1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমধ্যসাগরে নিখোঁজ ৪৩ অভিবাসী, উদ্ধার ১২ বাংলাদেশি

৪ জুলাই ২০২১

ভূমধ্যসাগরে ১২০ জনের বেশি অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৪৩ জন নিখোঁজ রয়েছেন৷ বাংলাদেশি নাগরিকসহ বাকিদের উদ্ধার করেছে টিউনিশিয়া৷

সাম্প্রতিক সময়ে লিবিয়া ও টিউনিশিয়া থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ যাত্রা বেড়েছে৷ছবি: picture-alliance/ROPI/Cremaschi/Insidefoto

শুক্রবার টিউনিশিয়ার উপকূলবর্তী শহর জারজিস এর কাছে পৌঁছানোর পর নৌকাটি ডুবে যায়৷ গত সপ্তাহের শুরুর দিকে লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশে সেটি যাত্রা করেছিল৷  

রেড ক্রিসেন্টের কর্মকর্তা মুনজি সেলিম জানিয়েছেন, নৌকাটিতে ১২৭ জন অভিবাসী ছিলেন৷ কর্তৃপক্ষ ৮৪ জনকে উদ্ধারে সমর্থ্য হয়েছেন৷ এখনও নিখোঁজ রয়েছেন ৪৩ জন৷ টিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে ৪৬ সুদানি, ১৬ ইরিত্রিয়ান, ১২ বাংলাদেশি ও পাঁচজন মিশরীয় রয়েছেন৷ তাদের বয়স তিন থেকে ৪০ এর মধ্যে৷ তবে নিখোঁজদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন সে ব্যাপারে তথ্য পাওয়া যায়নি৷

উদ্ধারকৃতদের জারজিস বন্দরে স্থানান্তর করা হয়েছে৷ টিউনিশিয়ার দক্ষিণে আশ্রয় কেন্দ্রগুলো এরইমধ্যে অভিবাসীতে পরিপূর্ণ হয়ে গেছে বলে জানান সেলিম৷

এর আগে ২৪ জুন টিউনিশিয়ার কোস্ট গার্ড সদস্যরা একটি ডুবন্ত নৌকা থেকে ২৬৭ অভিবাসীকে উদ্ধার করেছেন৷ এরমধ্যে ২৬৪ জনই ছিলেন বাংলাদেশি৷ 

সাম্প্রতিক সময়ে লিবিয়া ও টিউনিশিয়া থেকে সমুদ্রপথে যাত্রার প্রবণতা বেড়েছে৷ বিভিন্ন দেশের নাগরিকরা ইউরোপে আশ্রয়ের উদ্দেশ্যে এই ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথ বেছে নিচ্ছেন৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে চলতি বছর এখন পর্যন্ত ইউরোপ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাড়ে পাঁচশ জনেরও বেশি৷ 

এফএস/এসএস (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ