ইউটিউব-এর দৌলতে নানারকম প্র্যাংক ভিডিও, ট্রলিং ছবি অথবা ভিডিও আমরা হামেশাই দেখছি৷ আর সে সব দেখে হাসিতে পেট ফেটে যাওয়ার জোগাড় হয়েছে আমাদের অনেকেরই৷ অল্প-বয়সি ছেলে-মেয়েদের মধ্যে ঠাট্টা, ইয়ার্কি, একে-অন্যকে নিয়ে মজা করা – নতুন কিছু নয়৷ কিন্তু এমন হাসতে হাসতেই যে বিপদ ঘনিয়ে আসতে পারে...৷
কাদায় দৌড় প্রতিযোগিতা, বুট নিক্ষেপ, ক্রেজি ক্রসিং – জার্মানিতে এ সব মজার খেলার আয়োজন গ্রীষ্মকালে প্রায়ই হয়ে থাকে৷ আসলে পুরো ব্যাপারটাই আনন্দের এবং মজার৷ আর এ বছরের গ্রীষ্মেও তার ব্যতিক্রম হয়নি৷
ছবি: picture-alliance/AP Photoলোয়ার স্যাক্সনির পূর্ব ফ্রিসল্যান্ডে প্রতি বছর কাদার মধ্যে স্লেজ গাড়ি চালানোর বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়৷ আর চারটি দেশের ২৪টি দল এতে অংশ নেয়৷ বলা বাহুল্য, পূর্ব ফ্রিসল্যান্ডে এই বিশ্বকাপ ব্যাপক জনপ্রিয়৷
ছবি: picture-alliance/dpaগত কয়েক শতাব্দী ধরে স্কটল্যান্ডে এই প্রতিযোগিতা চলে আসছে, যা বর্তমানে জার্মানিতেও ব্যাপক জনপ্রিয়৷ লোয়ার স্যাক্সনির গ্রোসগল্টার্নে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ ৩৫ থেকে ৬০ কেজি ওজনের ‘লগ’ বা কাঠের গুঁড়িটি যে যত দূরে ছুড়তে পারে – তা নিয়েই প্রতিযোগিতা৷ তবে এর নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই৷
ছবি: picture-alliance/dpaফরাসি এবং ডাচরা ইউরোপের সেরা রাখাল বা কাউ বয় হিসেবে পরিচিত৷ কুহফাঙ্গেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গরু ধরার প্রতিযোগিতায় তাই তারাই বিজয়ী হয়৷ এবারের প্রতিযোগিতায় ইটালি, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া থেকে অন্তত ১০০ ঘোড়সওয়ার অংশ নিয়েছিলেন৷
ছবি: picture-alliance/dpa১২০ বছর আগে ফিনিশ নাবিকরা এই প্রতিযোগিতা শুরু করে৷ যে যত দূরে বুট ছুড়তে পারবে সেই বিজয়ী৷ জার্মানিতে ২০০৭ সালে গামবুট ছোড়ার বিশ্বকাপ প্রথম শুরু হয়৷
ছবি: picture-alliance/dpa‘ক্রেজি ক্রসিং’ প্রতিযোগিতা হয় হানোফার শহরে৷ ১২টি দল এতে অংশ নেয়৷ লক্ষ্য হলো প্রতিটি দল নিজেদের বানানো নৌকা নিয়ে ৩০০ মিটার দূরে দূরে থাকা বাধাগুলো অতিক্রম করবে৷ সব প্রতিযোগীদের পোশাক হবে দেখার মতো৷
ছবি: picture-alliance/dpaজার্মানিতে দ্বিতীয়বারের মতো এই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৫ কিলোমিটার দৌড়াতে হয়৷ ৫৫০০ জন অ্যাথলিট মিউনিখে এই প্রতিযোগিতা এবং এর সাথে জড়িত নানা বর্ণিল অনুষ্ঠানে অংশ নেন৷ ভারতের হোলি উৎসব থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রতিযোগিতার চল শুরু হয়েছে৷ প্রতিযোগীদের পোশাকে নানা রং লাগানো থাকে৷
ছবি: picture-alliance/dpaএ বছর জার্মানির বাভেরিয়া রাজ্যে অবস্থিত মিউনিখ শহরে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল৷ প্রতিযোগীদের ২.৮০ মিটার লম্বা গাছের গুড়ি ফাঁড়তে দেয়া হয়৷
ছবি: picture-alliance/dpaকাদার মধ্যে বিভিন্ন বাধা পেড়োনো দৌড়ের জন্য আপনি কি প্রস্তুত? ব্রান্ডেবুর্গের এই আয়োজনে এটাই কিন্তু ছিল প্রতিযোগিতার মূল বিষয়৷ এই প্রতিযোগিতায় কাদার মধ্যে ১৮ কিলোমিটার পথ দৌড়াতে হয় বিভিন্ন বাধা পেড়িয়ে৷
ছবি: picture-alliance/dpaকাদার মধ্যে মজা যেমন রয়েছে, তেমনি সেই মজার শেষে আপনাকে আর কেউ একজন পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তি বলতে পারবে না৷ অর্থাৎ, আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ঢেকে যাবে কাদায়৷
ছবি: picture-alliance/AP Photo
এই তো কয়েক মাস আগে ঢাকার অদূরে পীরগঞ্জ স্কুলের মাঠে খেলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে অকালে প্রাণ দিতে হয় ছোট্ট হৃদয় মিয়ার৷ বন্ধুদের দুষ্টুমি করে হৃদয়কে ঠেলে ফেলে দিয়েছিল পুকুরে৷ ওরা জানতো না যে হৃদয় সাঁতার জানে না৷
আসলে মজাটা প্র্যাংক, আর প্র্যাংকটা হয়ে উঠতে পারে ব়্যাগিং, অচিরেই৷ অথচ এ ধরনের প্র্যাংক কতটা বাস্তব? কতটা ক্ষতিকর? – সেগুলো নিয়ে আমরা কি আদৌ ভাবি? এই ভিডিও-টার কথাই ধরুন৷ ভিডিও-তে এলিয়েট নামের এক তরুণকে দেখা যাচ্ছে তার দুই বন্ধুর সঙ্গে৷ ঘুমন্ত অবস্থায় এলিয়টকে নিয়ে যারা জলে ফেলে দেয়৷ এটা একটা প্র্যাংক৷ এলিয়েট সাঁতার জানতো৷ তাই ও প্রাণে বেঁচে যায়৷ আর আমরা ভিডিও-টা দেখে হাসি...৷
কিন্তু এলিয়েটের গল্পটা যদি হৃদয়ের মতো হতো? প্রযুক্তির জালে আটকে আমরা কি তখনও হাসতাম?
ডিজি/এসবি