১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস৷ উত্তাল ঢাকা, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন, মিছিল৷ এলো ২১শে ফেব্রুয়ারি৷ পুলিশ গুলি চালালো, কিন্তু পিছু হটেনি জনগণ৷ বরং এগিয়ে গিয়েছে, রক্ত দিয়েছে, রক্ষা করেছে মাতৃভাষা বাংলাকে৷
বিজ্ঞাপন
ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷