1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাসমান পাথর যখন শিল্পকর্ম

২ জুলাই ২০১৮

শিল্পকর্মের মধ্যে প্রকৃতি, ডিজাইন ও প্রযুক্তির মেলবন্ধন ঘটনো মোটাই সহজ কাজ নয়৷ আমস্টারডামের দুই শিল্পী সেই অসাধ্যসাধন করে অভিনব সৃষ্টিকর্মের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছেন৷

ছবি: DW

ওজনহীন অবস্থায় মুক্তির অনুভূতি, প্রকৃতির অনুকরণ, বোধশক্তি আরও সতেজ করা – এমন সব অনুভূতির ভিত্তিতে স্টুডিও ড্রিফট তাদের শিল্পকর্মে প্রকৃতি, ডিজাইন ও প্রযুক্তির মেলবন্ধন ঘটায়৷ আমস্টারডামের দুই শিল্পী এমনকি বিশাল সিমেন্টের ব্লকও শূন্যে ভাসাতে পেরেছেন৷ লনেকে খরডেইন ও রাল্ফ নাউটা ‘স্টুডিও ড্রিফট' গড়ে টিম হিসেবে অভিনব সহযোগিতার নজির গড়েছেন৷

লনেকে বলেন, ‘‘মস্কো থেকে ফিরে রাল্ফ বিমান থেকেই টেলিফোন করে আমাকে জানালো, যে তার মাথায় এক অভিনব আইডিয়া এসেছে৷ বললো, আমাদের কংক্রিটের ভাসমান ব্লক তৈরি করতে হবে৷ ভেবে দেখো, সেটা ভাসছে! কথাটা সঙ্গে সঙ্গে আমার মনে ধরলো৷ ড্রিফটার্স নামের চলচ্চিত্রে স্কটিশ হাইল্যান্ডের প্রেক্ষাপটে ভাসমান পাথর পরিবেশের সঙ্গে বৈসাদৃশ্য তুলে ধরে৷ তারা এমন প্রণালী খুঁজছিল, যা তার সঙ্গে খাপ খায়৷ কারণ প্রাকৃতিক প্রণালীর সঙ্গে তার সামঞ্জস্য নেই৷ কিন্তু মানুষ হিসেবে আমরা পরিবেশেরই প্রাকৃতিক অংশ৷ তাই আমাদের জীবন একেবারে বিপরীত৷'' 

এই ভাস্কর্যের নাম ‘ভঙ্গুর ভবিষ্যৎ'৷ অসাধারণ আলোকসজ্জার মাধ্যমে ২০০৭ সাল থেকে স্টুডিও ড্রিফট আন্তর্জাতিক স্তরেও নজর কাড়ছে৷ আসল ফুল দিয়েই এটি তৈরি, ফু দিলে যার পাপড়ি উড়ে যায়৷ এটি প্রকৃতির ভঙ্গুর চরিত্রের প্রতীক৷ ওয়ার্কশপে ড্যান্ডেলিয়ন ফুল শুকিয়ে প্রত্যেকটি পাপড়ি আঠা দিয়ে লাগানো হয়, তারপর এলইডি আলো বসানো হয়৷

একঝাঁক পাখির ওড়ার পথ কীভাবে উপলব্ধি করা সম্ভব? ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রথমবার তাদের শিল্পকর্ম ‘ফ্র্যানচাইসি ফ্রিডম' প্রদর্শিত হয়েছিল৷ মায়ামি সৈকতে ৩০০ ড্রোন আকাশ থেকে সেই সৃষ্টি ফুটিয়ে তুলেছিল৷ রাল্ফ নাউটা বলেন, ‘‘একে অপরের অস্তিত্বে প্রতিক্রিয়া দেখায়, এমন ড্রোনের ঝাঁক আনার ক্ষেত্রে আমরাই পথিকৃত হতে চেয়েছিলাম৷ আসল পাখির ঝাঁকের ওড়ার মধ্যে যে কাব্যময় নক্সা ফুটে ওঠে, তা আনতে চেয়েছিলাম৷ মুক্তি আসলে কী, সেই প্রশ্ন উঠে আসে৷ নাকি আমরা মুক্তি সম্পর্কে একটা ভ্রমের মধ্যে রয়েছি! আমরা কি আলাদা অথচ স্বাধীন থাকতে চাই, নাকি এক সামাজিক কাঠামোয় নিজেদের সঁপে দিয়ে তেমন স্বাধীন থাকতে চাই না?''

এই গাছে আলোকসজ্জা দর্শকদের হৃদস্পন্দন ও নাড়াচাড়া অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়৷ মুগ্ধ দর্শকরা নিজেদের উপলব্ধির কথা বলেন৷ কেউ বলেন, ‘‘মনে হয় আকাশে ছোট ছোট তারা রয়েছে৷ এটা আমাকে আনন্দ দেয়৷ অতি সুন্দর৷'' একজন বললেন, ‘‘খুবই নাড়া দেয়৷ মনে হয় আমি কোথাও নাচতে যাচ্ছি, কারণ খুবই প্রেরণা যোগায়, বেশ প্রাণবন্ত৷''

এই ভাস্কর্যও সেন্সরের মাধ্যমে দর্শকদের নড়াচড়া অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়৷ যেন জীবন্ত এক সত্ত্বা৷ লনেকে খরডেইন বলেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কাজকে জীবন্ত করে তুলছেন৷ এমন মুভমেন্ট যোগ করছেন, যা তার নিজস্ব গতিবিধির ভিত্তিতে আপনাকে ছুঁতে পারে৷ ভাবনাচিন্তার প্রয়োজন নেই, আপনি সেটা অনুভব করতে পারবেন৷

দৃষ্টি, বিস্ময়, অনুভূতি, অভিজ্ঞতা৷ ভবিষ্যৎ সম্পর্কে স্বপ্ন ও তা কার্যকর করছে স্টুডিও ড্রিফট৷

প্রতিবেদন: কারমেন ডাউৎসেনব্যার্গ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ