1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্পের পর তুরস্ক

২৪ অক্টোবর ২০১১

তুরস্কের ভান এবং এয়ার্চিসের ভূমিকম্পে এ পর্যন্ত প্রায় ২৭০ জন মানুষ নিহত হয়েছে৷ আহত হয়েছে এক হাজারেরও বেশি৷ আজ ধ্বংসস্তুপের নীচ থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা৷

epa02978902 Rescue workers try to salvage people from collapsed buildings after a powerful earthquake rocked eastern Turkey, in the city of Ercis, Van province, Turkey, 24 October 2011. More than 1,000 people were likely to have been killed in an earthquake as powerful as the one that struck 23 October in eastern Turkey, experts from the Kandilli Observatory and Earthquake Research Institute said at a press conference broadcast on Turkish TV. Turkish Prime Minister Recep Tayyip Erdogan was flying from Istanbul to the province of Van, the epicenter of the earthquake whose preliminary magnitude, according to the US Geological Survey, was 7.3. EPA/TOLGA BOZOGLU
ভূমিকম্পের পর এয়ার্চিসছবি: picture-alliance/dpa

তুরস্কে রিশটার স্কেলে ৭.২ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা এখনো নিরূপণ করা যায়নি৷ উঁচু উঁচু ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে৷ কয়েক ডজন মানুষ এসব স্তুপের নীচে চাপা পড়ে রয়েছে বলে জানানো হয়েছে৷ উদ্ধারকাজ চলছে৷ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এয়ার্চিস শহরে৷ সেখানে প্রায় ৭৫ হাজার মানুষের বসবাস৷ শহরটি ইরানের সীমান্তে অবস্থিত৷ সেখানে প্রায় ৮০টি ভবন পুরোপুরি ধ্বসে গিয়েছে৷ সবমিলে মারা গেছে প্রায় ২৭০ জন মানুষ৷ তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়বে৷ আহত হয়েছে প্রায় তেরশো৷

উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেছবি: picture-alliance/dpa

আশেপাশের দেশগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্কের প্রতি৷ গ্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ আজ জানিয়েছেন তার দেশ তুরস্ককে সাহায্য করতে প্রস্তুত৷ তিনি জানান, তুরস্ককে যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব সাহায্য করবে গ্রিস৷ তিনি আরো বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগ মানুষদের আরো কাছে নিয়ে আসে৷ গ্রিস ছাড়াও আজেরবাইজান, ইরান এবং বুলগেরিয়া সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে৷

ভ্যান শহরের একটি ভবনছবি: picture-alliance/Abaca

তুরস্কের ইজমিত শহরে এর আগে ১৯৯৯ সালে আরেকটি মারাত্মক ভূমিকম্প হয়েছিল৷ রিশটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬৷ সতের হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল৷ প্রধানমন্ত্রী এর্দোয়ান এয়ার্চিস শহর পরিদর্শন করে গেছেন৷ সরকার জানিয়েছে, সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে সরকার সেসব ক্ষতিপূরণের মাধ্যমে পুষিয়ে দেবে৷

ভ্যান শহরটি তুরস্কের দক্ষিণপূর্বে অবস্থিত৷ এই এলাকাটিতে বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হেনেছে৷ এয়ার্চিস ভ্যান থেকে ৬০ মাইল দূরে অবস্থিত৷ সেখানে ধ্বংসস্তুপের নীচে এখনো মানুষ আটকা পড়ে রয়েছে বলে জানা গেছে৷ কয়েক শ মানুষ এখনো নিখোঁজ রয়েছে৷ এই শহরে প্রায় দশ লক্ষ মানুষের বসবাস৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ