1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাষা সৈনিক গাজীউল হক মারা গেছেন

১৭ জুন ২০০৯

বাংলা ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক গাজীউল হক মারা গেছেন৷ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত এ ভাষা সৈনিক ঢাকায় বুধবার বিকেলে মারা যান৷ তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷

ছবি: Mustafiz Mamun

১৯৫২ সালের ভাষা আন্দোলন ছাড়াও পরবর্তী বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে গাজীউল হকের সক্রিয় ভূমিকা ছিল৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়েও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷

১৯২৯ সালের ১৩ই ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী জেলার ছাগলনাইয়ায় জন্মগ্রহণ করেন তিনি৷ তাঁর পেশা ছিল আইন ব্যবসা৷ বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট গাজীউল হক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ