1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুয়া জাতীয় পরিচয়-পত্র

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ এপ্রিল ২০১৪

বাংলাদেশে ভুয়া জাতীয় পরিচয়-পত্র নিরাপত্তা এবং আর্থিক খাতসহ নানা খাতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ এই ভুয়া জাতীয় পরিচয়-পত্র তৈরিতে একাধিক গ্রুপ সক্রিয় সারা দেশে৷ তারা প্রতিটি পরিচয়-পত্র ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করে৷

Bangladesch Dhaka Wahlkommission Gebäude
ছবি: DW

ঢাকা মহানগর পুলিশের একটি দল দু'দিন আগে টঙ্গী এলাকা থেকে ৫৩ হাজার ভুয়া জাতীয় পরিচয়-পত্র বা ভোটার আইডি কার্ডসহ তিনজনকে তাদের কারাখানা থেকে আটক করে৷ তাদের কাছ থেকে কম্পিউটার, প্রিন্টার, কাগজ এবং ৩৬ হাজার ছবিও উদ্ধার করা হয়৷ তারা প্রায় দুই বছর ধরে এই জাতীয় পরিচয়-পত্র তৈরি করে প্রতিটি ৩০ টাকা করে বিক্রি করে আসছিল৷ গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তারা পুলিশেকে জানিয়েছে যে, প্রধানত মোবাইল ফোনের সিম বিক্রেতারা তাদের কাছ থেকে পাইকারি হিসেকে এ সব পরিচয়-পত্র কেনেন৷
বাংলাদেশে এখন মোবাইল ফোনের সিম, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্টসহ নানা কাজে জাতীয় পরিচয়-পত্র বাধ্যতামূলক৷ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে বাংলাদেশে মোবাইল ফোনের ৭০ লাখ সিম ভুয়া পরিচয়-পত্র ব্যবহার করে কেনা হয়েছে৷ আদালত গত মাসে এ সব সিম বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়৷ ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান, ‘‘এই সব সিম ব্যবহার করে অপরাধীরা নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে৷ ভুয়া জাতীয় পরিচয়-পত্র ব্যবহার করে সিম নেয়ার কারণে তাদের চিহ্নিত করা প্রায় অসম্ভব৷'' তিনি জানান, ‘‘চাঁদাবাজি ও হুমকিসহ নানা অপরাধে এ সব সিম ব্যবহার করা হয়৷''

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম জানান, ‘‘ব্যাংক অ্যাকাউন্ট খুলতে তারা এখন প্রাথমিক শনাক্তকরণের জন্য জাতীয় পরিচয়-পত্রকে গুরুত্ব দেন৷ সেক্ষেত্রে পরিচয়-পত্র ভুয়া হলে তা আর্থিক খাতের জন্য উদ্বেগ জনক৷'' পাসপোর্টের ক্ষেত্রেও একই অবস্থা বলে জানা গেছে৷ তাঁরা জানান, জাতীয় পরিচয়-পত্র জাল না আসল তা পরীক্ষা করার সহজ কোনো ব্যবস্থা নেই৷

জাতীয় পরিচয়-পত্র প্রকল্পের পরিচালক মোহসীন আলী জানান, ‘‘এটা জাল করা কঠিন কোনো কাজ নয়৷ কারণ এতে তেমন কোনো নিরপত্তা ফিচার নেই, যা নকল করা যায় না৷'' আটক অপরাধীরা জানিয়েছেন যে, পরিচয়-পত্রের জন্য ছবি তারা সংগ্রহ করেন বিভিন্ন ফটো স্টুডিও থেকে টাকার বিনিময়ে৷ এছাড়া বাকি যা প্রয়োজন তা বাজারেই কিনতে পাওয়া যায়৷

পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, ‘‘তারা অভিযান অব্যাহত রেখেছেন৷ ঢাকার কদমতলা এলাকা থেকেও কয়েক হাজার জাল পরিচয়-পত্র উদ্ধার করা হয়েছে৷'' অন্যদিকে ঘটনার গুরুত্ব অনুধাবন করে তদন্তের জন্য দুটি সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে৷

পাসপোর্টসহ নানা কাজে জাতীয় পরিচয়-পত্র বাধ্যতামূলকছবি: dapd
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ