাম – #হাগএব্রিট, অর্থাৎ ব্রিটেনের একজন নাগরিককে আলিঙ্গন করুন, একজন ব্রিটিশকে দিন ভালোবাসা৷ তাই লন্ডনের রাস্তায় চোখ রাখলেই দেখা যাবে আলিঙ্গনরত মানুষ৷

চাকরি সূত্রে অথবা ব্যক্তিগত কারণে ইউরোপের অন্যান্য অঞ্চলের নাগরিকদের মধ্যে যাঁরা ব্রিটেনে থাকেন, তাঁরা আজ এগিয়ে এসেছেন ভালোবাসার এই মন্ত্র নিয়ে৷ আবালবৃদ্ধবনিতা সকলকেই জড়িয়ে ধরছেন তাঁরা, বলছেন গণভোটে যেন ‘না' ভোটই দেন৷ কিন্তু ব্রিটেনের মানুষও কি ইউরোপীয়দের মতো করেই ভাবছেন? ডয়চে ভেলের ইয়ান ব্রুক খুঁজে এনেছেন তার উত্তর৷

#HugaBrit: Can love keep Brits in the EU?

02:39

This browser does not support the video element.

যা ভাবছেন ব্রিটেনে বসবাসরত বাঙালিরা

আসলে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে আদৌ থাকবে কিনা – তা নিয়ে আলোচনার শেষ নেই৷ ব্রিটেনে বসবাসরত বাঙালিরাও এ নিয়ে চিন্তিত, কারণ ‘ব্রেক্সিট' সফল হলে বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হবেন৷ সেখানকার বাঙালি এমপি রুশনারা আলী বলেন, ব্রিটেন ইইউ ত্যাগ করলে ব্রিটিশদের চেয়ে বাঙালিসহ অন্য অভিবাসীরাই চাকরি হারাবে বেশি৷

তাঁর কথায়, ‘‘ইইউ থেকে বেরিয়ে গেলে ইংল্যান্ডকে এক ভয়ানক অর্থনীতির চাপে পড়তে হবে, মন্দার ঝুঁকিতে থাকতে হবে৷ এ কারণে ৫ লাখ মানুষের চাকরি হারানোর আশংকা রয়েছে৷ তাছাড়া একক বাজারের অংশ হিসেবে ইইউ-তে ব্রিটেনের অবস্থান সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ৷ তাই সেই অবস্থানকে আরও সুদৃঢ় করতে আমাদেরকে ইইউ জোটের মধ্যেই থাকতে হবে৷''

সে কারণেই #হাগএব্রিট অভিযানটি প্রবাসী বাঙালিদের জন্য হয়ে উঠেছে আরো তাৎপর্যপূর্ণ, আরো প্রাসঙ্গিক৷

বন্ধু, আপনি ‘ব্রিক্সিট’-এর পক্ষে না বিপক্ষে? জানান মতামত, লিখুন নীচের ঘরে৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ