1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমধ্যসাগর থেকে ১০৯ জন উদ্ধার

১৮ সেপ্টেম্বর ২০১৯

বেসরকারি সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স ও এসওএস মেডিটেরানের যৌথ উদ্যোগে পরিচালিত উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং মঙ্গলবার ভূমধ্যসাগর থেকে ১০৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে৷

Libyen - «Ocean Viking» nimmt Bootsflüchtlinge an Bord
ছবি: picture-alliance/AP/R. Brito

লিবিয়ার উপকূলে দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়৷

একটি অভিযানে কাঠের নৌকায় থাকা ৪৮ জনকে তীরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে৷

অন্য অভিযানে একটি রাবার নৌকা উদ্ধার করা হয়৷ সেখানে ৬১ জন যাত্রী ছিলেন৷ এদের মধ্যে কয়েকজন নারী, শিশু ছাড়া একজন নবজাতকও রয়েছে৷

মাল্টার সিদ্ধান্ত পরিবর্তন

ইটালির কোস্টগার্ডের একটি নৌকা সম্প্রতি তাদের এলাকা থেকে ৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷

মাল্টা তাদের গ্রহণ করবে বলে মঙ্গলবার জানিয়েছে৷

তবে এর আগে মাল্টা বলেছিল, যে এলাকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে তার সবচেয়ে কাছের দ্বীপ হচ্ছে ইটালির লাম্পেদুসা৷ সুতরাং সেখানেই তাদের নিয়ে যাওয়া উচিত৷ এই কথা বলায় মাল্টার সঙ্গে ইটালির দ্বন্দ্ব দেখা দিয়েছিল৷

গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার জানান, উত্তর আফ্রিকা থেকে নৌকায় করে ইটালিতে পৌঁছা অভিবাসনপ্রত্যাশীদের ২৫ শতাংশকে জার্মানি গ্রহণ করবে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ