খেলা শুরুর আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে বাজলো উত্তর কোরিয়ার জাতীয় সংগীত৷ ইন্দোনেশিয়ায় খেলতে গিয়ে এমনই অভিজ্ঞতা হলো দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের৷
বিজ্ঞাপন
নিয়মমাফিক খেলা শুরুর আগে সবাই জাতীয় সংগীতের জন্য প্রস্তুত৷ তৈরি খেলতে নামা দল দক্ষিণ কোরিয়া ও জর্ডান৷
হঠাৎ দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে বেজে উঠলো উত্তর কোরিয়ার জাতীয় সংগীত৷
বুকে হাত দিয়ে নিজের দেশের গান গাইতে তৈরি দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা রীতিমতো হতবাক!
ইন্দোনেশিয়ার রাজধানী, জাকার্তার কাছে পেট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে এএফসি অনুর্ধ্ব-১৯ বাছাইপর্বের খেলার আগে ঘটেছে এ ঘটনা৷
বাজার কথা দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত ‘এগুকা', কিন্তু তা না হয়ে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজার কারণে খেলা শেষ হবার পর প্রতিবাদ করেছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা৷
জানা গেছে, ইতিমধ্যে এশিয়ান ফুটবল কনফেডেরেশন (এএফসি)-র কাছে লিখিতভাবে প্রতিবাদও জানিয়েছে এশিয়ার ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়া৷
কার ভুলে ঘটলো এমন অঘটন তা যদিও এখনো পরিষ্কার নয়, কিন্তু আয়োজকরা দোষ চাপাচ্ছেন শব্দ বিভাগের ওপরেই৷
জার্মানির বিদায়ে কান্নার রোল
বিশ্বকাপের সবচেয়ে সফল দল জার্মানি বিদায় নিয়েছে প্রথম রাউন্ডেই৷ ভাবা যায় ! গত দুই দশকে মোট চারটি বিশ্বকাপে আগের আসরের চ্যাম্পিয়ন দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো৷ বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপ কি তবে অপয়া?
ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত একটুখানি আশা নিয়ে ছলছল চোখে স্ক্রীণে তাকিয়ে তারা৷
ছবি: Getty Images/AFP/J. MacDougall
হলো না
শেষ রক্ষা হলো না৷
ছবি: Reuters/H. Hanschke
ভেজা চোখের ভালোবাসা
এমন তো হবার কথা ছিল না৷
ছবি: Getty Images/AFP/MacDougall
বিদায়, বিশ্ব চ্যাম্পিয়ন!
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে জার্মানি৷ বিশ্বকাপের আগের আসরের চ্যাম্পিয়ন হিসেবে পরের আসরে বিদায় নেওয়ার ঘটনা এটিই প্রথম নয়৷ ২০১০ সালে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে তার আগের আসরের চ্যাম্পিয়ন ইটালি এবং ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল তার আগের বারের চ্যাম্পিয়ন স্পেন৷ ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সেরও পরের আসরে একই পরিণতি হয়েছিল৷
ছবি: Reuters/D. Martinez
ভাঙ্গা হৃদয়
প্রিয় দলের এমন ভরাডুবি মেনে নেয়া কঠিন৷
ছবি: Reuters/P. Olivares
হতাশায় জর্জরিত
বিশ্বকাপের আনন্দটাই বুঝি মাটি হয়ে গেল৷
ছবি: Reuters/J. Sibley
যারা দুঃস্বপ্ন দেখালো জার্মানদের
জার্মানি-কোরিয়া ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ ছিল গোলশূন্য৷ দুটি গোলই হয়েছে অতিরিক্ত সময়ে৷ ৯৩ মিনিটে গোল করেন কিম ইয়ং গুয়ান এবং ৯৬ মিনিটে স্ট্রাইকার সং৷
ছবি: Reuters/J. Sibley
জার্মান ফুটবল ঐতিহ্য
১৯৩৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডর আগেই এবং ১৯৭৮ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলো জার্মানি৷ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি চারবার দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে৷ একবার চতুর্থ স্থান পেয়েছে৷ ২০ টি বিশ্বকাপের দুটি বাদে সবকয়টিতে অংশ নেওয়া জার্মানি এবারের আসরের আগে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ছিল৷
ছবি: DW/A. Islam
পারলেন না ক্রুস
আগের ম্যাচে সুইডেনের বিপক্ষে টনি ক্রুসের শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি৷ সেই সুইডেনই অবিশ্বাস্যভাবে মেক্সিকোকে তিন গোল দিয়ে দেয়৷ অন্য ম্যাচে জার্মানিও ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কাছে বিশ্বকাপে হারে৷
ছবি: Reuters/M. Dalder
নয়ার
নয়ারের কান্না রুখবে কে?
ছবি: Reuters/D. Martinez
লাভ হলো না ল্যোভের
খেলোয়াড়দের কী সান্তনা দেবেন কোচ ইওয়াখিম ল্যোভ?
ছবি: Reuters/M. Dalder
বিমর্ষ জার্মান দল
পরাজয়ের পর বিমর্ষ ইয়োখিম কোচ ইওয়াখিম ল্যোভ ও জার্মান দলের খেলোয়াড়রা
ছবি: Reuters/M. Dalder
15 ছবি1 | 15
‘‘মহড়ার সময়ে ঠিক গান বাজলেও মূল সময়ে ভুল গান বেজে যায়৷ যে ব্যক্তি এই ভুলটি করেন, তাঁকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে৷ কিন্তু এএফসি-র উচিত ছিল এ বিষয়ে আরো সচেতন থাকা', জানান মিডিয়া সমন্বয়কারীদের একজন৷
চলতি বছরে দুই কোরিয়ার সম্পর্ক কিছুটা হলেও উন্নতির দিকে৷ এ বছরেই তিনবার দেখা করেছেন দুই দেশের শীর্ষ নেতা কিম জং উন ও মুন জে-ইন৷
১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পর থেকেই দক্ষিণ ও উত্তর কোরিয়া খাতায়-কলমে এখনো যুদ্ধরত, কারণ, তাদের মধ্যে কোনো শান্তি চুক্তি এখনো হয়নি৷
কিন্তু সম্পর্কে উন্নতি হলেও খেলার ময়দানে এমন বিভ্রাট কোনো কোরিয়ার কাছেই নতুন নয়৷
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের অলিম্পিক ফুটবলের গ্রুপ ম্যাচে উত্তর কোরিয়ার নারী ফুটবল দল তাঁদের দেশের পতাকার বদলে দক্ষিণ কোরিয়ার পতাকা ওড়ানোয় মাঠ ছেড়ে চলে যায়৷