1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ শিক্ষা

৯ মে ২০১২

বাংলাদেশে শিক্ষার মাধ্যমিক স্তরে পাশের হার বাড়লেও তারা ভালো কলেজে ভর্তি হতে পারবে কিনা - তা নিয়ে আশঙ্কা আছে শিক্ষাবিদদের মধ্যে৷ আর ডোনেশন প্রথার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভালো কলেজে ভর্তি হতে পারবে না৷

DHAKA, Feb. 15, 2009 (Xinhua) -- Students take part in the exam of Secondary School Certificate (SSC) in Dhaka, capital of Bangladesh, on Feb. 15, 2009. A total of 106,3484 students across the country took the SSC on Sunday, a public examination for students who successfully complete at least ten years of schooling. Xinhua /Landov
ছবি: picture alliance / landov

রবিবার বাংলাদেশে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে৷ এবার পাশের হার ৮৬.৩৯ ভাগ৷ যা গত বছরের তুলনায় ৪.০৬ ভাগ বেশি৷ জিপিএ-৫ পেয়েছে ৮২২১২ জন শিক্ষার্থী৷ এই সংখ্যা গত বছর ছিল ৭৬৭৪৯৷ আর যে বছর ফলাফল মূল্যায়নে এই গ্রেডিং পদ্ধতি চালু হয়, অর্থাৎ ২০০১ সালে, জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন৷ শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, পাশের হার বাড়া ইতিবাচক৷ তবে তাদের মান ধরে রাখতে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার৷ এছাড়া, সবাই ভালো কলেজে ভর্তি হতে পারবেনা৷ কারণ দেশে পর্যাপ্ত ভালো কলেজ নেই৷

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদছবি: Samir Kumar Dey

বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, রাজধানীর ১৩৫টি কলেজে উচ্চ-মাধ্যমিকের জন্য আসন আছে মাত্র ৩৯৫১৯টি৷ আর ঢাকা বোর্ডে পাশ করেছে ২৭৮৮৯২ জন৷ এরা প্রায় সবাই রাজধানীর ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য দৌড়ে নামবে৷ আর তখনই শুরু হবে ব্যবসা৷ সারা দেশে এবারের ফলাফলে সেরা রাজউক উত্তরা মডেল কলেজ৷ সেই কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন সরকার জানান, ডোনেশনের কারণে অনেক মেধাবী ছাত্র-ছাত্রীই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেনা৷

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহমিদা খাতুন জানান, এজন্য তারা লটারির মাধ্যমে ভর্তির নিয়ম চালু করেছেন৷ যাতে অতিরিক্ত ভর্তি ফি আদায় করা না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে৷

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সংকটের কথা স্বীকার করলেও তিনি জানিয়েছেন যে, উচ্চ-মাধ্যমিকে ভর্তির জন্য আসন সংকট নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ