1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যা বললেন নতুন ‘মিস ইউনিভার্স’

২১ ডিসেম্বর ২০১৫

২০১৫ সালের ‘মিস ইউনিভার্স’ হয়েছেন জার্মানিতে জন্ম নেয়া ফিলিপাইনের ২৬ বছর বয়সি অভিনেত্রী ও মডেল পিয়া আলোন্সো ভুর্টৎসবাখ৷ তবে তার আগে হয়ে গেছে নাটকীয়তা৷

USA Wahl Miss Universe in Las Vegas
ছবি: picture alliance/PictureGroup/F. Micelotta

টেলিভিশনে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে উপস্থাপক স্টিভ হার্ভি প্রথমে মিস ইউনিভার্স হিসেবে মিস কলম্বিয়া আরিয়াদনা গুটিয়েরেস আরেভালোর নাম ঘোষণা করেন৷ এরপর তাঁর মাথায় মুকুটও পরিয়ে দেয়া হয়৷ কিন্তু তারপরই উপস্থাপক জানান যে তিনি ভুল করেছেন! ভুল করে তিনি প্রথম রানার আপকে মিস ইউনিভার্স বলে ঘোষণা করেছেন৷ পরে পিয়া আলোন্সো ভুর্টৎসবাখের মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরানো হয়৷


বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে৷ উপস্থাপক স্টিভ হার্ভে টুইট করে ক্ষমা প্রার্থনা করেছেন৷


তবে উপস্থাপক কীভাবে এমন ভুল করলেন সেই প্রশ্ন তুলেছেন একজন৷ আরেকজন অবশ্য ভুল স্বীকারের বিষয়টির প্রশংসা করেছেন৷


এদিকে, যে কার্ড দেখে উপস্থাপক বিজয়ীর নাম ঘোষণা করেছেন সেটি শেয়ার করে একজন টুইটার ব্যবহারকারী বলেন, কার্ডটিতে ‘এলিমিনেশন’ বানানটি ভুলভাবে লেখা রয়েছে৷ ‘এটা স্টিভের ভুল নয়৷ কার্ডের নকশাটিই দূর্বল৷’’


নতুন মিস ইউনিভার্স ভুর্টৎসবাখ বিষয়টিকে ‘ভেরি নন-ট্র্যাডিশনাল ক্রাউনিং মোমেন্ট’ বলে আখ্যায়িত করেন৷ প্রতিযোগিতার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে


প্রয়েশ মনে করেন, ‘‘ভুল বিজয়ীর নাম ঘোষণা করা এক জিনিস আর তাঁকে মুকুট পরিয়ে আবার খুলে নেয়া অন্য আরেক বিষয়...৷’’


ভুল করে হলেও মিস কলম্বিয়া আরেভালো তিন মিনিটের জন্য মিস ইউনিভার্স হয়েছিলেন!


সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ