1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাষা শিক্ষায় ৩০ বছর

ফাহমিদা সুলতানা২৪ আগস্ট ২০০৮

মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা৷ ভাষা কিন্তু দু রকম আছে৷ ভার্বাল অথবা নন ভার্বাল৷ অর্থাত্‌ কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ কিংবা আকার ইঙ্গিতে মনের ভাব প্রকাশ৷ আমরা সাধারণত কথা বলেই মনের ভাব প্রকাশ করে থাকি৷

ছবি: DW

তাই ভাষাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ৷ আর তাই ভাষা শেখানোর প্রতিষ্ঠানের গুরুত্বও আমাদের কাছে অনেক বেশী৷

জার্মানিতে জার্মান বা ডয়েচ ভাষা শেখানোর অনেক প্রতিষ্ঠান রয়েছে৷ তার মধ্যে পুরোনো এবং অভিজাত স্কুল হিসেবে পরিচিত আই এফ এস৷ রাজধানী বার্লিন এবং বন-এ একই সঙ্গে পরিচালিত হচ্ছে আই এফ এস-এর স্কুলগুলো৷ ১৯৭৮ সালে বন-এ প্রতিষ্ঠিত আই এফ এস-এর ৩০ বছর পূর্তি হলো ১৫-ই আগস্ট৷ এই উপলক্ষে বনের আই এফ এস সেন্টারে আয়োজিত আনন্দময় উত্‌সবে একত্রিত হয়েছিলেন ছাত্র-শিক্ষক অতিথি মিলিয়ে কয়েকশ জন৷ যোগ দিয়েছিলেন স্কুলটির কয়েকজন প্রাক্তন ছাত্র-ছাত্রীও৷

নানান দেশের শিক্ষার্থীদের মিলনমেলাছবি: DW

আনন্দ উত্‌সবে বিকেল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত মুখরিত ছিল বন-এর স্কুলপ্রাঙ্গনটি৷গান বাজনা থেকে শুরু করে মজার মজার খাবার, পানীয় আর আনন্দ কোনটারই অভাব ছিল না উত্‌সবে৷সেই সঙ্গে ছিল আই এফ এস থেকে শেখা ছাত্র ছাত্রীদের ডয়েচ ভাষার কথোপোকথন৷বলাই বাহুল্য, এই স্কুলের সব ছাত্র ছাত্রীই বিদেশী, অর্থাত্‌তারাই এখানে ভাষা শিখছেন যাদের মাতৃভাষা ডয়েচ নয়৷

আই এফ এস-এ ভাষা শিক্ষার পাশাপাশি তিন ধরনের বাসস্থান-এর ব্যবস্থাও রয়েছে৷তার মধ্যে একটি হচ্ছে, বন অথবা বার্লিনে কোন পরিবারের সঙ্গে ছাত্র অথবা ছাত্রীটিকে থাকার ব্যবস্থা করে দেয়া৷ একই সঙ্গে পরিবারটির সাথে সকালের নাস্তা এবং রাতের খাবারের ব্যবস্থাও থাকে৷ এর ফলে বাস্তব জীবনের জার্মান ভাষার সংস্পর্শে আসতে পারে ছাত্রটি৷ দ্বিতীয় ব্যবস্থাটি হচ্ছে , বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কাছাকাছি স্টুডেন্ট হলে থাকার ব্যবস্থা৷

শিক্ষার্থীদের একাংশছবি: DW

এছাড়া বার্লিনে রয়েছে জার্মানদের সঙ্গে ফ্ল্যাট ভাগাভাগির একটি সুযোগ৷ এই ভাবে বসবাসের মধ্য দিয়ে জার্মানদের সঙ্গে মেলামেশার সুযোগ ছাড়াও বার্লিন অথবা বন-এর সাংস্কৃতিক জীবন সম্পর্কে জানার সুযোগ রয়েছে৷ তবে প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বাসস্থানে না থেকেও যে কেউ ভাষা শেখার জন্যে স্কুলে ভর্তি হতে পারেন৷

নতুন একটা ভাষা শেখা মানে , শুধু ভাষাটাই শেখা না ,সেই দেশ,জাতি এবং সংস্কৃতি সম্পর্কেও জানা৷ তাদের সঙ্গে মেশা এবং একাত্ম হওয়া৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ