1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিশনহীন টেলিভিশন

সাইফুল হাসান
৫ জুলাই ২০১৯

বহুমুখী সংকটে বাংলাদেশের টেলিভিশন খাত৷ সহসা ঘুরে দাড়াবে এমন কোনো ইঙ্গিতও নেই৷ বরং খাতটির সর্বক্ষেত্রে অনিশ্চয়তা, হতাশা৷

Hamburg - Frau schaut TV in Hotel
ছবি: picture-alliance/dpa/C. Klose

বহুমুখী সংকটে বাংলাদেশের টেলিভিশন খাত৷ সহসা ঘুরে দাড়াবে এমন কোনো ইঙ্গিতও নেই৷ বরং খাতটির সর্বক্ষেত্রে অনিশ্চয়তা, হতাশা৷ পেশাদারিত্বের অভাব৷ দক্ষ ও মেধাবীরা কোণঠাসা৷ বেতন-বোনাস, বাড়তি সুযোগ-সুবিধার আলোচনার সুযোগও সীমিত৷ সৃজনশীলতা ও সৌন্দর্য প্রায় অনুপস্থিত৷ দেশে  চ্যানেল সম্প্রচারে আছে ৩০টি৷ এর মধ্যে ক'টি যে ঠিকঠাক ‘টেলিভিশন' হতে পেরেছে, সে এক বড় প্রশ্ন৷ এমন পরিস্থিতিতে পেশা ছেড়েছেন এবং ছাড়তে চান অনেকেই৷   

বেশিরভাগ টেলিভিশনে সময়মতো বেতন হয় না৷ গোপনে ও প্রকাশ্যে ছাটাই নিয়মিত ঘটনা৷ মানসম্মত অনুষ্ঠানের অভাব, অপ্রতুল আয়, দক্ষকর্মী-নতুন পরিকল্পনা ও বিনিয়োগের অভাবে চ্যানেলগুলোর অবস্থা করুণ৷ এ খাতের কর্মীদের বিরাট এক অংশ বিশ্বাস করে, টেলিভিশনে কোনো ভবিষ্যৎ নেই৷ এর সংকট অনিরাময়যোগ্য৷ তাছাড়া চ্যানেলগুলো কতটা গণমাধ্যম আর প্রচারমাধ্যম এ নিয়েও বিতর্ক প্রবল৷ টেলিভিশন গণমাধ্যম হলেও, পর্দাজুড়ে সামাজিক ও রাজনৈতিক সুবিধাভোগীদের দাপট৷ ‘গণ' উপস্থিতি নগন্য৷

দেশের বিজ্ঞাপনের  বাজার ছোট, সে তুলনায় চ্যানেল সংখ্যা অনেক বেশি৷ বেশিরভাগ যেখানে ব্যবসা করতে পারছে না, সেখানে বেশ ক'টি চ্যানেল আবার সম্প্রচারের অপেক্ষায়৷ এগুলো সম্প্রচারে এলে খাতটিতে কী অবস্থা তৈরি হবে? এগুলো চালাবে কারা? বিজ্ঞাপন পাবে কোথায়? লাইসেন্স প্রদানের সময় এসব ভাবা হয় না৷ বিবেচিত হয় লাইসেন্স কে চাচ্ছে! 

টেলিভিশন হচ্ছে ব্যবসা, যেখানে লাভ-লোকসানই শেষ কথা৷ অথচ সম্প্রচারে থাকা চ্যানেলগুলো বেশিরভাগই ‘দিন আনি দিন খাই'র মতো অবস্থা৷ তা-ও বেশিরভাগের চলতে-চালাতে কষ্ট হচ্ছে৷ কারণ, কারো কোনো বিশেষত্ব নেই৷ প্রায় সবার অনুষ্ঠান বা খবর একই রকম৷ এমনকি ধরনও৷ লোগো ছাড়া কাউকে আলাদা করা কঠিন৷ খাতটির কর্মীরা হতাশাগ্রস্থ এবং বহুভাগে বিভক্ত৷ পেশাদারিত্বের অভাব প্রকট৷ এর ওপর আন্তর্জাতিক টেলিভিশনের আগ্রাসনে স্থানীয়রা কোণঠাসা৷ সবমিলিয়ে সম্প্রচারখাত ভয়ানক চাপে, যা মোকাবিলায় প্রয়োজন সরকারি ও খাতসংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ৷

সাইফুল হাসান, সাংবাদিকছবি: privat

বিজ্ঞাপননির্ভর টেলিভিশন খাত এখন কোথাও নেই৷ ভারতেও এই অভিজ্ঞতা প্রায় এক দশকের৷ টেলিভিশনগুলোর প্রধান আয়ের খাত হচ্ছে সাবস্ক্রিপশন বা গ্রাহক ফি, যেখানে বিজ্ঞাপনের হিস্যা ৪০ শতাংশেরও কম এবং দিন দিন তা আরো কমছে৷ সেখানে বাংলাদেশের চ্যানেলগুলো পুরোটাই বিজ্ঞাপননির্ভর৷ ধারণা করা হয়, সম্প্রচার মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের বাজার ১ হাজার কোটি টাকা বা তার কিছু বেশি৷ এর একটা অংশ আবার চলে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে৷ অন্যদিকে অভিযোগ আছে, ভারতে বিজ্ঞাপন পাচার হচ্ছে, যা নিয়ে স্থানীয় টেলিভিশন মালিক ও কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ আছে৷

দুএকটি বাংলাদেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলে  প্রচারিত হয় সত্য, কিন্তু কত টাকার বিজ্ঞাপন ভারতে পাচার হচ্ছে, এর সঠিক কোনো তথ্য কোথাও নেই৷ তবে ভারতে বাংলাদেশি কিছু পণ্যের চাহিদা আছে৷ এবং বাস্তবতা হচ্ছে, যেসব ভারতীয় চ্যানেলে এ দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারিত হয়, ওই চ্যানেলগুলো বাংলাদেশে ভীষণ জনপ্রিয়৷ এর সুযোগটা নিচ্ছে বা নিয়েছে দেশি প্রতিষ্ঠানগুলো৷ ভারতীয় চ্যানেলে প্রচার বন্ধ হলে ওই বিজ্ঞাপন স্থানীয় চ্যানেলগুলো পাবে কিনা, তাতে টেলিভিশন খাতের আর্থিক সংকট কাটবে কিনা-এসব প্রশ্ন অমীমাংসিত৷

তবে বাংলাদেশে বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল আইনত অনুষ্ঠান প্রচার করতে পারে না৷ দুনিয়াজোড়া নিয়ম হচ্ছে, বিদেশি চ্যানেলের পরিবেশক বা ক্যাবল অপারেটররা ক্লিনফিড ডাউনলোড করবে, এরপর স্থানীয়ভাবে বিজ্ঞাপন সংগ্রহ করে তা অনুষ্ঠানের মধ্যে প্রচার করবে৷ আইনত অপারেটর বা পরিবেশকদের সে সুযোগও এখানে নেই৷ সবমিলিয়ে শুরু থেকে এদিকটায় নজর না দেয়ায় বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনসহই অনুষ্ঠান প্রচার করে আসছে৷ ফলে প্রচুর রাজস্ব হারাচ্ছে সরকার. যা বন্ধে সম্প্রতি ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করেছে৷ যার তীব্র বিরোধিতা করে ‘ক্যাবল নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬' সংশোধনের দাবি জানিয়েছেন ক্যাবল অপারেটররা৷

বাস্তবতা হচ্ছে, ক্লিন ফিডের যে দাম তা কেনার সামর্থ্য স্থানীয় গ্রাহকদের নেই৷ অন্যদিকে, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার আইনের লংঘন৷ এ অবস্থায় আইন সংশোধন করতেই হবে৷ অন্যথায় পাইরেটেড চ্যানেল চালাবে অপারেটরা৷ কারণ, স্থানীয় দর্শকদের কাছে বিদেশি (ভারতীয়) চ্যানেলগুলোর চাহিদা ব্যাপক৷ এ অবস্থায় আইন সংশোধন না হওয়া পর্যন্ত বিদেশি টেলিভিশনের ল্যান্ডিং ফি বাড়িয়ে কয়েক কোটি টাকা করা এবং প্রচারিত বিজ্ঞাপনের আয়ের হিস্যা দাবি করতে পারে সরকার৷

দর্শক, স্থানীয় চ্যানেল কেন দেখবে খাত সংশ্লিষ্টদের সেই আত্নজিজ্ঞাসার মুখোমুখি হওয়া প্রয়োজন৷ স্মরণে রাখা উচিত, অনুষ্ঠান ভালো না হলে, দর্শক টিভি দেখবে না৷ কারণ, তার সামনে অনেক বিকল্প৷ দর্শক নেই মানে বিজ্ঞাপনও নেই৷ বিজ্ঞাপন না এলে আয় বন্ধ৷ আয় না হলে বেতন-বোনাস, সুযোগ-সুবিধা সব বন্ধ৷ ফলাফল কর্মী ও প্রতিষ্ঠানের রুগ্নতা অনিবার্য৷ এ অবস্থা ঠেকাতে কন্টেন্টকে ন্যুনতম আন্তর্জাতিক মানে নিয়ে যেতেই হবে৷ কন্টেন্ট ও মানবসম্পদে বিনিয়োগ এবং কর্মীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে৷ মালিকদের ‘টেলিভিশন'কে সিকিউরিটি নয়, ব্যবসা হিসেবে নিতে হবে৷

পাশাপাশি টেলিভিশন খাতকে রক্ষায় বিজ্ঞাপন নির্ভরতা কমাতে ডিজিটাইজেশনে যেতেই হবে৷ ডিজিটাল বাংলাদেশে অ্যানালগ টেলিভিশন চলা উচিত নয়৷ পাশাপাশি খাতটির কর্মীদের উজ্জিবীত করতে আইনীভাবে চাকরি, বেতন ভাতা ও সবরকমের ঝুঁকি থেকে সুরক্ষার নিশ্চয়তার দিতে হবে৷ মালিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও উদ্যোগেই কেবল খাতটিকে সব সংকট থেকে মুক্তি দিতে পারে৷

সীমিত সামর্থ্যের মধ্যেও গণতন্ত্র, মানবাধিকার, জবাবদিহিতা, সুশাসনের প্রশ্নে স্থানীয় চ্যানেলগুলোতে অনেক ভালো কাজ হয়েছে এবং হচ্ছে৷ এজন্য সম্প্রচার মাধ্যমের কাছে পুরো জাতির কৃতজ্ঞ থাকা উচিত৷ সব সংকটই নতুন সম্ভাবনা ও পথ নির্দেশ করে৷ বাংলাদেশের টেলিভিশন খাতেও নতুন দিনের শুরু হবে এই স্বপ্নটাই দেখছি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ