1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর দ্বারস্থ কিংবদন্তি অভিনেতা

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
৯ জানুয়ারি ২০১৯

জমি জটে জেরবার আন্তর্জাতিক খ্যাতনামা পদ্মবিভূষণে সম্মানিত অভিনেতা দিলীপ কুমার ও তাঁর স্ত্রী সায়রা বানু৷ অভিযোগ, মু্বিয়ের এর প্রভাবশালী মাফিয়া তাঁদের জমি-‌বাড়ি কেড়ে নিতে চাইছেন, দিচ্ছেন হুমকি৷

Dilip Kumar und Saira Banu
ছবি: Getty Images/AFP/STR

 আতঙ্কে প্রধানমন্ত্রীর শরণাপন্ন অভিনেতা যুগল৷ বিতর্ক বহুদিনের৷ এবার মাফিযা ঝঞ্ঝাট মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন দিলীপ পত্নী সায়রা বানু৷ এর জেরে ব্যাপক শোরগোল পড়েছে ভারত জুড়ে৷ মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের পালি হিলসে দু-‌খণ্ড জমিতে একটি বাংলো রয়েছে দিলীপ কুমারের৷ ১৯৫৩ সালে দেড়লক্ষ টাকা দিয়ে জমিটি কিনেছিলেন দীলিপ-সায়রা দম্পতি৷ ২০০৩ সালে সেখানে গিয়ে থাকতে শুরু করেন তাঁরা৷ দু'‌বছর আগে নতুন করে বাংলো তৈরি করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বাংলো তাঁদের হাতে তুলে দেননি শহরের দাপুটে এক বহুতল নির্মাতা সমীর ভোজওয়ানি৷ মামলা গড়ায় সুপ্রিম কোর্টে৷ সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে ২০ কোটি টাকার বিনিময়ে বাংলো ফিরে পান দীলিপ ও তাঁর স্ত্রী সায়রা বানু৷ ৯৬ বছরের অসুস্থ অভিনেতাকে নিয়ে অসহায়ের মতো দিন কাটাচ্ছেন সায়রা৷

পশ্চিবঙ্গের প্রয়াত অভিনেত্রী তথা সর্বকালের সেরা উত্তম-‌সুচিত্রা জুটির  সুচিত্রা সেন যখন কলকাতায় চিকিৎসাধীন ছিলেন, তখন নিয়মিত সুচিত্রার মেয়ে অভিনেত্রী মুনমুন সেনকে টেলিফোন করে সুচিত্রার খোঁজ নিতেন দিলীপ কুমার৷ বার্ধক্যজনিত কারণে দিলীপ এখন অসুস্থ৷ জমি-‌বাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা চলছে শুনে বেজায় ক্ষুব্ধ মুনমুন৷ ডয়চে ভেলেকে তিনি জানালেন, ‘‌‘শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে খ্যাতি দিলীপ কুমারের৷ তিনি নিজে গোটা বিশ্বের সম্পদ৷ তাঁর এখন ৯৬ বছর বয়স৷ মানবিকতা বলে কিছু থাকবে না!‌ এই বার্ধক্যে তাঁর মাথার ছাদ কেড়ে নেওয়ার চেষ্টা চলছে৷ ‌আমি শিল্পী হিসেবে ওঁকে সম্মান করি৷ ওঁর স্ত্রী একাই লড়াই করে যাচ্ছেন৷ ঘটনাটা পশ্চিমবঙ্গে হলে আমাদের মুখ্যমন্ত্রী বিল্ডারকে ডেকে সমাধান করিয়ে দিতেন৷ যেমন সুপ্রিয়া দেবীকে একটি ফ্ল্যাট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মু্ম্বইয়ের মতো রাজ্যে মুখ্যমন্ত্রীর এই বিষয়টি আর একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল৷ আশাকরি প্রধানমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা নেবেন৷'‌'‌

‘শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে খ্যাতি দিলীপ কুমারের’

This browser does not support the audio element.

এতকিছুর পরে আবারও দিলীপ কুমারের ওই জমি ও বাড়ি দখলের চেষ্টা শুরু করেছেন ভোজওয়ানি৷ এখন যে জমির ওপর ওই বাংলো, সেই জমিটিকে নিজের বলে দাবি করছেন নির্মাতা৷ গত বছর ভোজওয়ানির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান সায়রা বানু৷ অভিযোগের প্রেক্ষিতে মুম্বই পুলিশের আর্থিক দুর্নীতি শাখা ভোজওয়ানির বিরুদ্ধে মামলা করে৷ প্রাথমিক তদন্তে জানা যায়, ভুয়ো নথি তৈরি করে কিংবদন্তি অভিনেতার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ছক কষছেন ওই নির্মাতা৷ কয়েকমাস আগে ভোজওয়ানির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ উদ্ধার হয় বেশ কিছু নথি ও অস্ত্রশস্ত্র৷ গত এপ্রিলে গ্রেপ্তার করা হয় তাঁকে৷ এরমধ্যে পালি হিলের বাংলোটির মালিকানা অভিনেতা দম্পতির হাতেই রয়েছে, একটি পাবলিক নোটিশ প্রকাশ করে এমনটা জানিয়েছেন শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্টের আইনজীবী আলতমাস শেখ৷ বলা হয়েছে, ‘‘দিলীপ কুমারের জমির লিজ সম্পূর্ণ বৈধ৷ ওই জমির ওপর তাঁর ৯৯৯ বছরের লিজ রয়েছে৷''

এদিকে, ক'‌দিন আগেই জামিনে মুক্ত হয়েছেন ভোজওয়ানি৷ আবার জমি দখলের হুমকি দিতে শুরু করেছেন তিনি৷ ভোজওয়ানির দাবি, দিলীপ কুমার ও সায়রা বানু ওই বাংলোতে ভাড়ায় রয়েছেন৷ তাঁরা মালিক নন৷ যদিও শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্ট এই দাবি খণ্ডন করে দিয়েছে৷ এরপরেও জমি ছিনিয়ে নিতে মরিয়া ভোজওয়ানি৷ অভিযোগ, বৃদ্ধ খ্যাতনামা অভিনেতা দম্পতিকে হুমকি দিচ্ছেন তিনি৷ বিষয়টি প্রকাশ্যে এনেছেন খোদ সায়রা বানু৷ দিলীপ কুমারের টুইটার হ্যান্ডলে নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘‘সায়রা বানু খানের অনুরোধ, মোদী স্যার, জমি মাফিয়া সমীর ভোজওয়ানি জামিনে ছাড়া পেয়েছেন৷ বাহুবল ও অর্থবলের ভয়ও দেখানো হচ্ছে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত অভিনেতাকে!‌ আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ আপনার সঙ্গে দেখা করতে চাই, মুম্বইতে৷''

তবে, মুম্বইয়ের ওই ‘‌রিয়েল এস্টেট কিং'‌-‌এর বিরুদ্ধে মানহানির মামলা করছেন অভিনেতা দম্পতি৷ মামলায় তাঁরা বলেছেন, দিলীপ কুমারের নামে মিথ্যা অপবাদ রটিয়ে বান্দ্রার ২৫০ কোটি টাকার সম্পত্তি হস্তগত করার ষড়যন্ত্র করছেন তিনি৷ গত ৩১ ডিসেম্বর ভোজওয়ানির কাছে নোটিশ পাঠানো হয়েছে৷ মানহানির জন্য ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ বাবদ ২০০ কোটি টাকা চাওয়া হয়েছে তাঁর কাছে৷ জট এখনও কাটেনি৷ আতঙ্কে দিন যাপন করছেন বিশ্বখ্যাত ওই অভিনেতা দম্পতি৷রাজীব

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ