1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্পের পূর্বাভাষ ধরতে চান বিজ্ঞানীরা

১৩ জুন ২০১১

অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাষ দেওয়া গেলেও ভূমিকম্পের বেলাতে তা সম্ভব হয় না৷ অর্থাৎ, আগমনী বার্তা ছাড়াই মানব সভ্যতাকে এই দুর্যোগের মোকাবিলা করতে হচ্ছে৷ বিজ্ঞানীরা বহুদিন ধরে ভূমিকম্পের আগমন টের পেতে চেষ্টা করছেন৷

Spain, earthquake
মাত্র কয়েক সেকেন্ড, এর মধ্যেই ধ্বংস হয়ে গেল অনেক কিছুছবি: dapd

মাত্র কয়েক সেকেন্ড, এর মধ্যেই ধ্বংস হয়ে গেল অনেক কিছু৷ জীবন প্রদীপ নিভে গেল বহু মানুষের৷ ভূমিকম্পের এই ধ্বংসলীলার সঙ্গে আমরা কম বেশি পরিচিত৷ কোন কিছু বুঝে ওঠার আগেই যেন প্রলয়ংকরী কাণ্ড ঘটে যায়৷ সতর্ক হওয়ারও কোন সময় পাওয়া যায় না ভূমিকম্পের সময়৷ ভূমিকম্পের এই চেহারাটি অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের চেয়ে আলাদা৷ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাষের কারণে বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে৷ কিন্তু ভূমিকম্পের বেলায় বিজ্ঞান এখনও অনেক পিছিয়ে রয়েছে, তাই এখনও ভূমিকম্পের আগে আমরা পূর্বপ্রস্তুতি নিতে পারি না৷

ভূপৃষ্ঠের টেকটোনিক প্লেটগুলোর একে অপরের সঙ্গে ধাক্কা লাগার কারণে ভূমিকম্প হয়ে থাকে৷ আর বর্তমান যুগে মাটির তলায় পারমাণবিক বোমার পরীক্ষাও অনেক ক্ষেত্রে ভূকম্পনের কারণ হয়৷ ভূপৃষ্ঠের ভেতরে একটি টেকটোনিক প্লেট আরেকটিকে আঘাত করার পর যে কম্পন তৈরি হয় তাকে বলা হয় সিসমিক ওয়েভ৷ ভূপৃষ্ঠের ভেতরের এই সিসমিক ওয়েভ যত বেশি প্রবল হয় মাটির ওপরে তত বেশি ক্ষয়ক্ষতি সাধিত হয়৷ সমস্যা হলো, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এই সিসমিক ওয়েভ ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে অত্যন্ত কম সময় নেয়৷

স্পেন : ভূপৃষ্ঠের টেকটোনিক প্লেটগুলোর একে অপরের সঙ্গে ধাক্কা লাগার কারণে ভূমিকম্প হয়ে থাকেছবি: AP

বিজ্ঞানীরা অনেকদিন ধরে চেষ্টা করছেন এই সিসমিক ওয়েভের পূর্বাভাষ বোঝার জন্য৷ এই জন্য চিলিতে বসানো হয়েছে আন্তর্জাতিক গবেষণাগার যার নাম ইন্টিগ্রেটেড প্লেট বাউন্ড্রি অবজার্ভেশন চিলি বা সংক্ষেপ আইপক৷ এই কেন্দ্রের ২০টি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ স্টেশনের ১৫টিই বসিয়েছে জার্মানি৷ আর বাকিগুলো যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের৷ এই ১৫টি পর্যবেক্ষণ কেন্দ্রে কাজ করে যাচ্ছেন জার্মান বিজ্ঞানীরা যাদের অন্যতম হলেন গুন্টার আশ৷ গত ৩০ বছর ধরে তিনি ভূমিকম্প নিয়ে কাজ করে চলেছেন৷ চিলির বিস্তীর্ণ আটাকামা মরুভূমিতে মাটির নীচে বসানো হচ্ছে একের পর এক সেন্সর৷

জাপান : পারমাণবিক বোমার পরীক্ষাও অনেক ক্ষেত্রে ভূকম্পনের কারণছবি: AP

আটাকামা মরুভূমির ৩০টি জায়গায় সেন্সর বসিয়ে পরীক্ষা করা হচ্ছে৷ এই সব সেন্সর আশেপাশের কম্পন রেকর্ড করে চলেছে৷ মাটির ভেতরে কিংবা ওপরের যে কোন আওয়াজ এইসব সেন্সরে থাকা মাইক্রোফোন রেকর্ড করে ফেলছে৷ গুন্টার আশ জানালেন, ‘‘এটাতে এক ধরণের মাইক্রোফোন আছে যাকে আমরা বলি জিওফোন৷ এটা মাটির ভেতরের কম্পন টের পায় এবং সেটা রেকর্ড করে৷ যেমনটা মাইক্রোফোন চালু করার পর জোরে বাতাসের আওয়াজও এর ভেতর দিয়ে টের পাওয়া যায়৷''

চিলির মরুভূমির উত্তরাঞ্চল ছাড়া দক্ষিণেও এই ধরণের অনেক সেন্সর বসানো হয়েছে৷ অনেক সেন্সর মাটির ভেতরে ছোট্ট একটা কেবিনের ভেতর রাখা৷ তবে এই কেবিনের সেন্সরগুলো অনেক বেশি শক্তিশালী৷ এইসব সেন্সরের যন্ত্রপাতি সৌরবিদ্যুৎ দিয়ে চলে৷ এই ধরনের মোট ১৫টি কেবিন বসিয়েছেন গুন্টার আশ৷ এমনই একটি কেবিনে ঢুকে গুন্টার আশ বললেন, ‘‘এই বড় যন্ত্রটা ছোটখাটো থেকে শুরু করে মানুষ টের পায় এমন সব কম্পন রেকর্ড করে থাকে৷ আর এই ছোটটা অনেক গভীরে থাকা এমন সব জোরালো ভূকম্পন টের পায় যেগুলো মানুষের ক্ষয়ক্ষতির কারণ হয়ে থাকে৷ এবং দুটি যন্ত্র একসঙ্গে ভূপৃষ্ঠের ভেতরের সিসমিক ওয়েভ টের পেতে সহায়তা করে৷''

বিজ্ঞানীরা চিলির যে মরুভূমিতে এই গবেষণা করে যাচ্ছেন সেটি ভূপৃষ্ঠের দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত৷ সেই কারণেই এখানে ভূকম্পন নিয়ে গবেষণায় সাফল্য পাওয়া সম্ভাবনা উজ্জ্বল৷ সেখানে বসানো সেন্সর থেকে পাওয়া তথ্য পাঠানো হচ্ছে বার্লিনের ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র জিএফজেড এ৷ গবেষকরা জানিয়েছেন, যে গত কয়েক বছরে ভূমিকম্প নিয়ে বিজ্ঞানীদের গবেষণা আগের তুলনায় অনেকটা এগিয়ে গিয়েছে৷ তারা আশা করছেন, অদূর ভবিষ্যতে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মত ভূমিকম্পের পূর্বাভাষও দেওয়া সম্ভব হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ