1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাস্পেন

ভিন্নপথে মহাকাশে পৌঁছাতে চায় স্পেনের দুই তরুণ

২৫ ফেব্রুয়ারি ২০২৫

মহাকাশ গবেষণায় ইউরোপ কী দিতে পারে? এশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের এ ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবন রয়েছে৷ যেমন, স্পেস এক্স-এর পুনর্ব্যবহারোপযোগী রকেট৷ স্পেনের এক নবীন স্টার্টআপ মহাকাশে পৌঁছানোর বিকল্প পথ নিয়ে কাজ করছে৷

স্পেনের স্টার্টআপ পিএলডি স্পেসের তৈরি একটি রকেট
কম খরচে মহাকাশযাত্রার লক্ষ্যে গবেষণা চালাচ্ছে স্পেনের পিএলডি স্পেসছবি: PLD Space

পর্দায় প্রচণ্ড ধোঁয়া আর উত্তেজনা এবং উচ্ছ্বাসে ভরা এক কাণ্ড! সব কৃতিত্ব কলেজ জীবনের দুই বন্ধুর৷ বছরখানেক আগে তাদের স্টার্টআপ পিএলডি স্পেস বেশ সাড়া জাগিয়েছিল৷ তাদের ছোট্ট রকেটের সফল উৎক্ষেপণ ইউরোপের বেসরকারি মহাকাশ খাতে এক নতুন মাইলফলক৷ 

পিএলডি স্পেসের সহপ্রতিষ্ঠাতা রাউল ভের্দু এই বিষয়ে বলেন, ‘‘অবিশ্বাস্য অভিজ্ঞতা৷ আমরা বিশ্বকে দেখিয়েছি যে, আমরা এমন কিছু করতে পারি যা তাত্ত্বিকভাবে অসম্ভব৷''

বেসরকারি মহাকাশ গবেষণার কেন্দ্র হচ্ছে আলিকান্তের কাছের এলছে৷ এই এলাকাটি মহাকাশ গবেষণার চেয়েও বেশি পরিচিত পাম ট্রির জন্য৷ সংস্থাটির প্রতিষ্ঠাতারা কলেজ জীবনের বন্ধু৷ রাউল ভের্দু বলেন, ‘‘আমরা স্পেস গিক ছিলাম৷ আমরা কলেজে মডেল রকেট বানাতে বানাতে মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেস এক্স এবং ব্লু অরিজিনের মতো প্রতিষ্ঠানের উত্থান দেখছিলাম৷''

রকেট ডিজাইনের লম্বা পথ

প্রকৃত রকেটের ডিজাইন করা অনেক লম্বা এবং বন্ধুর পথ৷ প্রতিষ্ঠাতারা প্রাথমিক তহবিল সংগ্রহ করেছিলেন তাদের বন্ধু, প্রতিবেশী এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে৷ বেসরকারি এবং রাষ্ট্রীয় বিনিয়োগকারীরা শুরুতে তাদের সহায়তা করেনি৷ 

পিএলডি স্পেসের আরেক সহপ্রতিষ্ঠাতা রাউল ত্যরেস বলেন, ‘‘তারা বলেছিল এটা সম্ভব নয় কারণ আমাদের অভিজ্ঞতা নেই৷ তাছাড়া এটা অনেক ব্যয়বহুল এবং জটিল৷ অন্যরা চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে৷ কিন্তু আমরা ঝুঁকি নিয়েছি৷''

তাদের অদম্য আগ্রহ এক পর্যায়ে বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে৷ ফলে প্রতিষ্ঠাতারা নিজেদের যন্ত্র তৈরির জন্য পর্যাপ্ত তহবিল সংগ্রহে সক্ষম হন৷ কিন্তু চার বছর আগে পরীক্ষার সময় এটিতে বিস্ফোরণ ঘটে৷

রাউল ভের্দু বলেন, ‘‘এটা আসলেই আমাদের আস্থা এবং বিশ্বাস্যতা ক্ষতিগ্রস্ত করেছে৷ আমরা কঠিন পরিস্থিতিতে পড়ে কর্মী ছাঁটাই করি৷ যেকোনো উদ্যোক্তার জন্য বিষয়টি খুব কষ্টের৷''

নিরলস চেষ্টা

দলটি অবশ্য আশা ছাড়েনি৷ পরের পরীক্ষা নিখুঁত হওয়া অবধি চেষ্টা চালিয়ে গেছে৷ ফলে তাদের সন্তুষ্টি স্পষ্ট দেখা যাচ্ছে৷

আত্মবিশ্বাস ফিরে পাওয়ায় তারা আরো বড় কিছু করতে উদ্যোগী হয়েছেন৷ বর্তমানে তারা মিউরা ৫ নিয়ে ব্যস্ত - এটি এমন এক রকেট যা ৬০০ কেজি অবধি পণ্য পরিবহণে সক্ষম হবে৷ এক বছরের মধ্যে এই রকেট তৈরি সম্পন্ন করতে চায় আড়াইশ কর্মীর দলটি৷ পিএলডি স্পেসের সহপ্রতিষ্ঠাতার দাবি তারা এক্ষেত্রে ইউরোপের নেতা৷ 

রাউল ভের্দু বলেন, ‘‘আমরা আমাদের শিল্পে সবচেয়ে নির্ভরযোগ্য সেবা প্রদান করি৷ অন্যভাবে বললে আমরা আমাদের শিল্পের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান৷ কোনো রকম দুর্ঘটনা ছাড়াই প্রথম লঞ্চটিতে আমরা সর্বাধুনিক এবং নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহার করেছি৷''

এবং তাদের উচ্চাকাঙ্খা এখানেই শেষ হয়ে যায়নি৷ আগামী বছরগুলোতে পিএলডি স্পেস আরো ভারী যান কক্ষপথে পাঠাতে চায়৷ ২০২৮ সাল নাগাদ তাদের রকেট আর পানিতে নয় বরং স্পেস এক্সের মতো উলম্বভাবে মাটিতে অবতরণ করবে৷ আর তাতে তাদের ব্যবসা আরো লাভবান হবে৷ এমনকি তারা মহাকাশচারীদেরকেও মহাকাশে পাঠাতে চান৷ লিন্স প্রকল্পের আওতায় পাঁচজনকে বহনে সক্ষম রকেট তৈরি করা হচ্ছে৷

পিএলডি স্পেসের রাউল ভের্দুর কথায়, ‘‘আমাদের পরিকল্পনা শুনতে পাগলাটে মনে হবে পারে কিন্তু এগুলোতে ঝুঁকি কম৷ কারণ, আমরা ধাপে ধাপে আগাচ্ছি৷ মিউরা ১ থেকে মিউরা নেক্সট এবং পরর্বতী ধাপ৷ চূড়ান্ত অধ্যায় হবে ক্রুসহ লঞ্চ৷ কিন্তু এটা কালকেই নয়, দশ থেকে পনেরো বছরের মধ্যে হবে৷ বিষয়টি শুধুমাত্র কোনো নিজস্ব ভাবনা নয়, বরং বাজারের চাহিদার জবাব৷''

এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পিএলডি স্পেসের কাজ দেখাতে হবে৷ ২০২৫ সালের শেষ নাগাদ মিউরা ৫ লঞ্চ করতে চায় তারা৷ এক্ষেত্রে প্রথম উদ্যোগ ব্যর্থ হলে দ্বিতীয়বার চেষ্টার করার মতো তহবিল তাদের আছে৷ তবে সফল হলে ৬০০ মিলিয়ন ইউরোর ব্যবসা তাদের জন্য অপেক্ষা করছে৷

প্রতিবেদন: মার্কুস ব্যুহনিশ/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ