‘ভালো খাবারের ব্যবস্থা থাকায় বাংলাদেশে আসছে রোহিঙ্গারা’
১৮ মে ২০২২
কক্সবাজার শরণার্থী শিবিরে ‘ভালো খাবারের' আশায় ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে না ফিরে বাংলাদেশে চলে আসছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘সম্প্রতি ভারত থেকে দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা আসতেছে। এই রোহিঙ্গারা ২০১২ সালে প্রায় ৯ বছর আগে ওখানে গিয়েছিল। বিভিন্ন প্রদেশে ছিল। এখন তারা শুনেছে যে বাংলাদেশে আসলে তারা খাওয়াদাওয়া খুব ভালো পাবে। জাতিসংঘ ওদের খুব ভালো খাবার দেয়। কক্সবাজার যারা আছে, তারা খুব সুখে আছে। এদের আত্মীয়স্বজন ওদেরকে খবর দিয়েছে। তার ফলে তারা দলে দলে আসতেছে।’’
মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়নের শিকার মুসলিম রোহিঙ্গাদের মধ্যে ৪০ হাজারের মতো বিভিন্ন সময় ভারতে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ১৮ হাজার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নিবন্ধিত।
দেশে ফিরতে চান না ভারতের রোহিঙ্গা শরণার্থীরা
দিল্লির অদূরে হরিয়ানায় দেশের সবচেয়ে বড় রোহিঙ্গা ক্যাম্প। ডয়চে ভেলের ক্যামেরায় তাদের জীবনযাপন।
ছবি: Syamantak Ghosh/DW
পাশাপাশি পাঁচটি ক্যাম্প
দশ কিলোমিটারের মধ্যে পাঁচটি রোহিঙ্গা ক্যাম্প তৈরি হয়েছে। একেকটি ক্যাম্পে একশ থেকে দেড়শ পরিবার থাকে। সব মিলিয়ে হাজার পাঁচেক রোহিঙ্গা শরণার্থী থাকেন এই ক্যাম্পগুলিতে।
ছবি: Syamantak Ghosh/DW
জম্মু-দিল্লি-পশ্চিমবঙ্গ ছেড়ে
জম্মু, পশ্চিমবঙ্গ, দিল্লির ক্যাম্প ছেড়ে বহু রোহিঙ্গা হরিয়ানার ক্যাম্পে চলে এসেছেন। আরাবল্লি পর্বতের গায়ে মেওয়াতের নুহ অঞ্চলে এই ক্যাম্প।
ছবি: Syamantak Ghosh/DW
নির্যাতন, ভয়
রোহিঙ্গা শরণার্থীদের অভিযোগ, জম্মুতে বহু শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের উপর মানসিক অত্যাচারও হয়েছে। সে কারণেই ওই ক্যাম্প ছেড়ে তারা হরিয়ানায় চলে এসেছেন। এখানেও তাদের ক্যাম্পের বাইরে যেতে দেওয়া হয় না। ক্যাম্পে কেউ গেলে, এমনকী, সাংবাদিক গেলেও পুলিশকে জানাতে হয়।
মিয়ানমারের প্রতি মুহূর্তের খবর রাখেন শরণার্থীরা। সেনা সরকার তৈরির পর তারা আরো ভয়ে। শরমার্থীদের বক্তব্য, না খেতে পেয়ে বিদেশে মরতে রাজি তারা। কিন্তু মিয়ানমারে গিয়ে আর আক্রমণের শিকার হতে চান না।
ছবি: Syamantak Ghosh/DW
একটাই টয়লেট
গোটা শিবিরের জন্য মাত্র একটি টয়লেট। পাশের জঙ্গলে যেতে হয় নারী-পুরুষ সকলকেই।
ছবি: Syamantak Ghosh/DW
মেয়েদের নানা রোগ
মাসিকের সময়েও মেয়েদের জঙ্গলে যেতে হয়। নানারকম রোগ ধরা পড়ছে তাদের। জাতিপুঞ্জের শরণার্থী সংক্রান্ত সংস্থা ইউএনএইচসিআর তাদের সাহায্য করতে চায় না বলে অভিযোগ।
ছবি: Syamantak Ghosh/DW
সাহায্য করে না প্রশাসন
প্রশাসন শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে নজর রাখে না বলে অভিযোগ। সরকারি হাসপাতালেও অর্থের বিনিময়ে চিকিৎসা করাতে হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক এই বৃদ্ধা মৃত্যুর দিন গুনছেন। আর বাঁচতে চান না তিনি।
ছবি: Syamantak Ghosh/DW
14 ছবি1 | 14
সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া আছে এবং ফটক আছে, সে পথ দিয়েও রোহিঙ্গারা ‘ম্যানেজ’ করে বাংলাদেশে চলে আসছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ‘‘আমাদের প্রায় চার হাজার ২০০ কিলোমিটারের সীমান্ত। দুঃসংবাদ হচ্ছে, ফেন্স আছে, গেট আছে, সেখান দিয়েও তারা ম্যানেজ করতেছে দালাল ধরে। যেখানে প্রটেকশন সেখান দিয়ে আসছে। এটা দুশ্চিন্তার কারণ।’’
সম্প্রতি ভারত থেকে আসা এমন ১৮ জনকে আটকের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে, ভারত থেকে আসা রোহিঙ্গাদের মোট সংখ্যা কত তা জানাতে পারেননি এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘‘আমরা কিছু আটকও করেছি। ওরা বলে যে, তোমরা কক্সবাজারে খুব ভালো খাওয়াদাওয়া দিচ্ছ, আমরা ভারতে অতো বছর ধরে আছি, কষ্টে আছি। তোমাদের দেশে চলে আসছি। ওদের মিয়ানমারে যাওয়া উচিত। কিন্তু তারা মিয়ানমারে যায় না, আমাদের এখানে আসে।’’
রোহিঙ্গাদের ঠেকাতে নিরাপত্তা বাহিনীকে বেশি করে কাজে লাগানো দরকার বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ভারত সরকারকে এ বিষয়ে জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা ভারতকে বলব যে, এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’’