1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাষা বৈচিত্র্য মোবাইলে ধারণের জটিলতা

১০ আগস্ট ২০০৯

ইউরোপীয় ইউনিয়নে তিনটি বর্ণমালা আছে৷ সরকারি ভাষাই আছে ২৩টি৷ অক্ষর প্রায় দুইশ৷ একটি মোবাইল ফোন সেটে এসব কিছু ধারণ করা চাট্টিখানি কথা নয়৷

ছবি: AP

মোবাইল ফোন নির্মাতা সনি এরিকসনের কর্মকর্তা ওলা মোয়েলেস্ট্রয়েম জার্মান বার্তা সংস্থা ডিপিএ কে বলেন, একই ফোনে ২৩ টি ভাষার সবগুলোর সুবিধা দেওয়া অত্যন্ত ব্যয় সাপেক্ষ৷ ফোনের মেমোরির জন্য খরচ বেশি পড়ে বলে জানান তিনি৷

ইইউ নিজেদের ভাষা বৈচিত্র্য নিয়ে গর্ব করে৷ প্রত্যক সদস্য দেশের সরকারি ভাষা আছে৷ আবার অনেকের দুটোও রয়েছে৷ যেমন, বেলজিয়াম৷ এই ভাষা বৈচিত্র্য মোবাইল ফোন নির্মাতাদের কাছে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ হাতের মুঠোয় ধরা যন্ত্রটিতে নানা বর্ণমালার এত রকমের চিহ্ন ধরা সত্যিই জটিল৷

ছবি: AP

আরেকটি প্রধান মোবাইল ফোন নির্মাতা নকিয়ার কর্মকর্তা জেমস এথেরিজ বলেন, স্থানীয় চাহিদা অনুযায়ীই আমরা হার্ডওয়্যার ও সফটওয়্যার সংযুক্ত করি৷ ব্যবহারকারী ভেদে ভিন্ন ভিন্ন কিসহ ভিন্ন চেহারার সেট ব্যবহার করতে পারে নকিয়ার গ্রাহকরা৷

উদাহরণ দিয়ে বলা যেতে পারে গ্রিসের কথা৷ সেখানে বর্ণমালা গ্রিক৷ বুলগেরিয়ার বর্ণমালা আবার সিরিলিক৷ তবে দু দেশের অনেকেই চাইলে ল্যাটিন বর্ণমালায়ও সংক্ষেপ বার্তা আদান-প্রদান করতে পারেন৷ এই দুদেশের অনেক মোবাইল সেটের কিপ্যাডে এই দুই বর্ণমালাসহ ল্যাটিন বর্ণমালাও শোভা পাচ্ছে৷ চোখকে বিভ্রান্ত করার অভ্রান্ত ফাঁদ বটে!

এথেন্সের হেয়ারড্রেসার ডোরিয়া জিরোগতি বলেন, ইংরেজি এবং গ্রিক উভয় ভাষা জানেন না এমন কারো কাছে এটি বিভ্রান্তিকর হবে৷তবে এর কারণে অনেক গ্রিক ইংরেজি শিখতে বাধ্য হবে বলে মনে করেন তিনি৷ এতে ভালো বৈ ক্ষতির কিছু দেখছেন না ডোরিয়া৷

বাল্টিক রাষ্ট্রগুলোতে আবার এ সমস্যা নেই৷ জাতীয় ভাষায় তারা ল্যাটিন বর্ণমালা ব্যবহার করছেন৷ বাল্টিকের রুশ ভাষা-ভাষীরা এই নতুন ভাষাকে ক্রেজি রাশান নামেও ডাকে৷

রিগার একজন চাকুরে সয়েতলেনা বলেন, আমার কিছু বন্ধু রুশ ভাষা বলেন, কেউ কেউ লাটভিয়ান আবার অনেকে ইংরেজিতে৷ এসএমএস করার সময় বর্ণমালা বদল করার সময় পাওয়া যায় না৷ ইউরোপে এক ই হরফটিই লেখা হয় নয় রকম করে৷

এখন ১২ টি কি থাকবে-এমন মান সম্পন্ন একটি প্যাডে এত বিকল্প দেওয়া এবং ব্যবহারকারীর জন্যও তা জটিল৷

এসমস্যা এড়াতে অঞ্চল ধরে হ্যান্ডসেটের জন্য প্রোগ্রাম নির্মাণ করছে প্রতিষ্ঠানগুলো৷ ধরেই নেওয়া হয়, ফিনল্যান্ডের সাধারণ মানুষদের মল্টিজ ভাষায় টেক্সট লেখার দরকার হয়তো হবে না৷ খুব কম গ্রাহকই আছেন যারা ২৩টি ভাষার সুবিধা একই ফোনে চান৷ তারপরও ইউরোপের তিন প্রধান ভাষা ইংরেজি, ফরাসি ও জার্মান এর বৈশিষ্ট্য ভিন্ন হওয়াতে এগুলোকে এক কি প্যাডে আনা সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ