ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে বাত ত্রাং গ্রাম৷ সেখানে অনেক মৃৎশিল্পীর বাস৷ মাটি দিয়ে এটা-ওটা বানিয়ে বিক্রি করাই তাঁদের পেশা৷ গ্রামে গেলে এখনো চোখে পড়ে রান্নাঘর আর ফুলের বাগানে কাজে লাগে এমন অনেক জিনিসপত্র৷ কিন্তু বিশ্বকাপ ২০১৪ শুরুর পর রাতারাতি বদলে গেছে গ্রামের চেহারা৷ এখন সেখানে শুধু বিশ্বকাপ আর বিশ্বকাপ৷ রাজধানী থেকে ছুটে আসছে অসংখ্য ব্যবসায়ী৷ সবারই চাই বিশ্বকাপ৷ দাম মাত্র ৩ ডলার!
পুরো বিশ্ব এখন বিশ্বকাপে বুঁদ৷ খেলোয়াড়দের মাঠের লড়াই কেবল গ্যালারিকেই রঙিন করছে না, হাজার মাইল দূরে বড় পর্দার সামনেও চলছে সমর্থকদের কান্না হাসির খেলা৷
ছবি: picture-alliance/APদেশের মাটিতে বিশ্বকাপ, গ্যালরিতে ব্রাজিলীয় এই তরুণীর সর্বাঙ্গে তাই জাতীয় পতাকার রঙ৷ প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল৷
ছবি: picture-alliance/dpaনিজের দেশের প্রথম ম্যাচ দেখতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল উড়ে গিয়েছিলেন ব্রাজিলে৷ পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে জার্মান ছেলেরা তাঁকে উপহার দিয়েছে ৪-০ গোলের জয়৷
ছবি: Fabrice Coffrini/AFP/Getty Imagesআর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন কাঁধে নিয়ে বলের পিছে লিওনেল মেসি৷ আর ভক্তরা তাঁকে রেখেছে মাথায় করে৷ বসনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গোল করে ভক্তদের মন রেখেছেন তিনি৷
ছবি: Getty Imagesসেরার মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে ব্রাজিলে গেছে স্পেন৷ কিন্তু প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ গোল খাওয়ার পর মাদ্রিদে জায়ান্ট স্ক্রিনের সামনে খেলা দেখতে বসা এই স্প্যানিশ সমর্থকদের চোখেমুখে কেবলই হতাশা৷
ছবি: Dani Pozo/AFP/Getty Imagesবিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে লজ্জায় ডুবিয়ে বিশ্বকাপ অভিযাত্রা শুরু করেছে নেদারল্যান্ডস৷ কেবল স্টেডিয়াম নয়, রিওর কোপাকাবানা সৈকতও সেই জয়ের আনন্দে হয়ে উঠেছে কমলা৷
ছবি: Reutersশেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েই শুরু হয়েছে ইটালির বিশ্বকাপ অভিযাত্রা৷ তবে বিশ্বকাপ বলে কথা! ইটালির এই সমর্থকের মুখে পতাকার রঙের প্রলেপ সেই টেনশন চাপা দিতে পারেনি৷
ছবি: picture-alliance/dpaদক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দুঃস্বপ্ন পেছনে ফেলে ব্রাজিলের মাটিতে প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স৷ খেলোয়াড়দের উৎসাহ যোগাতে এই ফরাসি সমর্থক মাঠে এসেছিলেন ভাইকিং সাজে৷
ছবি: Getty Imagesবড় পর্দায় বিশ্বকাপ চলছে টোকিও ডোমের সামনেও৷ তবে আইভরি কোস্টের বিপক্ষে প্রথম ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে পারেনি জাপানি খেলোয়াড়রা৷
ছবি: Getty Imagesক্যামেরুনের বিপক্ষে নিজের দেশের প্রথম ম্যাচ দেখতে পুরো স্বদেশকে যেন সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই মেক্সিকান সমর্থক৷ শেষ পর্যন্ত জয় নিয়েই গ্যালারি ছেড়েছেন তিনি৷
ছবি: Reutersগত ১২ জুন আরেনা দে সাও পাওলোতে বিশ্বকাপের উদ্বোধনে জাঁকজমকের কমতি ছিল না৷ তবে আমেরিকান ব়্যাপার পিটবুল ও জেনিফার লোপেজের কণ্ঠে বিশ্বকাপের গান ‘ওলে ওলা’ সাম্বার দেশের দর্শকদের মন ভরাতে পারেনি৷
ছবি: Getty Imagesশেষ হাসি কে হাসবে তা দেখতে পার করতে হবে টান টান উত্তেজনার একটি মাস৷ তবে গ্রিসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে জয়ের দিনে গ্যালারিতে দাঁড়িয়ে বিশ্বকাপের রেপ্লিকায় চুমু খেয়ে নিচ্ছেন কলাম্বিয়ার এই সমর্থক৷
ছবি: picture-alliance/AP
বুদ্ধিটা প্রথমে এসেছিল ভুয়ং হং নিয়াৎ-এর মাথায়৷ নিজে ফুটবলভক্ত, তাই ভাবলেন বিশ্বকাপ মৌসুমে আর সব কিছুর পাশাপাশি বিশ্বকাপও বিক্রি করা যাক৷ মাটির বদলে ব্যবহার করলেন দালান-কোঠা তৈরিতে ব্যবহার্য প্লাস্টার৷ তা দিয়ে তৈরি করলেন ফিফা বিশ্বকাপের আদলে, ঠিক ৩৬ মিটার উচ্চতার এক ট্রফি৷ ওপরে স্প্রে করা হলো সোনালি রং৷ ব্যস, হয়ে গেল!
বিক্রি এত ভালো হচ্ছিল যে ভুয়ং হং নিয়াৎ-এর দেখাদেখি গ্রামের অন্যরাও নেমে পড়ল বিশ্বকাপ তৈরিতে৷ এ মুহূর্তে মোট ২৪টি পরিবার বিশ্বকাপ তৈরি করে হ্যানয়ের পাইকারি ব্যবসায়ীদের চাহিদা মেটাচ্ছে৷
প্রতিদিন গড়ে ৫০টি ট্রফি তৈরি করেন ভুয়ং হং নিয়াৎ৷ সে হিসেবে দিনে অন্তত দেড়শ ডলার আয় হয় তাঁর৷ ক্রেতারা এই ট্রফি নিয়ে কী করেন? কেউ জানলায় সাজিয়ে রাখেন, কেউ রাখেন টেবিলে, কেউবা শো-কেসে৷ ঘরে একটা বিশ্বকাপ থাকা তো দারুণ ব্যাপার, তাইনা? হোক না নকল!
এসিবি/এসবি (ডিপিএ)