1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগারদের মিলনমেলা

৮ ফেব্রুয়ারি ২০১২

ভাষা আন্দোলনের মাসে ব্লগ দিবসের পর এবার ব্লগারদের মিলনমেলার আয়োজন করছে ব্লগ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ৷ অন্যদিকে, বইমেলায় ব্লগারদের একাধিক বই প্রকাশিত হচ্ছে৷ আর ডিডাব্লিউ’র ব্লগ প্রতিযোগিতাও শুরু হচ্ছে ভাষার মাসে৷

ছবি: Harun Ur Rashid Swapan

ভাষার মাসে ‘ব্লগ দিবস'এর আমেজ শেষ না হতেই আবারো উৎসবের আয়োজন ব্লগারদের জন্য৷ এবার আয়োজক সামহোয়্যার ইন ব্লগ৷ ব্লগটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘...আমরা খুব শিগগিরই একটা ব্লগ আড্ডার আয়োজন করতে যাচ্ছি এই ভাষার মাসের যে কোন একটি সুবিধাজনক দিনেই৷ তবে তা অবশ্যই ২১শে ফেব্রুয়ারি বাদ দিয়ে যে কোন ছুটির দিন হতে পারে''৷

বইমেলায় ব্লগারদের উপস্থিতি

এবারের বইমেলায় ব্লগারদের বেশ কয়েকটি বই প্রকাশ পাচ্ছে৷ প্রিয় ডটকম জানাচ্ছে, ‘‘একক বইয়ের পাশাপাশি এবার শুধুমাত্র ব্লগারদের নির্বাচিত লেখা নিয়ে প্রায় ডজন খানেক বিশেষ সংকলনও বাজারে আসছে৷ সামহোয়্যারইনব্লগ, বিডি নিউজ ব্লগ এবং আমরা বন্ধু ব্লগের ব্লগারসহ আরোও কিছু ব্লগ সংকলন প্রকাশের ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেছে''৷

সামহোয়্যারইন’এর একটি ব্লগ...ছবি: Screenshot

বইমেলায় ব্লগারদের প্রকাশিতব্য বইয়ের একটি তালিকা প্রকাশ করেছে সামহোয়্যার ইন ব্লগ৷ মা, বেতাল রম্য, জেন্ডার স্টাডিজ, কয়েকটি অপেক্ষার গল্পসহ ব্লগারদের বেশ কয়েকটি বই প্রকাশিত হবে এবারের বইমেলায়৷

বইমেলায় প্রকাশিত বইয়ের একটি ইন্টারঅ্যাকটিভ তালিকা বের করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ৷ ছবিসহ বিভিন্ন বইয়ের নাম স্লাইড আকারে প্রদর্শিত হচ্ছে সেখানে৷ চতুমার্ত্রিক ব্লগ এসংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে, যেটির শিরোনাম ‘‘২০১২-র বইমেলায় ব্লগারদের বই''৷ এছাড়া কমিউনিটি ব্লগ আমার ব্লগ ডটকম বইমেলার নিয়মিত আপডেট প্রকাশ করছে৷ ইতিমধ্যে ব্লগারদের একাধিক বই প্রকাশ করেছে ‘আমার প্রকাশনী'৷ সচলায়তনের ওয়েবসাইটেও ব্লগারদের বইয়ের তালিকা রয়েছে৷

ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় পুরস্কার নিচ্ছেন ব্লগার আলী মাহমেদছবি: DW/K.Danetzki

একবছর পূর্তি

অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'এর ব্লগ সাইটের একবছর পূর্তি হচ্ছে এই মাসে৷ এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে সাইটটির কর্তৃপক্ষ৷ এক বিবৃতিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ জানিয়েছে, ‘‘২০১১ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ৷ ওই বছর ১১ ফেব্রুয়ারি বইমেলার লিটল ম্যাগ চত্বরে অসংখ্য শুভাকাঙ্খী বেষ্টিত হয়ে এক অনাড়ম্বর উদ্বোধনীর মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে এ প্লাটফর্মের৷ সাফল্যের এক বছর পার করে আগামী ১২ই ফেব্রুয়ারি ব্লগের প্রথম বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে ব্লগের মূল প্রাণস্পন্দন ব্লগারদের নিয়েই''৷

উল্লেখ্য, বাংলাসহ বিশ্বের এগারোটি ভাষার ব্লগারদের জন্য ডয়চে ভেলের আয়োজিত ব্লগ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ভাষা আন্দোলনের মাসে, ১৩ ফেব্রুয়ারি৷ ডিডাব্লিউ'র নতুন ওয়েবসাইটে ব্লগারদের নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন দিয়ে সাজানো হয়েছে একটি নতুন পাতা, নাম ‘ব্লগ'৷ এসম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: dw.de/bengali ঠিকানা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ