1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিআইপিরা ভোট দেবেন যেখানে

সাগর সরওয়ার, ঢাকা থেকে২৮ ডিসেম্বর ২০০৮

সোমবার নবম জাতীয় সংসদ নির্বাচনে ভিআইপি ভোটারদের বেশীরভাগই রাজধানীতেই ভোট দেবেন৷ এজন্য তাদের ভোট কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা৷

ভিআইপিদের জন্য তাদের ভোট কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি নিরাপত্তা কর্মীছবি: Mustafiz Mamun

এবার ঢাকাতেই ভোট দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপার্সন৷ প্রধান নির্বাচন কমিশনার এবং সেনাবাহিনী প্রধানও রাজধানীতেই দেবেন তাদের ভোট৷

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেবেন৷ এখানে তিনি গত বছর ডিসেম্বরে ভোটার হয়েছেন৷ প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সিইসি ড. এ টি এম শামসুল হুদা গুলশান মডেল হাই স্কুল ভোট কেন্দ্রে ভোট দেবেন৷ নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন দেবেন সিলেটে এবং নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ঢাকার ডিওএইচএস বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন৷

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে৷ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভোট দেবেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে৷ একই কেন্দ্রে ভোট দেবেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমদ৷ মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রংপুরে ভোট দিবেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ