ইউক্রেনে হামলা চালানো হলে এর ‘সমুচিত জবাব’ দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন৷
বিজ্ঞাপন
শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ভিডিও ফোনে আলাপকালে এই হুমকি দেন বাইডেন৷
তিনি বলেন, ‘‘রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্রগুলো এর সমুচিত জবাব দেবে এবং রাশিয়াকে তাৎক্ষণিক ও কঠোর ফল ভোগ করতে হবে৷’’
তাছাড়া ইউক্রেনে হামলা হলে তার ফল খুব মারাত্মক হবে এবং মস্কো বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি৷
কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের পরে বিশ্বজুড়েই অস্থিরতা বিরাজ করছে৷ তাছাড়া কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনীর চলমান মহড়া উদ্বেগের জন্ম দিয়েছে৷
যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যেকোনো সময় রাশিয়া হামলা চালাতে পারে৷ সতর্কতার অংশ হিসেবে পশ্চিমা অনেক দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে৷
তবে রাশিয়া বলছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা তাদের নেই৷
বেলারুশে রাশিয়ার মিলিটারি ড্রিল শুরু
ঠান্ডা যুদ্ধের পর বেলারুশে এত সেনা মোতায়েন করেনি রাশিয়া। বেলারুশের সেনার সঙ্গে রাশিয়ার সেনার যৌথ ড্রিল শুরু হয়েছে। বাড়ছে উত্তেজনা।
এই সামরিক ড্রিল চলবে ১০ দিন ধরে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার বিপুল সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে এই ড্রিল রীতিমতো তাৎপর্যপূর্ণ।
ছবি: Viktor Tolochko/Sputnik/dpa/picture alliance
ন্যাটোর বক্তব্য
ন্যাটো জানিয়েছে, ঠান্ডা যুদ্ধের পর বেলারুশে কখনো এত বেশি সেনা মোতায়েন করা হয়নি। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল বেলারুশ। এখন তারা রাশিয়ার বন্ধু দেশ। ড্রিলে সুখোই যুদ্ধবিমানও অংশ নিয়েছে।
ছবি: Viktor Tolochko/Sputnik/dpa/picture alliance
উদ্বিগ্ন পেন্টাগন
এই সামরিক ড্রিল নিয়ে অ্যামেরিকা খুবই উদ্বিগ্ন। পেন্টাগন জানিয়েছে, অ্যামেরিকার চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ মার্ক মিলি বেলারুশের মেজর জেনারেল গুলেভিচকে ফোন করেছিলেন। তবে কী কথা হয়েছে, তা তারা গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ছবি: Vadim Yakubyonok/BelTA/REUTERS
পোল্যান্ড ও ইউক্রেন সীমান্তে
রাশিয়া জানিয়েছে, বেলারুশের সঙ্গে পোল্যান্ড ও ইউক্রেন সীমান্তের কাছে পাঁচটি জায়গায় ১০ দিন ধরে ড্রিল হবে। এই ড্রিলে ক্ষেপণাস্ত্রও আছে।
এই ড্রিলে মোট কতজন সেনা অংশ নেবে, পরমাণু অস্ত্র নিয়ে ড্রিল হবে কি না, তা রাশিয়া জানায়নি। তবে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ড্রিল হচ্ছে।
ছবি: Gavriil Grigorov/TASS/dpa/picture alliance
ইউক্রেনের পাল্টা ড্রিল
বেলারুশে রাশিয়ার সামরিক ড্রিলের পাল্টা হিসাবে ইউক্রেনও সামরিক ড্রিল শুরু করে দিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ড্রিল চলবে।
ছবি: Efrem Lukatsky/AP Photo/picture alliance
পোল্যান্ডে আরো ব্রিটিশ সেনা
এই পরিস্থিতিতে পোল্যান্ডে আরো ৩৫০ জন ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়েছে। আগে থেকেই সেখানে ১৫০ জন ব্রিটিশ সেনা ছিল। এছাড়া এক হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। দরকার হলেই তাদের পোল্যান্ড পাঠানো হবে।
ছবি: Andrew Matthews/PA Images/imago images
7 ছবি1 | 7
উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনের অংশ হিসেবে ভিডিও কলে আলাপ করেন এই দুই নেতা৷ তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, এক ঘণ্টার আলোচনাটি অনেক পেশাদার হলেও সংকট নিরসনের ক্ষেত্রে নতুন কোনো কার্যকর ভূমিকা তৈরি করতে পারেনি৷
তার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সাথে টেলিফোনে কথা বলেন৷ ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয় যে, ৪০ মিনিটের এ আলোচনায় পুটিন এই মুহূর্তে ইউক্রেনে হামলা করবে তেমন কোনা ইঙ্গিত দেননি৷
উল্লেখ্য, ইউক্রেন সংকটের সমাধানে বিশ্বের বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে৷ গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান মস্কো সফর করেন৷
যদিও তাদের সফর সংকট সমাধানে এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি৷