1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুটানের কাছে হার বাংলাদেশের জন্য ভাল খবর হতে পারে!

১১ অক্টোবর ২০১৬

হ্যাঁ৷ কারণটা হচ্ছে, সোমবার ভুটানের কাছে প্রথম হারের (১-৩) কারণে বাংলাদেশ আগামী ২০১৯ সালে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা হারিয়েছে৷ আর ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ৷

ফিফা ওয়েবসাইটের স্ক্রিনশট
ছবি: fifa.com

ফলে আগামী তিন বছর ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের আর কোনো খেলা খেলতে হবে না বাংলাদেশকে৷ ঢাকার এক জাতীয় দৈনিকে এমন তথ্যই প্রকাশিত হয়েছে৷ ভুটানের সঙ্গে হারের পর বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করতে গিয়ে তাই এক পর্যায়ে এই হার থেকে ভালো কিছু খুঁজে পাওয়ার আশা করেছেন প্রতিবেদক মাসুদ আলম৷ ফুটবলের সাম্প্রতিক হতাশার খবরগুলো একের পর এক উল্লেখ করে তিনি লিখেছেন, ‘‘ভুটান বিপর্যয় তাই এক দিক থেকে বড় উপকারই করেছে দেশের ফুটবলের৷ এই ‘মৃত' জাতীয় দল নিয়ে টানাটানি এবার বন্ধ হবে৷ এই দলের জন্য ঘরোয়া লিগ বন্ধ থাকে দিনের পর দিন৷ সব টাকা চলে যায় বিদেশি কোচদের বেতনে৷ যে কারণে দুই মাস ধরে বন্ধ স্থানীয়দের বেতন৷ ভুটান শিক্ষা মাথা পেতে এবার যদি কর্তারা টাকার সঠিক ব্যবহার করে তৃণমূলে নজর দেন৷ নতুন খেলোয়াড় তুলে এনে যদি নতুনভাবে শুরু করেন ফুটবলের পথচলা, সেই বরং ভালো!’’

অনেকটা এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন ফেসবুক ব্যবহারকারী আনারুল ইসলাম রানা৷ তিনি লিখেছেন, ‘‘এখন থেকে বাংলাদেশ তিন বছর ফিফা, এএফসির কোনো ম্যাচ পাবে না৷ সুতারাং ফুটবলে টাকা ঢালা বাদ দাও৷ বাফুফে'কে বিলুপ্ত ঘোষণা কর৷ সালাউদ্দিনদের বেতন ভাতা বন্ধ কর৷ সম্ভাবনাময় খেলাগুলোতে বিনিয়োগ কর৷ তিন বছর পরে তারা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে তবে আবার সব শুরু করা যাবে৷''

ফিফার সবশেষ ব়্যাংকিংয়ে ভুটানের অবস্থান ১৮৯, আর বাংলাদেশের ১৮৫ - যা এখন পর্যন্ত দেশের সবচেয়ে বাজে ব়্যাংকিং (উপরের ছবিটি খেয়াল করুন)৷ সোমবারের ম্যাচের আগে বাংলাদেশের সঙ্গে ভুটান ১১টি ম্যাচ খেলেছিল৷ তিনটিতে ড্র হয়েছিল আর বাকিগুলোতে জিতেছিল বাংলাদেশ৷ সেই ভুটানের সঙ্গে হারায় সমর্থকদের একটি অংশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের উপর বেশ ক্ষিপ্ত৷ তাঁরা তাঁর পদত্যাগ চেয়েছেন৷ জামান পায়েল লিখেছেন, ‘‘ফুটবল ফেডারেশন সভাপতিকে নাঙ্গা করে নান্না মুন্না বানিয়ে দিল ভুটান ফুটবল দল৷ ভুটান ৩ - বাফুফে সভাপতি ১৷ মনে রাখা দরকার যে ভালো খেলোয়াড় হলেই ভালো সংগঠক হওয়া যায় না৷'' ফিরোজ আহমেদ লিখেছেন, ‘‘বাংলাদেশ ফুটবল দল আর কত ব্যর্থ হলে, বাফুফে সভাপতি সফলতা লাভ করবেন? ব্যর্থতারও একটা শেষ আছে!''

তবে ফুটবলের এমন অবস্থার জন্য খেলোয়াড়দেরও দায়ী করছেন অনেকে৷ মনিরুল ইসলাম বাবু লিখেছেন, ‘‘... বাংলাদেশের ফুটবলাররা ওভাররেটেড৷ এরকম মানের খেলোয়াড়দের আয় বছরে কখনো ৩০-৪০ লক্ষ টাকা হতে পারেনা, হওয়া উচিতও নয়৷ ফুটবলে উন্নত দেশগুলোতে এমন মানের ফুটবলাররা চাকরির পাশাপাশি ফুটবল খেলে৷ অথচ আমাদের দেশে ফুটবলের উন্নতির জন্য কোনো কোচ যদি খেলোয়াড়দের একটু বেশি পরিশ্রম করিয়ে নেয়, তাহলে তাঁকে বিদায় হতে হয়৷ ব্রাজিলিয়ান কোচের বেলায় যেটা হয়েছিল৷''

এক টুইটার ব্যবহারকারীও ফুটবলারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তিনি বর্তমান খেলোয়াড়দের একেবারে বাদ দিয়ে তরুণ ফুটবলার খুঁজে তাঁদের দিয়ে নতুন করে জাতীয় দল গঠন করার প্রস্তাব দিয়েছেন৷

অবশ্য ফয়সল সিজার এমন ফলাফলে অবাক হননি৷ তিনি বলছেন, বাফুফে শুধু কথা বলা ছাড়া আর কিছু করতে পারে না৷ ‘‘আর কখনও বলবেন না যে, আমাদের ফুটবলের ভবিষ্যৎ আছে৷ অর্থ আর সময়ের অপচয়,'' লিখেছেন সিজার৷

এদিকে, ভুটানের কাছে হারের মাধ্যমে বাংলাদেশে ফুটবলের কালো অধ্যায় শুরু হলো বলে মন্তব্য করেছেন এসএম বাবলু৷ আরেক টুইটার ব্যবহারকারী অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সঙ্গে জাতীয় দলের খেলার প্রস্তাব দিয়েছেন৷

২০১৫ সালে বাংলাদেশের ফুটবলের দুরবস্থার খবর এক নজরে জানা যাবে বাফুফের এই টুইট থেকে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

প্রিয় পাঠক, ভুটানের কাছে হারের পর আপনার যা মনে হয়েছে তা জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ