1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিনাসকে উড়িয়ে দিলেন ক্লিস্টার্স

৪ এপ্রিল ২০১০

কামব্যাক মাম খ্যাত বেলজিয়ান তারকা কিম ক্লিস্টার্স মায়ামি ডব্লিউটিএ টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছেন৷ শনিবার তৃতীয় বাছাই ভিনাস উইলিয়ামসকে তিনি উড়িয়ে দিয়েছেন ৬-২, ৬-১ সেটে৷

মেয়ের সঙ্গে কিম ক্লিস্টার্স (ফাইল ফটো)ছবি: AP

পারিবারিক জীবনের জন্য বেশ কিছুদিন ধরে টেনিস র্যাকেটটি তিনি তুলে রেখেছিলেন৷ গত বছর ইউএস ওপেন জিতে টেনিস জগতে প্রত্যাবর্তনটিকে বেশ ভালোভাবে উদযাপন করেছেন কিম ক্লিস্টার্স৷ গতকাল মায়ামিতে ভিনাস উইলিয়ামসের বিরুদ্ধে ফাইনালে তিনি একতরফা ভাবে খেলে গিয়েছেন৷ বিন্দুমাত্র সুযোগ দেনতি তিনি সাবেক এই নাম্বার ওয়ানকে৷ বলা বাহুল্য, কিম ক্লিস্টার্সও সাবেক নাম্বার ওয়ান৷ শনিবার শিরোপা জেতার পর জানালেন, চাইলে আবারও নাম্বার ওয়ান হতে পারেন তিনি৷ তিনি বলেন, যদি আমি টুর্নামেন্টগুলোতে ভালো করতে থাকি, তাহলে আমার মনে হয় এক নাম্বার হওয়া আমার পক্ষে সম্ভব৷ তবে এটিই আমার একমাত্র লক্ষ্য নয়৷ ইয়াংকোভিচ, দেমেন্তিয়েভা তারা একের পর এক টুর্নামেন্ট খেলে যাচ্ছে৷ কিন্তু আমি সেই অবস্থাতে নেই৷ আমি এই ধরণের ঝুঁকি নিতে চাই না যা অতীতে আমাকে ইনজুরির মধ্যে ফেলেছিলো৷ উল্লেখ্য, ২০০৩ সালে মহিলা টেনিসের শীর্ষ খেলোয়াড় হয়েছিলেন কিম ক্লিস্টার্স৷ বর্তমানে ১৪ নম্বরে রয়েছেন সোনালী চুলের এই টেনিস তারকা৷

ভিনাস উইলিয়ামস (ফাইল ফটো)ছবি: AP

এদিকে টানা ১৫টি ডব্লিউটিএ ট্যুর ম্যাচ জেতার পর ফাইনালে এভাবে হেরে গিয়ে বেশ হতাশ হয়েছেন ভিনাস উইলিয়ামস৷ ম্যাচের পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, এটা আমার সেরা দিন ছিল না৷ ক্লিস্টার্সের ব্যাপারে উইলিয়ামস পরিবারের বড় বোন বলেন, সে অত্যন্ত ভালো খেলেছে, তবে এমন নয় যে আমি দাঁড়াতেই পারিনি৷ আসলে ম্যাচে আমিই আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলাম৷ সত্যিই তো, দুই সেটের ম্যাচে ২৯ টি আনফোর্সড এরর করার পর ভিনাসের আর অন্য কী বলার থাকতে পারে?

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ