1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার বলছে ‘চুপ করো'

১৪ জুন ২০১৩

সাবেক সরকারি কর্মকর্তা তিনি৷ অবসর জীবনেও বসে থাকেননি৷ ব্লগ লিখে জানাতেন ক্ষোভ, আনন্দ, দুঃখ, বেদনা-সব৷ সেখানে সরকারের সমালোচনা করতে গিয়েই ডেকে এনেছেন বিপদ৷ ফাম ভিয়েত দাও তাই এখন জেলে৷

Das undatierte Foto zeigt die Vietnamesin Ta Phong Tan, die verhaftet wurde, weil sie in Blogs Korruption im Polizeiapparat und unfaire Gerichtsurteile angeprangert hat. Ihre verzweifelte Mutter verbrannte sich. Der vietnamesische Einparteienstaat hasst freie Meinungsäußerung. Schikanen gegen Kritiker nehmen zu. Foto: dpa (zu dpa-Korr: "Vietnam hat Blogger im Visier - Familien werden schikaniert" vom 07.08.2012)
ছবি: picture-alliance/dpa

৬১ বছর বয়সি এ ব্লগারকে ‘গণতান্ত্রিক স্বাধীনতার অমর্যাদা' করার অভিযোগে গ্রেপ্তার করেছে ভিয়েতনাম পুলিশ৷ গণতন্ত্রের মূল কথা যদি মত প্রকাশের স্বাধীনতা হয়, তাহলে সে দেশের সরকারের কাছে গনতন্ত্রের সংজ্ঞা কী সেটাই হতে পারে প্রশ্ন৷ কমিউনিস্ট শাসিত দেশটিতে অবাধ তথ্যপ্রবাহের বালাই নেই৷ হালে সামাজিক যোগাযোগের মাধ্যমে সব বয়সের মানুষ তথ্য এবং মত বিনিময় শুরু করায় সরকর যে মহা দুশ্চিন্তায় সেটা বোঝাই যায়৷ এ বছরের শুরুর পাঁচ মাসেই গ্রেপ্তার করা হয়েছে ৪৬ জন ব্লগার এবং সমাজ কর্মীকে৷ গত বছর সংখ্যাটা অনেক বেশি ছিল৷

ব্লগারদের গ্রেপ্তারের ঘটনা নতুন নয় ভিয়েতনামে...ছবি: dapd

গত মাসের শেষ দিকে গ্রেপ্তার করা হয় ৪৯ বছর বয়সি ব্লগার তুরুং দু নাথকে৷ সাংবাদিকতা ছেড়ে ব্লগ খুলে লেখালেখি শুরু করা তুরুংয়ের বিরুদ্ধে আনা হয় গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ৷

এদিকে এভাবে একের পর এক ব্লগার এবং ভিন্নমতাবলম্বী গ্রেপ্তার করে ভিয়েতনাম সরকার পড়ছে সমালোচনার মুখে৷ যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব দিয়ে আটক সবাইকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে৷ ভিয়েতনামের অর্থনীতিবিদ নগুয়ান কুয়াং এ সরকারের এমন স্বৈরাচারী আচরণ দেখে বলেছেন, ‘‘সরকার আসলে বলছে, তোমরা সবাই চুপ করো৷'' এমন ইঙ্গিত দিলেও লেখালেখি বন্ধ করে সবাই কিন্তু চুপ করে বসে থাকছে না!

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ