1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগারদের মিলনমেলা

৮ ফেব্রুয়ারি ২০১২

ভাষা আন্দোলনের মাসে ব্লগ দিবসের পর এবার ব্লগারদের মিলনমেলার আয়োজন করছে ব্লগ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ৷ অন্যদিকে, বইমেলায় ব্লগারদের একাধিক বই প্রকাশিত হচ্ছে৷ আর ডিডাব্লিউ’র ব্লগ প্রতিযোগিতাও শুরু হচ্ছে ভাষার মাসে৷

ছবি: Harun Ur Rashid Swapan

ভাষার মাসে ‘ব্লগ দিবস'এর আমেজ শেষ না হতেই আবারো উৎসবের আয়োজন ব্লগারদের জন্য৷ এবার আয়োজক সামহোয়্যার ইন ব্লগ৷ ব্লগটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘...আমরা খুব শিগগিরই একটা ব্লগ আড্ডার আয়োজন করতে যাচ্ছি এই ভাষার মাসের যে কোন একটি সুবিধাজনক দিনেই৷ তবে তা অবশ্যই ২১শে ফেব্রুয়ারি বাদ দিয়ে যে কোন ছুটির দিন হতে পারে''৷

বইমেলায় ব্লগারদের উপস্থিতি

এবারের বইমেলায় ব্লগারদের বেশ কয়েকটি বই প্রকাশ পাচ্ছে৷ প্রিয় ডটকম জানাচ্ছে, ‘‘একক বইয়ের পাশাপাশি এবার শুধুমাত্র ব্লগারদের নির্বাচিত লেখা নিয়ে প্রায় ডজন খানেক বিশেষ সংকলনও বাজারে আসছে৷ সামহোয়্যারইনব্লগ, বিডি নিউজ ব্লগ এবং আমরা বন্ধু ব্লগের ব্লগারসহ আরোও কিছু ব্লগ সংকলন প্রকাশের ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেছে''৷

সামহোয়্যারইন’এর একটি ব্লগ...ছবি: Screenshot

বইমেলায় ব্লগারদের প্রকাশিতব্য বইয়ের একটি তালিকা প্রকাশ করেছে সামহোয়্যার ইন ব্লগ৷ মা, বেতাল রম্য, জেন্ডার স্টাডিজ, কয়েকটি অপেক্ষার গল্পসহ ব্লগারদের বেশ কয়েকটি বই প্রকাশিত হবে এবারের বইমেলায়৷

বইমেলায় প্রকাশিত বইয়ের একটি ইন্টারঅ্যাকটিভ তালিকা বের করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ৷ ছবিসহ বিভিন্ন বইয়ের নাম স্লাইড আকারে প্রদর্শিত হচ্ছে সেখানে৷ চতুমার্ত্রিক ব্লগ এসংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে, যেটির শিরোনাম ‘‘২০১২-র বইমেলায় ব্লগারদের বই''৷ এছাড়া কমিউনিটি ব্লগ আমার ব্লগ ডটকম বইমেলার নিয়মিত আপডেট প্রকাশ করছে৷ ইতিমধ্যে ব্লগারদের একাধিক বই প্রকাশ করেছে ‘আমার প্রকাশনী'৷ সচলায়তনের ওয়েবসাইটেও ব্লগারদের বইয়ের তালিকা রয়েছে৷

ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় পুরস্কার নিচ্ছেন ব্লগার আলী মাহমেদছবি: DW/K.Danetzki

একবছর পূর্তি

অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'এর ব্লগ সাইটের একবছর পূর্তি হচ্ছে এই মাসে৷ এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে সাইটটির কর্তৃপক্ষ৷ এক বিবৃতিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ জানিয়েছে, ‘‘২০১১ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ৷ ওই বছর ১১ ফেব্রুয়ারি বইমেলার লিটল ম্যাগ চত্বরে অসংখ্য শুভাকাঙ্খী বেষ্টিত হয়ে এক অনাড়ম্বর উদ্বোধনীর মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে এ প্লাটফর্মের৷ সাফল্যের এক বছর পার করে আগামী ১২ই ফেব্রুয়ারি ব্লগের প্রথম বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে ব্লগের মূল প্রাণস্পন্দন ব্লগারদের নিয়েই''৷

উল্লেখ্য, বাংলাসহ বিশ্বের এগারোটি ভাষার ব্লগারদের জন্য ডয়চে ভেলের আয়োজিত ব্লগ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ভাষা আন্দোলনের মাসে, ১৩ ফেব্রুয়ারি৷ ডিডাব্লিউ'র নতুন ওয়েবসাইটে ব্লগারদের নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন দিয়ে সাজানো হয়েছে একটি নতুন পাতা, নাম ‘ব্লগ'৷ এসম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: dw.de/bengali ঠিকানা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ