1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ কিনুন

৬ জুলাই ২০১৪

ভিয়েতনামের বাত ত্রাং গ্রামে বিশ্বকাপের ছড়াছড়ি৷ মাত্র ৩ ডলারে পাওয়া যাচ্ছে বিশ্বকাপ৷ উচ্চতা ঠিক ৩৬ সেন্টিমিটার, ওজনটা শুধু ফিফা বিশ্বকাপের চেয়ে একটু কম৷

Fußball WM 2014 Brasilien Symbolbild Halbfinale Brasilien - Deutschland
ফাইল ফটোছবি: AFP/Getty Images

ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে বাত ত্রাং গ্রাম৷ সেখানে অনেক মৃৎশিল্পীর বাস৷ মাটি দিয়ে এটা-ওটা বানিয়ে বিক্রি করাই তাঁদের পেশা৷ গ্রামে গেলে এখনো চোখে পড়ে রান্নাঘর আর ফুলের বাগানে কাজে লাগে এমন অনেক জিনিসপত্র৷ কিন্তু বিশ্বকাপ ২০১৪ শুরুর পর রাতারাতি বদলে গেছে গ্রামের চেহারা৷ এখন সেখানে শুধু বিশ্বকাপ আর বিশ্বকাপ৷ রাজধানী থেকে ছুটে আসছে অসংখ্য ব্যবসায়ী৷ সবারই চাই বিশ্বকাপ৷ দাম মাত্র ৩ ডলার!

বুদ্ধিটা প্রথমে এসেছিল ভুয়ং হং নিয়াৎ-এর মাথায়৷ নিজে ফুটবলভক্ত, তাই ভাবলেন বিশ্বকাপ মৌসুমে আর সব কিছুর পাশাপাশি বিশ্বকাপও বিক্রি করা যাক৷ মাটির বদলে ব্যবহার করলেন দালান-কোঠা তৈরিতে ব্যবহার্য প্লাস্টার৷ তা দিয়ে তৈরি করলেন ফিফা বিশ্বকাপের আদলে, ঠিক ৩৬ মিটার উচ্চতার এক ট্রফি৷ ওপরে স্প্রে করা হলো সোনালি রং৷ ব্যস, হয়ে গেল!

বিক্রি এত ভালো হচ্ছিল যে ভুয়ং হং নিয়াৎ-এর দেখাদেখি গ্রামের অন্যরাও নেমে পড়ল বিশ্বকাপ তৈরিতে৷ এ মুহূর্তে মোট ২৪টি পরিবার বিশ্বকাপ তৈরি করে হ্যানয়ের পাইকারি ব্যবসায়ীদের চাহিদা মেটাচ্ছে৷

প্রতিদিন গড়ে ৫০টি ট্রফি তৈরি করেন ভুয়ং হং নিয়াৎ৷ সে হিসেবে দিনে অন্তত দেড়শ ডলার আয় হয় তাঁর৷ ক্রেতারা এই ট্রফি নিয়ে কী করেন? কেউ জানলায় সাজিয়ে রাখেন, কেউ রাখেন টেবিলে, কেউবা শো-কেসে৷ ঘরে একটা বিশ্বকাপ থাকা তো দারুণ ব্যাপার, তাইনা? হোক না নকল!

এসিবি/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ