1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হবু বাবা-মায়ের আনন্দ

২২ জানুয়ারি ২০১৬

হবু বাবা-মা প্রথম যেদিন জানতে পারেন, অচিরেই তাদের জীবনে একজন নতুন মানুষ আসতে চলেছে – তখন তো খুশি ধরে রাখা দায়! সেই খুশি তারা সমাজ, সংসারকে চিৎকার করে জানাতে চায়৷ এক মার্কিন দম্পতিও ঠিক সেটাই করেছে, তবে একটু ভিন্ন কায়দায়৷

Schwangere Frau mit Partner
ছবি: fotolia/diegoa8024

তাঁরা একটা ভিডিও বানিয়েছেন৷ আর তাতে পরিচিত একটা গানের সুর রেখে শব্দগুলো দিয়েছেন বদলে৷ ছন্দে ছন্দে বেঁধেছেন গর্ভধারণের গান৷ গানে গানেই তাঁরা জানিয়ে দিয়েছেন ‘উই আর প্রেগনেন্ট, হালেলুইয়া'৷

ঘরের মধ্যে সাধারণ একটা সোফায় বসেই তাঁরা তুলে ধরেছেন অনাগত সন্তানের প্রথম ছবিটি৷ হ্যাঁ, প্রথম ‘আল্ট্রাসাউন্ডের' একখানি কপি হাসতে হাসতে দেখিয়েছেন তাঁরা৷

আসলে একটা সুস্থ, সুন্দর সন্তানের স্বপ্ন কে না দেখে, বলুন? আমাদের এই মার্কিন দম্পতিটিও তাঁদের দাম্পত্য জীবন শুরুর সময় থেকে এমনই একটা সন্তানের স্বপ্ন দেখেছিলেন৷ তাই গর্ভধারণের পরপর এই ভিডিওটি বানিয়ে তাঁরা সেটা ‘পোস্ট' করেছিলেন নিজেদের ফেসবুক পাতায়, বন্ধু-বান্ধব আর কাছের মানুষদের জন্য৷ তখন তো তাঁরা জানতেন না যে সেই ভিডিও ক'দিনের মধ্যেই একেবারে ‘ভাইরাল' হয়ে যাবে৷ পৌঁছে যাবে হাজারো মানুষের কাছে!

ডিজি/এসিবি

আপনিও ভিডিওটি দেখেছেন তো? কেমন লাগলো জানিয়ে দিন নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ