1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমাজ পরিবর্তনে ‘মিম’

১২ এপ্রিল ২০১৪

ভিয়েতনাম একটা কমিউনিস্ট দেশ৷ সেখানে এখনো দিনে দু’বার মাইকে সরকারি খবর বাজিয়ে শোনানো হয়৷ সেদেশের সবগুলো গণমাধ্যম সরকার নিয়ন্ত্রিত৷ এমন একটা দেশে পরিবর্তন আনছে ‘মিম’৷

ছবি: Tuan Nguyen/UNESCO

মিম বিষয়টা সহজে বুঝতে একটা উদাহরণ দেয়া যেতে পারে৷ ক'দিন আগে ভিয়েতনামে টিকা খাওয়ানোর পর বেশ কিছু শিশুর মৃত্যু ঘটে৷ এর ফলে দেশটির স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে৷ তবে কমিউনিস্ট একটা দেশে যেহেতু সহজে সরকারের বিরুদ্ধে যাওয়া যায় না, তাই সাহায্য নেয়া মিমের৷ স্বাস্থ্যমন্ত্রীর একটি ছবিতে ‘আমি ছাড়া শেষকৃত্য পরিচালনা কোম্পানিগুলো কীভাবে চলতো' লিখে সেটা ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়৷ এটাই হলো মিম৷ ছবি ছাড়াও মিম হতে পারে একটা ভিডিও ক্লিপ বা ওয়েবসাইট কিংবা শুধু একটা শব্দ, যেটা ইচ্ছে করেই ভুল বানানে লেখা৷ তবে মিমের বিশেষত্ব হলো সেটা সামাজিক যোগাযোগের মাধ্যম কিংবা ব্লগ বা ই-মেলের মাধ্যমে অনলাইনে ছড়িয়ে দিতে হবে৷

ভিয়েতনামের মতো কমিউনিস্ট দেশে মিমটা বেশ কার্যকর প্রমাণিত হচ্ছে৷ কেননা সেখানে কেউ ব্লগ লিখলে সহজেই তাঁকে গ্রেপ্তার করা যেতে পারে এবং সেই ব্লগটা ‘ব্লক' করে দেয়া যেতে পারে৷ কিন্তু মিমের মাধ্যমে একটা বিষয় খুব দ্রুতই ছড়িয়ে পড়তে পারে৷ তাছাড়া এটা ‘ডিলিট' করা বা মুছে দেয়াটা কঠিন৷ কারণ সরকার সাধারণত ‘কিওয়ার্ড সার্চ অ্যালগরিদম' ব্যবহার করে আপত্তিকর শব্দ মুছে ফেলার ব্যবস্থা করে৷ কিন্তু এর মাধ্যমেতো আর আপত্তিকর ছবি খুঁজে পাওয়া সম্ভব নয়৷ সেজন্য চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ‘ওয়াইবো'-তে যখন চীনা শিল্পী আই ওয়ে ওয়ের নাম ব্লক করে দেয়া হয় তখন ব্যবহারকারীরা ওয়েওয়ের জায়গায় সূর্যমুখীর বীজ ব্যবহার করা শুরু করে৷ আই ওয়ে ওয়ের একটি চিত্রকর্মে এই বীজের ব্যবহার রয়েছে৷

মার্কিন লেখক আন জিয়াও মিনা মিমের নাম দিয়েছেন ‘স্ট্রিট আর্ট অফ দ্য ইন্টারনেট'৷ তিনি এটাকে স্বৈরশাসকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ মনে করেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ