1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিডিওতে হামলার পর সিরিয়ার রাজধানী দামেস্ক

১৬ এপ্রিল ২০১৮

মার্কিন জোটের হামলার পর থেকে নানা রকমের ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়৷ রাশিয়া এবং সিরিয়া সরকারের দৃষ্টিভঙ্গিও ফুটে উঠছে কিছু ভিডিওতে৷ সেগুলোতে দামেস্কের খণ্ডচিত্রও দেখা যাচ্ছে৷ সেরকমই একটি ভিডিও এখন ভাইরাল৷

ছবি: picture alliance/AP Photo/H. Ammar

সিরিয়ায় অ্যামেরিকার আক্রমণ নিয়েই সরগরম পুরো দুনিয়ার গণমাধ্যম৷ অ্যামেরিকা বলছে, ওই হামলা সফল৷ প্রত্যুত্তরে রাশিয়া এবং সিরিয়ার বাশার আল আসাদ সরকার বলছে, অ্যামেরিকার ছোঁড়া একশ'রও বেশি ক্ষেপণাস্ত্রের দুই-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্রকেই তারা অকেজো করে দিতে পেরেছে৷ সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে রাশিয়ার প্রত্যক্ষ সমর্থন অ্যামেরিকার সঙ্গে তাদের সম্পর্ক আবার স্নায়ুযুদ্ধকালীন অবস্থায় ফেরত নিয়ে গেছে৷

রাশিয়ার গণমাধ্যম এএনএনএ সিরিয়ায় অ্যামেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের হামলার দিনই দামেস্কের রাস্তায় মানুষের প্রতিক্রিয়া নিয়ে একটি ভিডিও ইউটিউব চ্যানেলে ছাড়ে৷ সেখানে দেখা গেছে, দামেস্কের মানুষ এই হামলার ব্যাপারে মার্কিন জোটের তীব্র সমালোচনা করছে৷ ভিডিওটি একটি অ্যান্টি-মিসাইল উড্ডয়নের দৃশ্যও ধারণ করা হয়েছে৷ ইউটিউবে দুইদিনে এই ভিডিওটি দেখা হয়েছে ৩ লাখ ৫২ হাজার বার৷ আর এতে লাইক পড়েছে ৫ হাজারেরও বেশি৷ ভিডিওর নীচে কমেন্ট পড়েছে ৪ হাজারেরও বেশি৷ কমেন্ট দাতাদের ৯৯ শতাংশ এই হামলার বিপক্ষে মন্তব্য করে প্রতিবাদ ও সহানুভূতি জানিয়েছেন৷

এইচআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ