1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিডিও সার্চিং এ ব্রিটনির আগে ক্যাটরিনা

১৫ অক্টোবর ২০১১

ক্যাটরিনা কাইফ নাকি ব্রিটনি স্পিয়ার্স, কে বেশি জনপ্রিয়? বিশ্বজুড়ে ব্রিটনির পরিচিতি বেশি থাকলেও একদিক দিয়ে তাকে পেছনে ফেলে দিয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ৷

ক্যাটরিনা কাইফছবি: AP

গত সেপ্টেম্বর মাসে মোবাইল ভিডিও সার্চিংয়ে এক নম্বরে ছিলেন ক্যাটরিনা৷ ভুক্লিপ নামে একটি মোবাইল ভিডিও সার্ভিসের জরিপে এই তথ্য উঠে এসেছে৷ তারা জানিয়েছে, গত মাসে মোবাইল ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ভিডিও সার্চ করেছে ক্যাটরিনা কাইফকে৷ তারপরেই রয়েছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স৷ বিশ্ব জুড়ে মোবাইল ব্যবহারকারীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন বলিউড তারকারা৷ এর প্রমাণ, টপ টেন এর মধ্যে রয়েছেন আরও দুই বলিউড তারকা, কারিনা কাপুর এবং সোনাক্ষী সিনহা৷ হলিউডের লিন্ডসে লোহান, পপ তারকা বিয়ঁসে ও শাকিরার পাশাপাশি বলিউড নায়িকাদের ভিডিও এখন চাহিদার শীর্ষে৷

ছবি: AP

এদিকে ভারতে মোবাইল ব্যবহারকারীরা সবচেয়ে বেশি কার ভিডিও দেখে থাকেন? জরিপে উঠে এসেছে ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের নাম৷ পুরুষ তারকাদের মধ্যে তাঁর ভিডিও ক্লিপিংস এর চাহিদা অন্য যে কোন সিনেমা তারকার চেয়েও বেশি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ