1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার

২৮ মে ২০১৮

ভূমধ্যসাগর থেকে ৫৩২ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেন৷ উদ্ধার করাদের অধিকাংশই উত্তর আফ্রিকা ও সাহারার আশপাশের দেশের নাগরিক৷ তাঁদের বহনকারী কিছু নৌযানের অবস্থা এতই নাজুক ছিল, উদ্ধারের কিছুক্ষণ পরই সেগুলো ডুবে যায়৷

ছবি: Getty Images/AFP/J. Guerrero

এ সব অভিবাসনপ্রত্যাশী ১৫টি নৌযানে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসছিলেন৷ স্পেনের উদ্ধারকারী নৌযান রোববার দক্ষিণ উপকূলে অভিযান চালিয়ে আটটি নৌযান থেকে ২৫০ জন এবং তার আগেরদিন নয়টি নৌযান থেকে প্রায় ৩০০ জনকে উদ্ধার করে৷

এদের মধ্যে রোববার ওই অভিবাসপ্রত্যাশী উদ্ধারের পরপরই তিনটি নৌযান ডুবে যায়৷ উদ্ধারকারীরা বলছেন, নৌযানগুলো খুবই নাজুক ছিল৷

জিব্রাল্টার প্রণালীতে আবহাওয়া ভালো থাকায় আফ্রিকা ও সাব-সাহারা অঞ্চলের অনেকেই মরক্কো থেকে ভূমধ্যসাগর দিয়ে স্পেনে প্রবেশের চেষ্টা চালাচ্ছে৷ পরে স্পেন থেকে অন্য ইউরোপের কোনও দেশে এসব অভিবাসী ছড়িয়ে পড়বেন৷

সাম্প্রতিক বছরগুলোতে জিব্রাল্টার দিয়ে মরক্কো হয়ে স্পেনে প্রবেশের পথটি ইউরোপ অভিবাসনপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে৷ কেননা, ভূমধ্যসাগর হয়ে ইটালির মধ্য দিয়ে ইউরোপে প্রবেশের আগের রাস্তাটিতে কড়াকড়ি চলছে৷ ইটালি সরকার তার উপকূলগুলোতে অবৈধ অভিবাসন ঠেকাতে সাঁড়াশি অভিযান জারি রেখেছে৷

এবছর এখন পর্যন্ত ৭ হাজার অভিবাসনপ্রত্যাশীকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে, যারা ভূমধ্যসাগর দিয়ে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছেন৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, এটি গত বছরের তুলনায় দ্বিগুণ৷

ইউরোপের বর্ডার এজেন্সি ফ্রনটেক্স, এর আগে জানুয়ারি থেকে স্পেন দিয়ে দ্রুতগামী নৌযানের মাধ্যমে অভিবাসীরা অনেক বেশি হারে ইউরোপ প্রবেশের চেষ্টা চালাবে বলে সতর্কতা দিয়েছিল৷

এইচআই/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ