1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভায়াগ্রা ওজন কমায়!

ডিয়ানা ফং/এআই২১ এপ্রিল ২০১৩

নিয়মিত ভায়াগ্রা সেবন ওজন কমাতে সহায়ক৷ জার্মান বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা গেছে এই তথ্য৷ তবে আপাতত এই সত্যটি প্রযোজ্য ইদুরের ক্ষেত্রে৷ কেননা, গবেষণা হয়েছে ইঁদুরের উপর, মানুষের উপর নয়৷

#28487571 -Hands opening or closing man's placket © Iosif Szasz-Fabian
ছবি: Fotolia/Iosif Szasz-Fabian

বিশ্বের তিন কোটি মানুষ বর্তমানে যৌনক্ষমতা বাড়াতে সিলডেনাফিল বা ভায়াগ্রা সেবন করেন৷ মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের দেওয়া তথ্য এটি৷ ১৯৯৮ সাল থেকে ডায়মন্ড সাদৃশ্য ভায়াগ্রা তৈরি করছে এই প্রতিষ্ঠানটি৷

সম্প্রতি বন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন, প্রতিদিন ভায়াগ্রা গ্রহণের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব৷ বিজ্ঞানীরা তাদের পরীক্ষার জন্য ব্যবহার করেছেন ইঁদুর৷ এজন্য দুই দল ইঁদুরকে মাত্রাতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ানো হয়েছে৷ একদলকে নিয়মিত দেওয়া হয়েছে ভায়াগ্রা৷

ডায়মন্ড সাদৃশ্য ভায়াগ্রাছবি: picture-alliance/dpa

পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে, প্রতিদিন ভায়াগ্রা গ্রহণ করা ইদুরগুলোর ওজন তেমন একটা বাড়েনি৷ উল্টো ভায়াগ্রা না নেওয়া ইঁদুরের দলের অনুপাতে তাদের ওজন কমেছে প্রায় ১৫ শতাংশ!

স্বাভাবিকভাবেই পরীক্ষার এই ফলাফলে সন্তুষ্ট বিজ্ঞানীরা৷ কেননা, ১৫ শতাংশ ওজনের ব্যবধান কম কথা নয়৷ তবে মানবদেহের ওজন এভাবে কমানো বা নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা এখনো দীর্ঘ গবেষণার বিষয়৷ কেননা, কোন পুরুষই প্রতিদিন ভায়াগ্রা গ্রহণ করেন না৷ তারা ভায়াগ্রা গ্রহণ করেন প্রয়োজন অনুসারে৷ তাছাড়া নিয়মিত ভায়াগ্রা গ্রহণ স্বাস্থ্যের জন্যও অত্যন্ত ক্ষতিকর৷ ফলে ইঁদুরের মতো ভায়াগ্রা প্রতিদিন পুরুষের দেহে প্রবেশ করানো সম্ভব নয়৷

তাই এই প্রতিবেদন পড়ার পর ওজন কমানোর আশায় ভায়াগ্রা গ্রহণের মাত্রা না বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা৷ বিষয়টি এখনো পরীক্ষাধীন রয়েছে৷ ওজন কমানোর ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, কম-চর্বিযুক্ত খাবার খান, কম মদ্যপান করুন এবং বেশি করে ব্যায়াম করুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ