1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশি মৃত্যুর ঘটনায় ‘পাচারকারী’ আটক

২১ ফেব্রুয়ারি ২০২২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে সাগরে প্রচণ্ড ঠান্ডায় সাত বাংলাদেশি মৃত্যু হয়৷ সেই ঘটনায় সন্দেহভাজন এক পাচারকারীকে ইটালির সিসিলি থেকে গ্রেপ্তার করা হয়েছে৷

Mittelmeer Evakuierung Familie von Sea Watch 3
ঝুঁকিপুর্ণ নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায়ই ইউরোপে পৌঁছার চেষ্টা করেন৷ ফাইল ছবি ছবি: Darrin Zammit Lupi/REUTERS

গ্রেপ্তারকৃত ব্যক্তি মিশরের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ৷

গত ২৫ জানুয়ারি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালির লাম্পেদুসায় পৌঁছাতে গিয়ে প্রচণ্ড ঠান্ডার কারণে হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী মারা যান৷

মর্মান্তিক এই ঘটনায় জড়িত মানবপাচার চক্রের হোতাদের সন্ধানে তদন্ত শুরু করে ইটালির পুলিশ৷

এরই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারি ৩৮ বছর বয়সি মিশরীয় নাগরিককে মানবপাচারে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে ইটালির সিসিলি দ্বীপের পুলিশ৷

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি লিবিয়া থেকে ১৬ মিটার দীর্ঘ একটি নৌকায় ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশীকে ইটালিতে পাচারের চেষ্টা করছিলেন৷

ভূমধ্যসাগর থেকে ৮২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

02:19

This browser does not support the video element.

যেসব নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা যাত্রা করছিলেন সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল৷ আর সেই সময় সাগরের তাপমাত্রা ছিল শূণ্য ডিগ্রির কাছাকাছি৷

এমন পরিস্থিতিতে ‘‘অভিবাসীদের পাচার করে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার প্ররোচনার দায়ে'' তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে জানায় পুলিশ৷

মূলত, এই ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তারে সক্ষম হয় ইটালির পুলিশ৷

পুলিশ জানায়, ‘‘এই ব্যক্তি  ইতিপূর্বে ২০১১ সালে একজন মানবপাচারকারী হিসাবে সিসিলির আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল৷''

প্রচণ্ড ঠান্ডা, প্রতিকূল আবহাওয়াসহ নানা ধরনের ঝুঁকি সত্ত্বেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা বাড়ছেই৷

জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০,৫৭০ জন অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছেন৷ ঝুঁকিপূর্ণ এ যাত্রায় কমপক্ষে ২২৯ জন মারা গেছেন৷

এমএইউ/আরআর (এএফপি)

প্রথম প্রকাশ: ২১ ফেব্রুয়ারি , ২০২১ ইনফোমাইগ্রেন্টস

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ