1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৪৪০ আশ্রয়প্রার্থী উদ্ধার

৮ এপ্রিল ২০২৩

ভূমধ্যসাগর থেকে ৩৩৯ অভিবাসীকে উদ্ধার করে ইটালির দক্ষিণের বন্দর ব্রিন্ডিসিতে নিয়ে এসেছে মানবিক সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স (এমএফএস) পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টস৷ শুক্রবার সংস্থাটি এই তথ্য জানিয়েছে৷

চলতি বছর এখন পর্যন্ত ১৮ হাজার আশ্রয়প্রার্থী ইটালি পৌঁছেছেন৷ ছবিতে ২৬ মার্চ ইটালির বারিতে এমএসএফ-এর জাহাজ থেকে নামার উদ্ধারকৃত অভিবাসীরা
চলতি বছর এখন পর্যন্ত ১৮ হাজার আশ্রয়প্রার্থী ইটালি পৌঁছেছেন৷ ছবিতে ২৬ মার্চ ইটালির বারিতে এমএসএফ-এর জাহাজ থেকে নামার অপেক্ষায় উদ্ধারকৃত অভিবাসীরা ছবি: Darrin Zammit Lupi/REUTERS

বুধবার ভূমধ্যসাগরে ১১ ঘণ্টার অভিযান শেষে মোট ৪৪০ অভিবাসীকে উদ্ধার করে জাহাজটি৷ এই অভিবাসীরা ছোট ছোট নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ইটালি পৌঁছানোর চেষ্টা করছিলেন৷ এর মধ্যে প্রায় ১০০ জনকে ইটালি কর্তৃপক্ষ তাদের নৌবাহিনীর জাহাজে তুলে নেয়৷ বাকিদের ব্রিন্ডিসিতে পৌঁছে দেয় জিও ব্যারেন্টস৷ অভিবাসীরা সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, সোমালিয়া ও শ্রীলংকার নাগরিক বলে জানিয়েছেন এমএফএস৷

অভিবাসীদের দেয়া তথ্য অনুযায়ী, লিবিয়ার বেনগাজি থেকে কাঠের নৌকায় করে তারা ১ এপ্রিল রওনা করেন৷ উদ্ধারের আগে চারদিন তারা সমুদ্রে ভেসেছেন৷ এর মধ্যে শেষ দুইদিন তাদের কাছে খাবার ছিল না৷

ইটালিতে নোকাডুবি: উদ্ধার ৬৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ

02:52

This browser does not support the video element.

ইটালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, উপকূলে পৌঁছানোর আগে এক ব্যক্তিকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে মাল্টায় নেয়া হয়৷ তিনি পানিশূন্যতা জনিত সমস্যায় ভুগছিলেন৷ এছাড়াও পুড়ে যাওয়া এবং হাড় ভেঙে যাওয়ার কারণে তিনজনকে চিকিৎসা দেয়া হয়েছে৷

উন্নত জীবনের আশায় প্রতিবছর বিপুল অভিবাসী বিপজ্জনক উপায়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন৷ ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে চলতি বছর এই সংখ্যা ১৮ হাজারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় চারগুণ বেশি৷ ইটালিতে আসা এই অভিবাসীরা মূলত লিবিয়া ও টিউনিসিয়ার উপকূল থেকে ছোট নৌকায় রওনা দেন, যা উত্তাল সমুদ্রে যাতায়াতের উপযুক্ত নয়৷ যে কারণে প্রায়ই নৌকা ডুবে প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটছে

এফএস/এআই (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ