1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুয়া পর্নোগ্রাফি ব্যবহারের অনুমতি পেল তদন্তকারীরা

১৯ জানুয়ারি ২০২০

তদন্তের খাতিরে ভুয়া ও কম্পিউটারে তৈরি শিশু পর্নোগ্রাফি ব্যবহারের অনুমতি পেলেন জার্মানির তদন্তকারীরা৷ শুক্রবার সংসদে এ সংক্রান্ত আইন পাস হয়েছে৷

Symbolbild Pädophilen bei YouTube-Videos mit Kindern
ছবি: Imago/Ritzau Scanpix/Skaermbillede

শিশুদের প্রতি যৌনাসক্ত বা পেডোফিলদের ধরতে তদন্তকারীদের মাঝেমধ্যে বিভিন্ন পর্নো সাইটে ঢোকার প্রয়োজন পড়ে৷ এমন অনেক সাইটে প্রবেশের শর্ত হিসেবে শিশুদের অশ্লীল ছবি কিংবা ভিডিও আপলোড করতে হয়৷ সে কারণে তদন্তকারীরা এতদিন চাইলেও এসব ওয়েবসাইটে ঢুকতে পারতেন না৷

এই সমস্যার সমাধানে আইনে পরিবর্তন আনলেন সাংসদরা৷ ফলে এখন থেকে তদন্তকারীরা একজন বিচারকের অনুমতি নিয়ে ভুয়া শিশু পর্নোগ্রাফি ব্যবহার করতে পারবেন৷ এছাড়া তদন্তকারীদের বিশেষ প্রশিক্ষণও নিতে হবে৷

এছাড়া ‘সাইবার গ্রুমিং' আইন আরও শক্তিশালী করার পক্ষেও শুক্রবার ভোট দিয়েছেন জার্মান সাংসদরা৷ ফলে এখন থেকে কোনো পেডোফিল কোনো তদন্তকারীকে শিশু মনে করে তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করলে, সেটিও অপরাধ বলে বিবেচিত হবে৷

শিশুদের নিয়ে কাজ করা জার্মান সংস্থা ‘ডয়েচার কিন্ডারহিলফসভ্যার্ক' নতুন পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে৷ তবে আইনে আরও পরিবর্তন আনা উচিত বলেও মনে করছে তারা৷ ‘‘আইনে এমন পরিবর্তন ছাড়াও অনলাইনে সাইবার গ্রুমিং থেকে শিশুদের বাঁচাতে পুলিশ ও বিচার বিভাগে আরও তদন্তকারী নিয়োগ করা প্রয়োজন,'' বলে মনে করেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট আন্নে ল্যুটকেস৷ এছাড়া অনলাইনের বিপদ সম্পর্কে শিশুদের আরও সচেতন করার উদ্যোগ নেয়া প্রয়োজন বলেও মনে করছেন তিনি৷

মার্ক হালাম/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ