গত সপ্তাহান্তে ভূমধ্যসাগর থেকে প্রচুর অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো সি-ওয়াচ। নৌকাডুবিতে মৃত অনেকে।
ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্য়াশীদের উদ্ধার করেছে সি-ওয়াচ।ছবি: Max Brugger/Sea-Watch/dpa/picture alliance
বিজ্ঞাপন
গত রোববারই জার্মানির এনজিও সি-ওয়াচ ভূমধ্যসাগর থেকে ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। সবমিলিয়ে এক সপ্তাহে ৪৪৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তারা। গ্রিস ও তিউনিশিয়ার কোস্ট গার্ডও বেশ কিছু অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তা সত্ত্বেও প্রচুর মানুষ নৌকাডুবির ফলে মারা গেছেন।
গত তিনদিনের মধ্যে পঞ্চমবার ভূমধ্যসাগরে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে সি-ওয়াচ। রোববার তারা ৯৬জনকে উদ্ধার করে। তার মধ্যে একজন গর্ভবতী নারী।
কতজন মারা গেছেন?
বেশ কিছু অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা সম্ভব হলেও নৌকাডুবির ফলে প্রচুর মানুষ মারাও গেছেন। ওই নৌকাগুলিতে প্রচুর মানুষ ছিলেন। ফলে তা ভূমধ্যসাগরে ডুবে গেছে।
অভিবাসী ভর্তি নৌকায় লিবিয়ার কোস্ট গার্ডের গুলি
ভূমধ্যসাগরে অভিবাসী ভর্তি এক জলযানে দুই বার গুলি চালিয়েছে লিবিয়ার কোস্ট গার্ড৷
ছবি: Sea-Watch.org/AP/picture alliance
ইউরোপের দিকে অভিবাসীরা
ভূমধ্যসাগরে একটি জলযানে করে ইউরোপে আসছিলেন অভিবাসীরা। খুবই বিপজ্জনক এই যাত্রা।
ছবি: Sea-Watch.org/AP/picture alliance
লিবিয়ার কোস্ট গার্ড
জার্মানির এনজিও সি ওয়াচ ইন্টারন্যাশনাল একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, লিবিয়ার কোস্ট গার্ডের স্পিড বোট অভিবাসীদের জলযানকে তাড়া করছে।
ছবি: Sea-Watch.org/AP/picture alliance
কোস্ট গার্ডের গুলি
শুধু তাড়া করাই নয়, তারা গুলিও ছোড়ে। বিপজ্জনকভাবে অভিবাসীদের জলযানের খুব কাছ থেকে গুলি ছোড়া হয়। জলযানটি আন্তর্জাতিক জলসীমায় ছিল। সি ওয়াচ একটি বিমান থেকে পুরো ঘটনা ভিডিওবন্দি করে এবং ছবি তোলে। সি ওয়াচের দাবি, জলযানটিকে ডুবিয়ে দিতে চেয়েছিল কোস্টগার্ড।
ছবি: Sea-Watch.org/AP/picture alliance
ইইউ-র প্রশিক্ষণ
লিবিয়ার কোস্ট গার্ডকে প্রশিক্ষণ ও অস্ত্র দেয় ইইউ। তারা লিবিয়ার কোস্ট গার্ডকে সমর্থনও করে। তারা চায়, ইউরোপের দিকে ধেয়ে আসা অভিবাসীদের যেন থামায় লিবিয়ার কোস্ট গার্ড।
ছবি: picture-alliance/AP/H. Ahmed
ফিরিয়ে দিয়েছে অভিবাসীদের
চলতি বছরের গোড়া থেকে ২৬ জুন পর্যন্ত লিবিয়ার কোস্ট গার্ড ১৫ হাজার অভিবাসীকে উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ফিরিয়ে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মানুষদের এভাবে ইউরোপে আসার চেষ্টা বানচাল করা নিয়ে সমালোচনাও কম হয়নি।
ছবি: picture-alliance/AP Photo/H. Ahmed
5 ছবি1 | 5
বড়দিনের ঠিক আগে গ্রিসের কোস্ট গার্ড ২৭টি দেহ উদ্ধার করেছে। এছাড়া রোববার লিবিয়ার উপকূলে ২৮টি দেহ ভেসে এসেছে।
গত বুধবার একটি নৌকাডুবি হয়েছে। সেখানে তিনজন মারা গেছেন। প্রচুর মানুষ নিখোঁজ। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মতে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই সবচেয়ে ভয়ংকর নৌকাডুবি।
সি-ওয়াচ ইইউ-র অভিবাসন নীতিরও সমালোচনা করেছে। তারা জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীরা জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পার হতে ইউরোপে আসতে চাইছে। কেউ পারছে, কেউ পারছে না।