আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে একটি বিজ্ঞাপন নির্মাণ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷ এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি৷
বিজ্ঞাপন
মাত্র দুই মিনিটের একটি বিজ্ঞাপন৷ কিন্তু এর বার্তা ভীষণ শক্তিশালী৷ ছোট্ট এক শিশু বলছে ভাষাকে সে কীভাবে দেখে৷ বলা, না বলা, ভালো লাগা, না লাগা, কষ্ট, বেদনা, ঘৃণা, ভালোবাসা সব প্রকাশের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে৷ শিশুটি বলছে, ভাষা তার কাছে ছবির মতো৷ এরপর নানা ঘটনার মধ্য দিয়ে দেখানো হয়েছে, কোন ভাষা দিয়ে সে কী ধরণের ছবি আঁকে৷ সেখানে উঠে এসেছে অপমানজনক কথা, ঘৃণার কথা, বাজে কথা, অসম্মানজনক কথা৷ কোনটাকে সে ভালো ছবি বলেছে, কোনটা বলেছে ভয়ের কথা৷ বাকিটা জানতে দেখুন ভিডিওটি৷
এই ভিডিওটি তাদের ফেসবুক পাতায় পোস্ট করেছে ১৭ ফেব্রুয়ারি৷ এরই মধ্যে এটি দেখা হয়েছে প্রায় ৫ লাখ বার৷ শেয়ার হয়েছে ৮ হাজার ৮০০ বার৷
অনেকেই মন্তব্যে লিখেছেন, ‘‘সাধারণ মানুষের বলতে না পারা মনের ভাষা৷ দোয়া করি সব সময় আপনারা এ ভাবে আমাদের ভুলগুলো তুলে ধরবেন৷''
এপিবি/জেডএইচ
বাংলাদেশে মাতৃভাষা দিবস উদযাপন
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে প্রাণ দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাঁদের সেই আত্মত্যাগকে স্মরণ করলো বাঙালিরা৷
ছবি: DW/M. Mostafigur Rahman
দেয়াল চিত্র
অমর একুশে উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকার দেয়ালে দেয়ালে বাঙালির স্বাধিকার আন্দোলনের নানান চিত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা৷
ছবি: DW/M. Mostafigur Rahman
আলপনা
মূল বেদি থেকে শুরু করে শহিদ মিনার এলাকার সড়কগুলো ঢেকে দেয়া হয় বর্ণিল আলপনায়৷
ছবি: DW/M. Mostafigur Rahman
একুশের তোরণ
অমর একুশে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রতিটি প্রবেশপথে একটি করে অস্থায়ী তোরণ স্থাপন করা হয়েছে, যেগুলোর নামকরণ করা হয়েছে ভাষা শহিদদের নামে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
প্রথম প্রহর
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে৷ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেখানে ঢল নামে সাধারণ মানুষের৷
ছবি: DW/M. Mostafigur Rahman
প্রভাতফেরি
একুশের ভোরে শ্রদ্ধার ফুল হাতে খালি পায়ে দলে দলে মানুষ শহিদ মিনারে আসেন শ্রদ্ধা জানাতে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
রাজনৈতিক দল
বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন ফুল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে আসে শ্রদ্ধা জানাতে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
অন্যান্য সংগঠন
রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা জানাতে আসে শহীদ মিনারে৷
ছবি: DW/M. Mostafigur Rahman
দীর্ঘ সারি
দীর্ঘ সারিতে ফুল আর ছোট ছোট পতাকা হাতে শ্রদ্ধা জানাতে আসেন হাজার হাজার মানুষ৷
ছবি: DW/M. Mostafigur Rahman
বিদেশিদের শ্রদ্ধা
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে বিদেশিরাও আসেন৷
ছবি: DW/M. Mostafigur Rahman
ফুলে ফুলে ঢাকা
দিন বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ঢেকে যায় শহিদ মিনার৷ পুরো শহিদ মিনারের বেদি ঢেকে দেয়া হয় শ্রদ্ধার ফুলে৷