1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিজ্ঞানযুক্তরাষ্ট্র

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি: পেন্টাগন

৯ মার্চ ২০২৪

ইউএফও বা আন-আইডেন্টিফায়েড ফ্লায়িং অবজেক্ট বিষয়ক কোনো তথ্য যুক্তরাষ্ট্র সরকার গোপন করার চেষ্টা করেনি বলেও তদন্তে জানতে পেরেছে পেন্টাগন।

পেন্টাগন
পেন্টাগন জানায়, ইউএফও দেখতে পাওয়ার বিষয়গুলোর বেশিরভাগই ভুল দেখা বিভিন্ন জিনিস ও ঘটনা৷ ছবি: Patrick Semansky/AP/picture alliance

অ্যালিয়েন বা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন৷

গত শতাব্দীতে ইউএফও দেখার বিষয়ে বিভিন্ন প্রতিবেদন নিয়ে তদন্তের পর এমন সিদ্ধান্তে আসে পেন্টাগন৷ শুক্রবার তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলে মার্কিন এই দপ্তর৷

পেন্টাগনের তদন্তের সবশেষ ফলাফল এই বিষয়ে সরকারের আগের করা প্রতিবেদনগুলোর সঙ্গে মিল পাওয়া যায়৷

‘‘সকল তদন্তের সকল ধাপেই এই বিষয়টি পাওয়া গেছে যে, ইউওফও দেখতে পাওয়ার বেশিরভাগই ছিল সাধারণ কোনো বস্তু বা ঘটনা, যেগুলো ভুলভাবে চিহ্নিত করা হয়েছে৷’’

প্রতিবেদনে ১৯৪৫ সালের পর থেকে যুক্তরাষ্ট্র সরকারের ইউএফও বিষয়ে নানা প্রতিবেদন যাচাইবাছাই করা হয়৷ 

মহাবিশ্বের টাইম মেশিন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

02:17

This browser does not support the video element.

প্রতিবেদনে বলা হয়, ইউএফও নিয়ে যুক্তরাষ্ট্র সরকার বা দেশটির কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ক তথ্য গোপন রাখার চেষ্টা করেনি৷  

কেন এমন তদন্ত?

গত কয়েক বছর ধরেই ইউএফও বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন আবেদন জমা পড়েছে৷

২০২১ সালে সরকার এমন ১৪৪টি ঘটনা বিশ্লেষণ শেষে জানায়, ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের কোনো প্রমাণ নেই৷ সেসময় এ বিষয়ে আরো কার্যকর তথ্য সংগ্রহের তাগিদ দেওয়া হয়৷ 

এরপর গত বছর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তার দাবির পর বিষয়টি আবারো সামনে আসে৷ ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্র সরকার ইউএফও বিষয়ে দীর্ঘমেয়াদী একটি পরিকবল্পনা গোপন রাখছে৷ 

এমন অবস্থার পরিপ্রেক্ষিতেই তদন্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ তদন্তের আরেকটি অংশ পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানা গেছে৷ 

আরআর/এডিকে (ডিপিএ, এপি রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ